বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম লিখেছেন, "মাদাম ছাই ইউয়ে প্রযোজিত গত ১৯ ও ২৯ সেপ্টেম্বরের 'শ্রোতা সন্ধ্যা' অনুষ্ঠান দু'টি খুব মনোযোগ সহকারে শুনলাম। নতুন আঙিকে পরিবেশিত শ্রোতা সন্ধ্যা আসর দু'টি আমার মন কেড়েছে। আমার খুব ভাল লাগছে এই ভেবে যে, এখন আর শ্রোতা সন্ধ্যা আসরটি পূণঃপ্রচার হচ্ছে না। আমার আরো ভাল লেগেছে এ কথা জেনে যে, এখন থেকে প্রতিমাসে একজন করে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত ও পুরস্কৃত হবেন। এমন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি সিআরআই কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি চুয়াংডাঙ্গা জেলার এম.এস. জোহা ডিগ্রী কলেজে বর্তমানে অধ্যাপনার পেশায় নিয়মিত রয়েছি। আমি আমার ছাত্রছাত্রী ও সহকর্মীদেরকে সিআরআই বাংলা অনুষ্ঠান নিয়মিতভাবে শোনার জন্য উদ্বুদ্ধ করে চলেছি। আশা করি অদুর ভবিষ্যতে তারা আপনাদের ভাল শ্রোতা হবেন।" এটা অত্যন্ত আনন্দের বিষয় যে বাংলাদেশের একজন নিয়মিত শ্রোতা আমাদের শ্রোতা সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন। আমাদের অন্যান্য শ্রোতার এরকম প্রয়াশ শ্রোতা সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বড় অবদান রাখতে পারে বলে বিশ্বাস করি। অধ্যাপক আশরাফুল ইসলামের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
বাংলাদেশের চাঁপাইনবাবগন্ঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান লিখেছেন, "আমরা আপনাদের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান আমরা খুব মনোযোগ দিয়ে শুনি এবং অন্যান্যদেরকেও শুনতে উদ্বুদ্ধ করি। আপনাদের আছে অনেক একনিষ্ঠ শ্রোতা যারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান প্রতিদিনই শুনে থাকেন। গত ২২ জানুয়ারী 'মুক্ত মন মুক্ত চিন্তা' অনুষ্ঠানটি শুনলাম। অনুষ্ঠানে বিবর্তনের ধারায় চীনের বাজার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত খোলামেলা ও মুক্ত আলোচনা আমাদের ভীষণ ভাল লেগেছে। চীনের বাজার ব্যবস্থা সম্পর্কে মুক্ত আলোচনায় অংশ নিয়েছিলেন জনাব চিয়াং চিনছেং, ইউ কুয়াং ইউয়ে ও আ.ব.ম. ছালাউদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য জনাব ছালাউদ্দিকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।" আসলে আমরা প্রতিদিনই চেষ্টা করছি আমাদের অনুষ্ঠানের মানোন্নয়নের জন্য। আর এ ব্যাপারে শ্রোতাদের একটা বড় ভূমিকা আছে। তারা যদি অনুষ্ঠানগুলো শুনে বস্তুনিষ্ঠ মূল্যায়ন করেন এবং আমাদের তা জানান, তবে তা অনুষ্ঠান সাজাতে এবং সেগুলোর মানোন্নয়নে অত্যন্ত সহায়ক হবে।