|
চীন আন্তর্জাতিক বেতার
তুমি যে আমার
শ্রেষ্ঠ উপহার
চীন আন্তর্জাতিক বেতার
তোমার ভালবাসা
হাজার শ্রোতার
চীন আন্তর্জাতিক বেতার
তোমার উপস্থাপনা
এক বলিষ্ঠ কন্ঠস্বর
চীন আন্তর্জাতিক বেতার
তোমার সাফল্য
উর্ধে সবার।।
এস.এম. হান্নান অনুরোধ করেছেন, তাঁর কবিতাটি আমাদের ম্যাগাজিন 'পুবের জানালা'য় প্রকাশ করা জন্য। আপনার অনুরোধ আমরা নিশ্চয়ই বিবেচনা করবো।
বাংলাদেশের গাজীপুর জেলার হুমায়ুন কবির তাঁর চিঠিতে লিখেছেন, "আজ দীর্ঘ দু' বছর যাবত আপনাদের সঙ্গে কোন যোগাযোগ করতে পারেনি সেজন্য আমি দুঃখিত। এই দীর্ঘ সময় আপনাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমি নিজেও অনেক দুঃখ পেয়েছি। আমি বর্তমানে একটা ভাল প্রতিষ্ঠানে কর্মরত আছি। চাকরি জীবন অনেক ভালো কাটছে। কিন্তু মানসিকভাবে দুঃখে আছি। কারণ আপনাদের সঙ্গে কাজের অবসরে একটু শেয়ার করতে পারছি না। আমি যেখানে থাকি সেখান থেকে পোষ্ট অফিসে যেতে ১ ঘন্টা ৩ মিনিট লাগে। আকাঙ্খা থাকলেও এত পথ একা একা যেতে মন চায় না। আমি আবার নতুন করে আপনাদের সদস্য হতে চাই, করবেন কী? আমাকে নতুনভাবে সদস্য করে নিলে খুব খুশি হবো। আপনাদের প্রচারিত অনুষ্ঠানগুলো কাজের ফাঁকে ফাঁকে এখনো শুনি।" ভাই হুমায়ুন কবির আপনাকেসহ আমাদের সব শ্রোতাকে বলছি, ব্যস্ততা থাকার কারণে কোনো কোনো শ্রোতা কখনো কখনো আমাদের অনুষ্ঠান শুনতে পারেন না। কিন্তু আমরা মনে করি আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আজীবনের। সামান্য সময়ের ব্যবধানে তা নষ্ট হবে না।
বাংলাদেশের চাঁপাইনবাবগন্ঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান লিখেছেন, "আমরা আপনাদের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। অনুষ্ঠান প্রতিদিন নিয়মিত শুনি, আমাদের আশেপাশে যে সব শ্রোতা আছে তাদের ও অনুষ্ঠান শুনতে বলি। চীন আন্তর্জাতিক বেতারের আমরা এত ভক্ত যে অনুষ্ঠান না শুনে থাকতে পারিনা। সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে আপনারা খুব সহজেই শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। সিআরআই'র সংবাদের মান খুব চমত্কার। আগের তুলনায় সংবাদের গুনগত মান অনেকটা বেড়েছে। যেমন, সংবাদের মধ্যে ঢাকা সিআরআই সংবাদদাতা মাহমুদ হাশিমের টেলিফোন রিপোর্ট বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।" ভাই আব্দুল মান্নান, আমরা সব সময় চেষ্টা করি আমাদের অনুষ্ঠানের গুণগত মান বাড়াতে আর তার মাধ্যমে আপনাদের চাহিদা মেটাতে।
বাংলাদেশের রাজবাড়ী জেলার এস.এম. মনিরুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, "আমি সিআরআই'র বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরেই আমি সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনি। অনুষ্ঠান শুনতে শুনতে আমি সিআরআই'র প্রতি এতই অনুরক্ত হয়েছি যে তা এই সামান্য কাগজ কলম দিয়ে বুঝাতে পারবো না। সিআরআই হচ্ছে চীনকে জানার এক সুবর্ণ জানালা। আমাদের শুধু উঁকি দিয়ে তা দেখার পালা। সিআরআই'র প্রতিটি অনুষ্ঠানই দারুণ উপভোগ্য। চীনাদের কন্ঠে উচ্চারিত বাংলা কথাও খুব চমত্কার। আমি এর আগে কয়েকবার সিআরআই'র ওয়েবসাইটেও ভিজিট করেছি। সিআরআই'র অনুষ্ঠান শুনতে শুনতে তাকে এতই বেশি ভালোবেসে ফেলেছি যে আমি আর না লিখে পারলাম না। আমি এখন শুধু অনুষ্ঠান নিজেই শুনি না অন্যকেও শুনাই। আমার সঙ্গে আমার কয়েকজন বন্ধু ও এই অনুষ্ঠান শোনে নিয়মিতভাবে। আমি ও আমার বন্ধুরা মিলে একটা ক্লাব গঠন করেছি এবং নিয়মিতভাবে ক্লাব কর্মকান্ডও চালাচ্ছি। আমি সিআরআইকে অনেক ভালবেসে চিঠি লিখলাম আশা করি সিআরআই তা গ্রহণ করবে। গ্রহণ করলে খুবই খুশি হবো। আমাকে অনুষ্ঠানিকভাবে সিআরআই'র একজন শ্রোতা সদস্য করলে খুবই খুশি হবো।" ভাই মনিরুল ইসলাম, এটা অত্যন্ত আনন্দের যে আপনারা একটা ক্লাব গঠন করেছেন এবং এখন আমাদের সদস্য হতে চান। কিন্তু আপনি ক্লাবের নাম জানান নি আমাদেরকে। আশা করি, চিঠিতে, টেলিফোনে বা ই-মেলে আমাদেরকে জানাবেন। তখন আমরা আপনাদেরকে ক্লাবের ফর্ম পাঠাবো।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |