|
ভালবাসি পঞ্চতন্ত্রের চীনা পরনীতি
বৈরী নয় কারো প্রতি, বন্ধু সম্প্রীতি।
বর্হিবিশ্বে উন্মুক্ততা, সংস্কার সাধন
স্বদেশের অখন্ডতায় দৃঢ় চীনা জনগণ।
পরদেশের অভ্যন্তরে বাড়ায় না হাত
আগ্রাসী নয় কভু, না চাহে পরের সম্পদ।
উন্নয়ন ও সংস্কারে সদা তত্পর
স্বদেশ সম্পদ রক্ষায় বদ্ধ পরিকর।
একতা সততা নীতির সুষম বন্টন
হিংসা বিভেদ মুক্ত চীনা জনগণ।
মানুষ সবার সেরা, শ্রেষ্ঠ মাখলুকাত
দেশ গোত্র বর্ণে নেই বিভেদ তফাত।
অহিংসা পরম ধর্ম, বাণী বিধাতার
মানুষে মানুষে প্রীতি কাঙ্খিত সবার।
পরদুঃখ কাতরতা, সেবা সহায় দান
মানবকল্যাণ তরে সদা আগুয়ান।
অকৃত্রিম ভালবাসা, বিনয় শিষ্টাচার
স্নিগ্ধ নির্মল হাসি, ভাতৃত্ব প্রগাড়।
বাংলাদেশী মহা খুশী, উত্ফুল্য সবাই
চীন-বাংলা বাঁধন মৈত্রী স্বাগত জানাই।
সুখে দুঃখে সহমর্মী রব পরস্পর
সর্বক্ষেত্রে একাত্মতা কাম্য সবার।
স্রষ্টার সকাশে যুক্ত করি করপুট
চীন-বাংলা মৈত্রী হোক অমর অটুট।
গোলাপ উদ্দিন মিয়ার অন্য কবিতাটির শিরোনাম 'ইচ্ছে জাগে'।
ইচ্ছে জাগে হাওয়ায় উড়ে
দেখে আসি পিকিং ঘুরে,
কেমন করে শিল্পী গায়ক
গায় সংগীত বেতার ঘরে।
চীনের পেইচিং শহরখানি
কি অপরুপ স্বপ্নপুরী,
আশ্চর্য্য ঐ চীনের প্রাচীর
ইচ্ছে জাগে দেখতে ঘুরি।
শাহী মসজিদ, তখতেশাহী
মিউজিয়াম ও কবরখানা,
হংকং হতে সাংহাই যেতে
দেখতাম শত কল কারখানা।
হলুদ নদীর দুঃখ গাঁথা
শুনতাম তার তীরে বসে,
পরী রানীর তিব্বত কেমন
ইচ্ছে জাগে দেখতে চষে।
ভাই ভগিনী চীনাবাসী
জানাই তাঁদের স্নেহ প্রীতি,
ইচ্ছে করি পরস্পরে
অমর হোক জীবন স্মৃতি।
চীন-বাংলা বাঁধন মৈত্রী
হৃদ্যতা ও মানবতায়,
উড়ায় শান্তির শ্বেত পায়রা
ইচ্ছে জাগে দেখতে ধরায়।
ভাই গোলাপ উদ্দিন মিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে চীন-বাংলা মৈত্রী কামনা করে আমাদেরকে এত সুন্দর কবিতা লেখার জন্য। আপনার নিয়মিত অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে।
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান লিখেছেন, "প্রকৃতি এখন নতুন সাজে সজ্জিত। গাছে গাছে নতুন পাতা ও ফুলের সমাহার, ফুলের মিষ্টি গন্ধে প্রকৃতি এখন তার অপূর্ব সৌন্দর্য্য আমাদের মধ্যে বিনা স্বার্থে বিকশিত করছে। ঠিক তেমনি আমাদের প্রাণের বেতার যার ছোট একটি নাম সিআরআই আমাদেরকে মুগ্ধ করে চলেছে। সত্যি কথা বলতে কি, আপনাদের মিষ্টি করে বাংলা বলা, চমত্কার শব্দ চয়ন ও বাক্য বিন্যাস আমাদেরকে দারুণ মুগ্ধ করে। আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে আপনারা খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে শ্রোতাদের খুব কাছে টেনে নিয়েছেন। যাই হোক গত ১৩ মার্চ আমাদের প্রিয় অনুষ্ঠান শ্রোতা সন্ধ্যা শুনলাম। অনুষ্ঠান শুনে জানতে পারলাম আমাকে প্রথম বারের মতো ফেরুয়ারী মাসের শ্রেষ্ঠ মাসিক শ্রোতা নির্বাচন করা হলো। আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমি এতটাই আনন্দিত যা ভাষায় প্রকাশ করতে পারবো না। অনুষ্ঠানের প্রযোজক ছাই ইউয়ে ও মাদাম ইউ কুয়াংইউয়েকে প্রাণঢালা শুভেচ্ছা।" বন্ধু আব্দুল মান্নান, আপনি আমাদের পুরনো শ্রোতা। এত দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার, নিয়মিতভাবে অনুষ্ঠান শোনার ও আমাদেরকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। গত মার্চ মাসের শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার আমরা আপনাকে পাঠিয়েছি। আশা করি, ইতোমধ্যে তা আপনার হাতে পৌঁছেছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |