Web bengali.cri.cn   
আমরা আপনাদের বাংলা অনুষ্ঠান খুব মনোযোগ সহাকারে শুনি
  2010-07-01 15:51:52  cri
বাংলাদেশের নারায়নগন্ঞ্জ জেলার উত্স ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ,এম,তারেক তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই'র বাংলা অনুষ্ঠান আমার সবচেয়ে ভাল লাগে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিবেদনগুলো। যা শুনলে আন্তর্জাতিক অনেক বিষয় সম্বন্ধে পুনখানুপনখ ধারনা অর্জন করা যায়। মাহমুদ হাসিমের ঢাকা থেকে পাঠানো সংবাদগুলো ভীষণ ভাল লাগছে। তাকে আমার আন্তরিক অভিনন্দন। মো: মফিজুর রহমানের পরিবেশনায় প্রতি শনিবার দক্ষিণ এশিয়ার ঘটনা প্রবাহ আমার প্রিয় একটি পরিবেশনা। দক্ষিণ এশিয়ার বাণিজ্য উন্নয়নে আন্ত আঞ্চলিক সহযোগিতা শীর্ষক পরিবেশনার জন্য ধন্যবাদ। অজানা-অচেনা কাহিনী অনুষ্ঠানে চীনের অকৃত্রি বন্ধু নিউজিল্যান্ডের নেবী আলী ও স্পেনের সামারানের কাহিনী শুনে ভীষণ ভাল লাগল। সুরের ভূবন আসরে চুংশাওলীর পরিবেশণায় চীনের কন্ঠশিল্পীর গান ও তার সম্পর্কীয় কথা বার্তা। খুবই ভাল লাগল। শিচিনউ'র পরিবেশনায় প্রতিবেদনে জলবায়ু সম্মেলন চীনের সদিচ্ছা ও আস্থার প্রতিফলন শীর্ষক পরিবেশনা শুনলাম। ধন্যবাদ। সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে আবাম ছালাউদ্দিনের পরিবেশনায় আফ্রিকার টেম্বেশিনা বাদক ও তার ছাত্রের গল্প ভাল লাগল। ভাই এইচ,এম,তারেক, আপনাকে এত মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে আপনি আরো বেশি মতামত আমাদেরকে দিবেন।

বাংলাদেশের চাঁপাইনবাবগন্ঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান তাঁর চিঠিতে লিখেছেন, আমরা আপনাদের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। আমরা আপনাদের বাংলা অনুষ্ঠান খুব মনোযোগ সহাকারে শুনি। ২০১০ সালের ১৫ জানুয়ারী ইং তারিখ আমাদের প্রিয় অনুষ্ঠান মুক্ত মন মুক্ত চিন্তা অনুষ্ঠানটি শুনলাম। এই অনুষ্ঠানে বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত জনাব গৌতম কুমারের সাক্ষাত্কার খুব ভাল লেগেছে। এ অনুষ্ঠানে জনাব আবাম সালাউদ্দিন ও ইউকুয়াংইউয়ে খুব মজাম করে আড্ডা দিয়েছিলেন। আমরাও খুব আনন্দ পেয়েছিলাম এবং গৌতম কুমারের খালি গলায় গাওয়া গানগুলি এগত টায় ভাল লেগেছিল যে আমরা সুরের ভূবনে হারিয়ে গিয়েছিলাম। ধন্যবাদ জনাব আবাম সালাউদ্দিন ও প্রয়োজক ইউ কুয়াংইউয়েকে এ্যাত চমত্কার অনুষ্ঠান উপহার দেয়ার জন্য। আব্দুল মান্নান, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমরা শ্রোতাদেরকে আরো সুন্দর অনুষ্ঠান তৈরীর চেষ্টা করবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040