Web bengali.cri.cn   
অতএব আপনারা আমার ক্লাবের সকল সদস্যকে চিঠি দিবেন
  2010-07-22 10:09:15  cri
বাংলাদেশের পাবনা জেলার ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের নতুন সভাপতি আজাদুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, আমি ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের নতুন সভাপতি মোঃ আজাদুর রহমান। আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি যেন এ ক্লাবটি ভালভাবে পরিচালনা করতে পারি। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আমার ক্লাবের কোন সদস্য যেন আপনাদের দেয়া কোন চিঠি থেকে বন্ঞ্চিত না হয়। অতএব আপনারা আমার ক্লাবের সকল সদস্যকে চিঠি দিবেন। তাহলে আমি আশা রাখি সকল সদস্য আপনাদের অনুষ্ঠানের অনুষ্ঠানের প্রতি আগ্রহ বেড়ে যাবে। প্রথমে আমরা আজাদুর রহমাকে নতুন সভাপতির পদে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, আপনি ভালভাবে ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের দায়িত্ব পালন করতে পারবেন। তিনি চিঠিতে তাঁর ক্লাবের সদস্যদের নাম তালিকা পাঠিয়েছেন। এখন আমি তাঁদের নাম ঘোষণা করবো। তাঁরা হলেন, -----

বাংলাদেশের ঢাকার স্টার রেডিও লিসেনার্স ক্লাবের প্রধান উপদেষ্টা মুর্শিদুড্ডামান তাঁর চিঠিতে লিখেছেন, গত ২০ ফেব্রুয়ারী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা 'প্রথম আলো'তে সিআরআই সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। উক্ত প্রতিবেদন অল্প হলেও সিআরআই সম্পর্কে নানা তথ্য ছাপা হয়েছে। বিদেশী বেতারের বাংলা অনুষ্ঠান অনেকেই প্রচার করে। কিন্তু সিআরআই সম্পূর্ণ স্বতন্দ্র। একমাত্র সিআরআই যারা নিজেরা বাংলা ভাষা শিখে এসব বাংলা অনুষ্ঠান প্রচার করছে। সিআরআই বাংলা বিভাগে মাত্র দুজন বাঙালী রয়েছে। তবুও এদের অনুষ্ঠানা শুনে মনে হয়না যে চীনা ঘোষক বা ঘোষীকারা অবাঙালী। আমি অবিভূত হয়। এজন্য যে চীন বাংলাদেশকে ভালবাসে এবং এই ভালবাসা থেকে বিপুল সংখ্যক চীনা এই বাংলা ভাষা শিখছে। বাংলা এক মাত্র ভাষা যে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে। চীনা বন্ধুরা এ ভাষা শিখছে তাতে আমরা বাংলাদেশীরা খুবই আনন্দিত। উক্ত প্রতিবেদন সিআরআই'র অনুষ্ঠঅন কয়বার প্রচারিত হয় এই কথা বললেও কয়টার সময় কত তরঙ্গে শোনা যায় তা বলা হয়নি। এমন কি এর ওয়েবসাইট ও দেয়া হয় নি। বর্তমান বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাছে। তাই এটি দিলে আরো বেশি সংখ্যক মানুষ চীন সম্পর্কে জানবেন। ভাই মুর্শিদুড্ডামান, আমার মনে হয়, আপনার বলার প্রবন্ধ সিরাজগঞ্জ জেলার বেলকুচি হ্যালো ফেন্দস বেতার শ্রোতা সংঘের সভাপতি বিনীত বলার একই। আমাদের এর জন্য অনেক আনন্দিত লাগে। চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বেশি গুরুত্ব দেয়। সেজন্য চীন আন্তর্জাতিক বেতার বিশেষভাবে ১৯৬৯ সাল থেকেও বাংলা ভাষার অনুষ্ঠান চালু করেছে। এখন পর্যন্ত আমাদের অনুষ্ঠানগুলো শ্রোতাদেরকে চীন সম্পর্কে তথ্য ও জ্ঞান জানানো এবং চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে সহায়ক হয়েছে। আমরা এরজন্য আরো বেশি প্রচেষ্টা করতে থাকবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040