Web bengali.cri.cn   
• দীর্ঘ দিনে সাথী সিআরআই আমার পরিবারের একটা অংশ
• শ্রোতাদের প্রধান চাওয়ার একটি হলো অনুষ্ঠানের সময় বৃদ্ধি করা
• আমি খুব খুশি হয়েছি এগুলো পেয়ে
• চীন-বাংলা বাঁধন মৈত্রী
• সিআরআই'র বাংলা অনুষ্ঠান আমি আমার গ্রামের কতিপয় ব্যক্তিবর্গের শুনাই
• অতএব আপনারা আমার ক্লাবের সকল সদস্যকে চিঠি দিবেন
• ধন্যবাদ চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মচারীকে
• সিআরআই'র অনুষ্ঠান আমার কাছে সত্যই চমত্কার লাগে
• হৃদয়ে সিআরআই
• চীনাদের গুগল না হলেও চলবে।
• সিআরআই থেকে পাই বিশ্ব সংবাদও চীনের দৈনন্দিন খবরাখবর। তাই সিআরআই'র অনুষ্ঠান আমাদের নিকট এক অবিচ্ছেদ্ধ অংশ
• আমরা আপনাদের বাংলা অনুষ্ঠান খুব মনোযোগ সহাকারে শুনি
• সিআরআই বাংলা বিভাগ বৈচিত্রময় অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সারা চীনের সঙ্গে ব্যাপক শ্রোতাদের বন্ধুত্ব গভীরভাবে বেড়ে উঠেছে
• নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের আর্থ-সামজিক অবস্থান ক্রমান্বয়ে পরিবর্তিত হতে শুরু করে
• চীন আন্তর্জাতিক বেতার
• পরীক্ষা শেষে অবশ্যই আবার অনুষ্ঠান শোনা শুরু করবো
• নয়া চীনের ৬০তম বছর পূর্তিতে ১৩০ কোটি চীনাকে জানাই আন্তরিক অভিবাদন ও লাল গোলাপের শুভেচ্ছা
• নতুন আঙিকে পরিবেশিত শ্রোতা সন্ধ্যা আসর দু'টি আমার মন কেড়েছে
• চীন পৃথিবীর তথা বিশ্বের শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি
• নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের আর্থ-সামজিক অবস্থান ক্রমান্বয়ে পরিবর্তিত হতে শুরু করে
• চোখ রাঙিয়ে মানুষকে শাসন করা যায়, কিন্তু মানুষের মন তার চেয়ে অনেক উর্ধে
• 'মুক্ত মন মুক্ত চিন্তা' অনুষ্ঠানের আলোচনা ভাল লেগেছে
• 'শ্রোতা সন্ধ্যা' অনুষ্ঠানটি এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে
• চীনের কূটনৈতিক নীতিও প্রশংসার দাবীদার
• চীন আজ বিশ্ব অর্থনীতির অন্যতম স্তম্ভ
• আমি প্রিয় সিআরআইকে পাওয়ার পর তাকে দেখার জন্য স্বপ্নে বিভোর থাকি
• ধাপে ধাপে উত্তোরোত্তর এই উন্নতি বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষণীয়
• অনুষ্ঠান নিয়মিত শোনা আমার নেশা হয়ে গেল।
• সিআরআই'র মাধ্যমে চীনের জন জীবন, শিক্ষা, শিল্প, জ্ঞান, বিজ্ঞানের নানা বিধ বিষয় জানতে পেরেছি এজন্য সিআরআইকে ধন্যবাদ জানাই
• চীন প্রতিষ্ঠিত হওয়ার পর ৬০ বছর অতিক্রম করতে যাচ্ছে
• সিআরআই'র মাধ্যমে পেয়েছি এ মন্ত্র।
• অনুষ্ঠান শুনতে শুনতে শেষ হয়ে যায় তখন আমার মনে হয় আমি বড়ো একা একা
• উদ্ঘোষিকাগন যারা কর্ম থেকে অবসর নিয়ছেন কিন্তু আমার কাছে রয়ে গেছে আজও তাঁদের মিষ্টি মধুর স্মুতি
• আমি 'সিআরআই ১৯৯৭ সাল থেকে শুনে আসছি
• আমি তখন খুব ছোট থাকাই ও চতুর্থ শ্রেণীতে পড়তে থাকায় চিঠি কিভাবে লিখতে হয় শিখি নাই
• চীন পৃথিবীর ১৭১টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে
• এবার বলি আমার সে ঠিকানা, চীন আন্তর্জাতিক বেতার, কেউ সোনা রুপা, হীরা মুক্ত পেয়ে খুশি
• বাংলাদেশের নাটোরা জেলার মহিমা মল্লিক তাঁর রচনায় লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি
• শুধু তাই নয়, তাদের অনেক নিয়মিত আপনাদের কাছে চিঠিপত্রও লিখে থাকে
• আমি যখন থেকেই বাংলা অনুষ্ঠান শুনছি তখন থেকেই প্রতিনিয়ত চীনকে জানছি
prev 1 2 3 4 5 next
SearchYYMMDD  
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040