Web bengali.cri.cn   
আমি তখন খুব ছোট থাকাই ও চতুর্থ শ্রেণীতে পড়তে থাকায় চিঠি কিভাবে লিখতে হয় শিখি নাই
  2010-03-25 10:07:50  cri
বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই পি এম ফ্যান ক্লাবের স্রী সুক দেব কুমার ঘোষ তাঁর রচনায় লিখেছেন, চীনা বন্ধুরা অনুষ্ঠান শেষ করার সময় বলতেন, এ অনুষ্ঠান আপনাদের নিকট কেমন লাগল, অনুষ্ঠানের মতামত, প্রস্তাব ও প্রশ্ন থাকলে আমাদের নিকট চিঠি লেখনে। আমি তখন খুব ছোট থাকাই ও চতুর্থ শ্রেণীতে পড়তে থাকায় চিঠি কিভাবে লিখতে হয় শিখি নাই। এর মাঝে হঠাত্ একদিন আমাদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা নিয়ে যেতে ভুল করে নাই। মাঝে ৩ বছর অনেক চেষ্টা করেও রেডিও কিনতে পারি নাই। বাবাকে বেতার যন্ত্র দিয়ে রেপিও নিয়ে পড়ে থাকো। মনে দুঃখ পেলাম, মাকে বলে কো রকমে একটি ছেট রেডিও ক্রয় করে আবার ১৯৭৬ সাল থেকে সিআরআই'র সঙ্গ যোগদিই কিন্তু আমি সিআরআই'র বন্ধুদের ভালবাসার কথা ভুলতে পারি নাই। ১৯৭৭ সালের জানুয়ারী মাসের প্রথম দিকে রেডিও পিকিং এক চিঠি লিখি। তার মাস পর একটি খাম আমার ঠিকানায় আসে। খুলে দেখি একটি অনুষ্ঠান সূটি, ২টি ভিউকার্ড ও একটি নববর্ষের ক্যালেন্ডার। আমিও আমার ছোট ভাই খুশিতে আত্মহারা হয়ে ছিলাম। চিঠি লেখার আগ্রহ আরো বৃদ্ধি পেলে অদ্যাবধি আজও আপনাদের নিকট নিয়মিত লেখা চলেছে। তখন আমাদের অনেক টাকা পয়সা ব্যয় হতো। কারণ ঢাকায় পিকিংয়ের কোন পোষ্ট বক্স ছিল না। অবশেষে ঢাকায় সিআরআই বাংলা বিভাগ পোষ্ট বক্স খুললেন। এমন কি ২০০৪ সাল থেকে সিআরআই শ্রোতাদের চিঠি লেখা সুবিধার জন্য ফেরত্খাম পাঠানো শুরু করেছেন। এখন শ্রোতাদের যোগাযোগের জন্য কোন খরচ হয় না। সিআরআই এই মোহতি উদ্যোগ আমাদের চিঠি লেখতে অনুপ্রেরণা যোগাই।৩৩ বছর সিআরআইয়ের সঙ্গে থেকে চীনর জলবায়ু, শিক্ষাব্যবস্থা, দেশের আয়তন, লোক সংখ্যা, প্রাচীন সংস্কৃতি, জাতি ধর্ম, খেলাধুলা, রাস্তাঘাট ও ইমারত নির্মাণ ও চীনের সবুজ বিপ্লব সম্পর্কে জানতে পারছি। বাংলাদেশ আমার মাতৃভূমি হয়েও বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানতে না পেরেছি। তার চেয়েও আমার দ্বিতীয় মাতৃভূমি চীন সম্পর্কে বেশি জেনেছি। চীন আন্তর্জাতিক বেতারের একজন শ্রোতা হয়ে নিয়মিত চীনসহ দুনিয়ার খবর পাচ্ছি। আমার একটি স্বপ্ন ছিল চীন ভ্রমন করবো কিন্তু নিজের সামর্থ না থাকায় চীন থেকে প্রচারিত চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে মাধ্যমে চীনের দর্শনীয় স্থানে সুবিস্তার বর্ণনা শুনে মনে হয়। এখন যেন সেই স্থান ভ্রমন করছি। বাকি জীবনটা সিআরআই'র থাকার প্রত্যাশা করি। সিআরআই'র বাংলা অনুষ্ঠানের ৪০তম প্রতিষ্ঠাপূর্ণ হলো ১০০তম প্রতিষ্ঠা সিআরআই'র দেখতে চাই। সেই ১০০তম বছর সিআরআই'র বাংলা বিভাগের পূর্ণ জোক এ প্রত্যাশা করে ইতি টানলাম। স্রীসুকদেব সুমার ঘোষ, আপনার রচনা আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। আমাদের অনুষ্ঠান থেকে আপনি এত বেশি পাওয়ার জন্য আমাদের অনেক আনন্দিত লাগে। আপনার কথা আমাদেরকে বেশি উত্সাহ দিয়েছে। আশা করি, আপনার মত শ্রোতা আজীবন আমাদের সঙ্গে থাকেন।

বাংলাদেশের সাতক্ষীরা জেলার কুমারনল কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরীন সুলতানা বি, এড তাঁর রচনায় লিখেছেন, আমি এক দরিদ্র ঘরের মেয়ে। নিজের চেষ্টায় বি,এ পাশ করার পর ১৯৯৪ সালে বিয়ে দেন বাবা আমাকে এক বেকার ছেলের সাথে দরিদ্রের কশাঘাত আমাকে ছাড়েনি। আমার শশুর বাড়ির পাশে একটই কমিউনিটি প্রাশমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। বিয়ের পরের বছর ১৯৯৫ সালে ৫০০টাকা বেতনে কুমার নল কমিউনিটি স্কুলে নিয়োগ পাই। নিয়োগের প্রথম মাসের বেতন দিয়ে (৩২৫ টাকায়) একটি রেডিও সেট কিনি। রেডিও সেটটি আমি গান শুনি। একদিন রাতে হঠাত্ আবিস্কার করলাম আমার জীবনে প্রথম ভাল বাসা চীন আন্তর্জাতিক বেতার। সিআরআই'র অনুষ্ঠান শুনে আমি বিশাল চীন এবং চীনাদের বাংলায় কথা ও গান শুনে আমি মুগ্ধ। যত দিন যায় সিআরআই আমাকে তত বেশি বেশি অন্তরের সাথে মিশে আছে। সিআইআর আমার জীবন যেন এক সাথে মিশে আছে বিনে সুতার মালার মত। চীনা সভত্যা, চীনের জন জীবন চীনা সংস্কৃতি আমাকে বেশি বেশি জ্ঞান ভান্ডারকে বাড়িয়ে দেয়। আমার জীবনে সিআরআই'র কাছে প্রথম চিঠি লিখি ১৯৯৫ সালে। আমার জীবনে সর্বপ্রথম চিঠি তোমাকে দেই। যতদিন বাঁচব ততদিন যেন সিআরআই'র অনুষ্ঠান শুনব। সিআরআই বেঁচে থাকুক অনন্তকাল ধরে সবার ভালবাসা নিয়ে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040