Web bengali.cri.cn   
সিআরআই'র অনুষ্ঠান আমার কাছে সত্যই চমত্কার লাগে
  2010-07-16 10:19:06  cri
বাংলাদেশের ঝিনাইদহ জেলার ব্রাথারহুড রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট সাজ্জাদ হোস্সেইন রিজু তাঁর চিঠিতে লিখেছেন, গত ২৬ ফেব্রুয়ারী তারিখে ঢাকাতে আপনাদের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দুঃখের বিষয় আমি ইচ্ছা থাকা সত্ত্বেও তাতে যোগ দিতে পারিনি। গত ২৫ জানুয়ারী একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় দেড়মাস বিছানায় কাঠাতে হয়েছে। তবে এখন একটু সুস্থ্য। আমার অসুস্থ্যতার সময় যেসব ডিএক্স বন্ধুরা ফোনে আমার খোজখবর নিয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। গত ৬ মার্চ তারিখের শ্রোতাসন্ধ্যা অনুষ্ঠানে শ্রোতা সম্মেলনের উপর মাহমুদ হাশিমের প্রতিবেদন ও গৃহীত সাক্ষাত্কার ভাল লেগেছে। গত ১০ মার্চ তারিখের গল্পের ঝুলি অনুষ্ঠানে বাদর নিয়ে খেলা করা এক ব্যক্তির গল্প আমাদের কাছে খুবই ভাল লেগেছে। এভাবেই সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করে সিআরআই আমাদের সবার মন জয় করে নিয়েছে। আমরা সিআরআই বাংলা বিভাগের দীর্ঘায়ু কামনা করি। ভাই সাজ্জাদ হোস্সেইন রিজু, প্রথমে আপনাকে সমবেদনা জানাই। আশা করি, আপনি এখন সুস্থ্য হয়েছে। আপনি আমাদের শ্রোতা সম্মেলন অংশ নিতে না পারার জন্য আমাদেরও অনেক দুঃখ লাগে। কিন্তু ভবিষ্যতে আমরা আরো শ্রোতা সম্মেলন আয়োজন করবো। আশ করি, ভবিষ্যতে সম্মেলনে আপনি অংশ নিতে পারবেন। আশা করি, আপনি ভাল থাকেন, সুস্থ্য থাকেন।

বাংলাদেশের রাজবাড়ী জেলার দিগন্ত ওয়ার্ল্ড রেডিও ডিএক্স ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি সিআরআই'র একজন নিয়মিত শ্রোতা। আমিসহ আমার ক্লাবের সকল সদস্যবৃন্দ সিআরআই'র অনুষ্ঠান নিয়মিত শুনি। সিআরআই'র অনুষ্ঠান আমার কাছে সত্যই চমত্কার লাগে। অন্যান্য আন্কতর্জাতিক বেডার থেকে সিআরআই'র শ্রবণমান খুবই ভালো। সিআরআই'র বিশ্বসংবাদসহস অন্যান্য সকল অনুষ্ঠানই আমার কাছে খুব ভালো লাগে। আমাদের দুঃখের বিষয় এই যে গত ২৬ ফেব্রুয়ারী ঢাকায় শ্রোতা সম্মেলন হয়ে গেল মেটাতে আমাদের প্রবল ইচ্ছা এবং চেষ্টা থাকা সত্ত্বেও উপস্থিত হতে পারি নি। ২৬ তারিখে আমাদের পৌঁছাতে দেড়ী হওয়ায় সম্মেলন স্থলে উপস্থিত হতে পারি নি। সিআরআই'র অনুষ্ঠান শুনে এবং ওয়েবসাইট দেখে অনেকটা হলেও আমরা চীনের সম্পর্কে তথা বিশ্বের সম্পর্কে জানতে পারি। চীন সম্পর্কে জানতে আমরা আরো চাই। যেজন্য নিয়মিত সিআরআই'র সাথে যোগাযোগ রক্ষা করতে চেষ্টা করি। আমরা ক্লাবের সকলেই প্রতিনিয়ত একসঙ্গে বসে সিআরআই'র অনুষ্ঠান শুনি, অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত আলাপ আলোচনা করি। ভাই মনিরুল ইসলাম, আপনারা শ্রোতা সম্মেলনে অংশ নিতে না পারার জন্য আমাদের অনে দুঃখ লাগে। আশা করি, আগামী শ্রোতা সম্মেলনে আপনারা দেড়ী হবেন না। আমরা আরো বেশি শ্রোতা সম্মেলন আয়োজনের চেষ্টা করবো। শ্রোতা বন্ধুরা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনা ও চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনারা অব্যাহতভাবে আমাদেরকে সমর্থন করবো।

বাংলাদেশের পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট এস,এম,আব্দুল্লাহ রানা তাঁর চিঠিতে লিখেছেন, দীর্ঘদিন যাবত্ আপনাদের কোন চিঠি পত্র না পেয়ে চিন্তার মধ্যে আছি। আপনারা আমাদের ভূরে গেলেন নাকি? গত ৬ ফেব্রুয়ারী শ্রোতা সন্ধ্যা অনুষ্ঠানে আমি ও সিআরআই'র বাংলা অনুষ্ঠান শিরোনামে আমার লেখা নিবন্ধ খানা পড়ে শোনানো হল এতে আমি ভীষণ ভিষণ খুশি হয়েছি। এই নিবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে আকর্ষনীয় পুরস্কার লাভ করবো বলে আমি আশা প্রকাশ করছি। গত ১৩ ফেব্রুয়ারী শ্রোতাসন্ধ্যায় ঢাকার বই মেলা থেকে সিআরআই বাংলা বিভাগের প্রাক্তন বাঙালী কবর্মীদের সাথে স্বর্ণা আপুর কথকথায় সাজানো অনুষ্ঠানটি খুবই চমত্কার হয়েছে। এজন্য অসংখ্য ধন্যবাদ। সাংহাই বিশ্ব মেলা ২০১০ সম্পর্কে তথ্য সমৃদ্ধ প্রতিবেদন গুলো খুবই ভাল লাগছে। ভাই এস,এম,আব্দুল্লাহ রানা, প্রথমে আমি বলতে চাই। আমরা কোনো শ্রোতার ভূলে যাবো না। আমরা প্রত্যেক শ্রোতার চিঠির উত্তর দিতে পারি না। কিন্তু সবাই শ্রোতার মতামত ও প্রস্তাব আমরা মন দিয়ে বিবেচনা করি। আপনাকে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনা ও চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040