|
বাংলাদেশের পাবনা জেলার পাছ শুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের সম্পাদক এস,এম,এ,হান্নান আমাদেরকে এক কবিতা লিখেছেন। এখন আমি তাঁর এ কবিতা আপনাদেরকে বলে দিবো। কবিতার নাম হল হৃদয়ে সিআরআই।
সিআরআইকে ভালবাসবো
সারা জীবন ভর
সিআরআই ছাড়া বুকিনা কিছু
হৃদয়ে তার ঘর
সিআরআই বিশ্বের মাকো
সূরভীত ফুল
তোমায় চিনতে আমি
করি নাই ভূল
প্রাণের চেয়েও প্রিয় তুমি
আমার পথ নির্দেশ
তোমায় নিয়ে স্বপ্ন দেখার
নেই যে কোন শেষ
এস,এম,এ,হান্নান, আপনি আমাদের পুরানো বন্ধু। আপনাকে আমাদেরকে কবিতা লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনার কবিতা থেকে জানা গেছে, আমাদের অনুষ্ঠান আপনার জন্য সহায়ক। এ জন্য আমাদের অনেক আনন্দিত লাগে। আমরা শ্রোতাদের জন্য আরো সুন্দর ও সহায়ক অনুষ্ঠান তৈরী করবো।
বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ,এম,তারেক তাঁর চিঠিতে লিখেছেন, আমরা উত্স ডিএক্স কর্নারের সভ্যরা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের একনিষ্ঠ ভক্ত শ্রোতা। আর আমদের এই ক্লাব গঠিত হয় মূলত: সিআরআই-১১'র অনুষ্ঠান শোনাকে উপলক্ষ্য করে। আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো সিআরআই-১১'র প্রচার ও প্রসার। সিআরআই-১১'র অনুষ্ঠানকে যে আমরা কত বেশী ভালবাসি ও পছন্দ করি তা বর্ণনাতীত। এটা চোখে দেখা যায় না অনুভূতির ব্যাপার। শত ঝামেলা থাকা সত্বেও আপনাদের অনুষ্ঠান শোনা চাই। আপনাদের নতুন সহকর্মী শিহাবুর রহমানের প্রতিবেদন আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে তার বাচনভঙ্গি ও শব্দ উচ্চারণ। তাকে আমার অভিনন্দন জানাবেন। শ্রোতা সন্ধ্যায় তার পরিচিত তার মুখে শুনতে চাই। প্রতিবেদনে চুশাওলীর পরিবেশনায় চীনের জাতীয় গণ কংগ্রেসের সম্মেলনের কথা জানলাম। চিয়াং চিনছেনের কাছ থেকে ফলিস্তিন মুক্তি সংস্থার কার্যক্রমের কথা শুনলাম। ধন্যবাদ। মুক্তমন মুক্তচিন্তা আসরে সাক্ষাত্কাএর ২য় পর্ব ভাল লাগল। সুরের ভুবন আসরে চুংশাওলীর পরিবেশনায় গান উপভোগ করলাম। চমত্কার লাগল। প্রতিবেদন ইউ কুয়াংইউয়ের পরিবেশনায় চমার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘের বিশেষ অনুষ্ঠানের কথা জানলাম। মোঃ মফিজুর রহমানের পরিবেশনায় প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার উন্নয়নে প্রধান বাঁধা জঙ্গী ও সন্ত্রাসবাদ শীর্ষক পরিবেশনার জন্য ধন্যবাদ। শ্রোতা সন্ধ্যায় রথ্রীন্দ্রনাথ রায়ের কন্ঠে সবাই বলে বয়স বাড়ে গানটি ভীষণ ভাল লাগল। ধন্যবাদ। ভাই এইচ,এম,তারেক আপনাকে এত ভালভাবে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আপনার অনুরোধ অনুযায়ী, আমি এখন শিহাবুর রহমানকে একটু পরিচিত করে শোনাবো। আমাদের নতুন সহকর্মী শিয়াবুর রহমানের জন্ম বাংলাদেশের খুলনা জেলায়-১৯৭৯ সালের ৮ই ডিসেম্বর। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এবং ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে মানবাধিকার আইনে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক মিল্লাত পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে তাঁর সাংবাদিকতা শুরু ১৯৯৮ সালের আগস্টে। ২০১০ সালের মার্চে সিআরআই বাংলা বিভাগে বিদেশী সহকর্মী হিসেবে নিযুক্তি লাভ করা আগ পর্যন্ত তিনি বাংলাদেশের প্রথম ও প্রধান অনলাইন সংবাদপত্র বিডিনিউজ ২৪ডটকমে (bdnews24.com) জ্যেষ্ঠ সহ সম্পাদক হিসেবে স্বল্পকালীন দায়িত্ব পালন করেন। শিয়াবুর রহমান বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী, বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম এন্ড কমিউনিকেশন, সাউথ এশিয়ান পার্টনারশিপ বাংলাদেশ ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। তিনি বিভিন্ন বাংলা ও ইংরেজি পত্রিকায় নানা বিষয়, বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে বহু নিবন্ধ লিখেছেন। শ্রোতা বন্ধুরা, আমি এখন আপনাদেরকে মাত্র শিয়াবুর সহমানকে একটু সহজে পরিচিত করেছি। ভবিষ্যতে অনুষ্ঠানে আমরা শিয়াবুর রহমানের সঙ্গে আপনাদেরকে একটি বিশেষ অনুষ্ঠান তৈরী করবো।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |