চীনের বেতার চলচ্চিত্র ও টেলিভিশন অধি দপ্তর ও এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উগ্যোগে আয়োজিত উন্নয়নশীল দেশের তথ্যমন্ত্রী পর্যায়ের কর্মশালা ২১ থেকে ৩০ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খলিলুর রহমান এবং সহকারী প্রধান মাসুদুল আলম এতে অংশগ্রহণ করেন। খোলামেলা অনুষ্ঠানে বাংলাদেশের বেতার ও টেলিভিশন সংক্রান্ত আলাপ আলোচনায় তাঁরা যোগ দিয়েছেন। সঙ্গে যোগ দিয়েছেন শিহাবুর রহমান এবং আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
বাম থেকে ডান: মোঃ মাসুদুল আলম, সহকারী প্রধান; মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত সচিব, বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়; ইয়াং ওয়েই মিং-স্বর্ণা; বিশেষজ্ঞ শিহাবুর রহমান।