|
চীনের জনপ্রিয় গায়িকা চিন হাই সিন (金(jīn)海(hǎi)心(xīn)) তার পরিষ্কার ও সুন্দর কণ্ঠস্বর দিয়ে অনেক মানুষের মন জয় করেছেন। আপনারা জানেন, ২০০৮ সালে চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল। এতে ৩ লাখ ৬৭ হাজার মানুষ মারা যায় এবং আরো প্রায় সাড়ে ৪ কোটি মানুষ দুর্গত হয়। অসংখ্য শিশু তাদের মা-বাবা ও ঘরবাড়ি হারায়। 'সুর্যের নিচে ফুল' এসব দুর্গত শিশুদের জন্য রচিত।
গানে বলা হয়েছে,
曾(céng)有(yǒu)一(yī)个(gè)梦(mèng), 梦(mèng)里(lǐ)美丽(měilì)的(de)花园(huāyuán)
আগে একটি সুন্দর স্বপ্ন ছিল। এ স্বপ্নে একটা সুন্দর বাগান ছিল।
一双(yīshuāng)温暖(wēnnuǎn)手(shǒu) 带(dài)我(wǒ)到(dào)小(xiǎo)河边(hébiān)
এক জোড়া উষ্ণ হাত আমাকে একটি ছোট নদীর তীরে নিয়ে এসেছে।
童年(tóngnián)的(de)歌谣(gēyáo) 在(zài)我(wǒ)耳边(ěrbiān)轻(qīng)回荡(huídàng)
ছোটবেলার গানগুলো আমার কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে।
是(shì)谁(shuí)在(zài)为(wéi)我(wǒ)歌唱(gēchàng) 美好(měihǎo)的(de)时光(shíguāng)
কে আমার জন্য গান গাইছে? সেই সুন্দর সময়ের গান।
阳光(yángguāng)下(xià)的(de)花儿(huāer) 幸福(xìngfú)的(de)成长(chéngzhǎng)
সুর্যের নিচে ফুল সুখে বড় হচ্ছে।
微风(wēifēng)轻轻(qīngqīng)吹(chuī) 一起(yìqǐ)把(bǎ)歌唱(gēchàng)
মৃদু বাতাসের সঙ্গে গান গাইছে।
阳光(yángguāng)下(xià)的(de)花儿(huāer) 有(yǒu)你(nǐ)在(zài)身旁
সুর্যের নিচে ফুলের সঙ্গে তুমি আছো বলে।
美丽(měilì)百花(bǎihuā)放(fàng)
শত শত ফুল ফুটে থাকে সব সময়।
শিশুরা যেন এক বাগানের মধ্যে বিভিন্ন ফুল। মানুষের যত্ন ও সাহায্যে তারা আস্তে আস্তে বড় হতে পারে, ফুলের মতো ফুটতে পারে। সি ছুয়ান ভূমিকম্পে দুর্গত শিশুদের জীবন একদম বদলে গেছে। তাদের মা-বাবা মারা গেছেন। তাদের বাড়িঘর আর থাকে নেই। তাদের জীবনের সব কিছুই যেন একদিনে হারিয়ে গেছে। কিন্তু আরো মানুষ আছেন। তারা চেষ্টা করছেন এই অনাথ শিশুদের আগের জীবন আবার ফিরিয়ে আনার। তারা শিশুদের যত্ন নিচ্ছেন অথবা নতুন বাড়ি, নতুন স্কুল নির্মাণের জন্য আর্থিক সাহায্য দিচ্ছেন। তাই এসব দুর্গত শিশুদের জীবন আবার সুর্যের নিচে ফুলের মতো সুখের সঙ্গে ফুটতে থাকবে।
এটি একটি সুন্দর গান। আশা করি, আপনাদের ভাল লেগেছে এবং গানটা শিখতে পেরেছেন। আপনারা আমাদের ওয়েবসাইটে এ গানটি শুনতে এবং গানের কথা দেখতে পাবেন। ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn
সুপ্রিয় শ্রোতা, আগামী শনিবার আবার আপনাদের সঙ্গে থাকবো 'স্বর্ণার সঙ্গে শিখুন' আসরে। আগামী আসরে আপনাদেরকে একটি মজার চীনা রান্না শিখাবো। আশা করি, আগামী সপ্তাহেও আমার সঙ্গে থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (ইয়াং ওয়েই মিং/এসআর)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |