|
বাংলাদেশের চুয়াডাংগা জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের ডাইরেক্টার জোয়াদ কামাল তাঁর চিঠিতে লিখেছেন, সুদীর্ঘ দিন থেকে আমি আপনাদের অনুষ্ঠানের সাথে থাকি। কত যে ভালো লাগে আপনাদের অনুষ্ঠান তা ভাষার প্রকাশ যোগ্য নয়। ভালো লাগা থেকে শুরু হয়েছে ভালোবাসা। সিআরআই'র অনুষ্ঠানসহ আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আপনাদের অনুষ্ঠান আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে। এ জন্য আমি আপনাদেরা অনুষ্ঠানকে মনে প্রাণে সমর্থন করি এবং ভালোবাসি। আমি নিজেই শুধু আপনাদের অনুষ্ঠান শুনি না। অন্যান্য শ্রোতাদেরকেও সিআরআই'র অনুষ্ঠান শুনতে উত্সাহিত করি। অনেক শ্রোতারা আমার কথা মত আপনাদের অনুষ্ঠান শুনছেন এবং ভাল লাগছে বলে জানাবেন। আপনাদের অনুষ্ঠান শোনার পাশাপাশি আমাদের ক্লাব কার্যক্রম ও যথাযথভাবে জানিয়ে যাচ্ছি। জোয়াদ কামাল, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা ও মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের অনেক পুরানো বন্ধু। আশা করি, ভবিষ্যতে আপনি আমাদেরকে আরো বেশি গঠনমূলক প্রস্তাব ও মতামত দেবেন। আপনার মাধ্যমে আপনাদের ক্লাবের সবাই শ্রোতাকে অভিনন্দন জানাই।
বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের এম,এ,বারিক তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনেক পুরানো শ্রোতা। অনেক বছর ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। এই বেতারের সব অনুষ্ঠান আমার ভীষণ ভাললাগে। তাই আমার ক্লাবের সদস্যদের নিয়ে আপনাদের অনুষ্ঠান শুনতে আমার ভুল হয় না। আমি যত দিন বাঁচব ততদিন সিআরআই আমার সংগী হয়ে থাকবে। পড়াশুনার বাস্ততার কারণে নিয়মিত আপনাদের সাথে পত্র যোগাযোগ করতে পারি না। এজন্য আমি অত্যন্ত দুঃখিত। অনেক দিন ধরে সিআরআই থেকে অনুষ্ঠান সূচি পাইনি। আশা করি অনুষ্ঠান সূচি পাঠিয়ে দিবেন। এম,এ,বারিক, আপনার কোনো দুঃখ প্রকাশের দরকার নেই। যেকোনো মানুষেরই ব্যস্ত সময় থাকে। কিন্তু আশা করি, আমাদের পুরানো বন্ধু হিসেবে সময় পেলেই আমাদের চিঠি লিখবেন এবং মতামত দেবেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |