বাংলাদেশের ঝিনাইদহ জেলার আইপিএম ফ্যান ক্লাবের সভাপতি সুকদেব কুমার ঘোষ লিখেছেন, "আমার ক্লাবের সকল সদস্য নিয়মিত সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনে থাকেন। সিআরআই'র বাংলা অনুষ্ঠান আমাদের অত্যন্ত প্রিয়। সিআরআই'র তরতাজা সংবাদ চীন সম্পর্কে জানতে আমাদের সহায়তা করে। সিআরআই না শুনলে আমরা চীন সম্পর্কে তেমন কিছুই জানতে পারতাম না। মানুষের জানার শেষ নেই। ১৯৭৮ সাল হতে সিআরআই'র সঙ্গে আছি। বাঁকী জীবনটা সিআরআই'র সঙ্গে কাটাতে চাই, ভগবান আমার এ ইচ্ছে পূরণ করলে খুশি হবো। 'মুক্ত মন মুক্ত চিন্তা' অনুষ্ঠানে ম্যাডাম ইউ কোয়াং ইউয়ে, চিয়াং চিনছেন ও আ.ব.ম. সালাউদ্দিন এই তিন জন খোলামেলা আলোচনা করলেন বিশ্বের ১৩টি শহরের মধ্যে পেইচিং শহর বিশ্বের এক নম্বরে পৌঁছেছে। পেইচিং শহর বিশ্বের এক নম্বর স্থান দখল করায় ১৩০ কোটি চীনা নাগরিক যেমন খুশি তেমনি সিআরআই'র শ্রোতা হিসেহে আমরাও গর্বিত। তা ছাড়া আমরাও তো এশিয়া মহাদেশেরই লোক। এশিয়া মহাদেশের একটি শহর বিশ্বের এক নম্বর স্থানে উঠে আসা তো এশিয়াবাসীর গৌরবের ব্যাপার। যা হোক 'মুক্ত মন মুক্ত চিন্তা' অনুষ্ঠানের আলোচনা ভাল লেগেছে। আগামীতে আরো বিভিন্ন বিষয়-ভিক্তিক আলোচনা শুনতে চাই।" সুকদেব কুমার, নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটা শুনতে খুবই ভাল লাগে যে আমাদের নতুন অনুষ্ঠান আপনারা পছন্দ করছেন। আশা করি আগামী দিনগুলোতে আপনাদের আরো ভাল অনুষ্ঠান উপহার দিতে পারব।
বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের সম্পাদক এস.এম.এ. হান্নান লিখেছেন, গত ২০ জানুয়ারী রাতের অধিবেশনে বাংলাদেশে সিআরআই'র প্রতিনিধি মাহমুদ হাসিমের সাক্ষাত্কার শুনলাম। এছাড়া সাবেক বিশেষজ্ঞ তাহের ভাই'র কনফুসিয়াস ক্লাসের দায়িত্ব গ্রহণ এবং তার সাক্ষাত্কার স্মৃতিপটে দাগ কেটেছে। চীনা ভাষা শেখার আগ্রহ আমার অনেক দিনের। কারণ জনসংখ্যার দিক থেকে বিশ্বের সর্ববৃহত্ দেশ চীনের ভাষা শিখতে পারলে অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। চীন বেতারের সঙ্গে আমার সম্পৃক্ততা দীর্ঘ দিনের। কনফুসিয়াস ক্লাসে ভর্তির নিয়মাবলী জানালে খুশি ও উপকৃত হবো। সংবাদদাতা মাহমুদ হাসিম সাহেবের রিপোর্ট খুবই ভাললাগে।" ভাই এসএমএ হান্নান, আপনি চীনা ভাষা শিখতে চেয়েছেন। আপনি ঢাকায় কনফুসিয়াস ক্লাসের মহিউদ্দিন তাহের ও ইয়াং ওয়েইমিংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা অবশ্যই আপনাকে সহায়তা করবেন আশা করি।