Web bengali.cri.cn   
এবার বলি আমার সে ঠিকানা, চীন আন্তর্জাতিক বেতার, কেউ সোনা রুপা, হীরা মুক্ত পেয়ে খুশি
  2010-03-22 16:13:35  cri
বাংলাদেশের ফরিদপুর জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এম,এম,গোলা, সারোয়ার তাঁর রচনায় লিখেছেন, পথ হারা মানুষ পথের সন্ধান করে। নীড় হারা পাখী, সে তার আপন নীড়ের পথ খুঁজে ফেরে, কখনো পায়, কখনো পায়না। তার জীনখর কুটো ক্ষেড়ানো নীড়। কিন্তু আমি ২৫ বছর আগে খুঁজে পেয়েছি। আমার আত্মর আপন ঠিকানা। সে ঠিকানায় আজ অবাধ অটল ও স্থীরভাবে সাথা ও মনপ্রাণ গুজে কালজাপন করে চলেছি নদীর শ্রোতের মতো অবিরাম অবিরত। এবার বলি আমার সে ঠিকানা, চীন আন্তর্জাতিক বেতার, কেউ সোনা রুপা, হীরা মুক্ত পেয়ে খুশি। আমি সিআরআইকে পেয়ে খুশী। কারণ, সিআরআই একটি ভালবাসার নাম, একটি বন্ধুর নাম, যার সাথে আমার পরিচয় সেই ছোট বেলা থেকে, থাকে ভালবাসা দিয়ে আজ অবাধ অন্তরের মনি কোঠায় বন্ধী করে রেখেছি অতি আপন করে। কখনো ভাবতে পারিনি সিআরআইয়ের সাথে আমার আত্মর সম্পর্কে এতটা গভীর থেকে গভীরতর হবে। যাকে ছাড়া আমার দীর্ঘ্য ২৫ বছরের শ্রোতা জীবনের ফেলে আসা স্মৃতিময় সোনালী দিন গুলোকে এক মূহুর্ত ভাবতে পারিনা। সে যেন স্মৃতির সাগরের ঢেউ। যা বার বার উথলে ওঠে। অথবা স্মৃতির আকাশের সন্ধ্যা তারা। যা পথ ছারা নাবিকের পথ দেখায়। চীন আন্তর্জাতিক বেতার জীবন নদীর বাঁকে বাঁকে পান্ঞ্জেরীর মত আলোর পথ দেখিয়েছে। আমি যে আলোয় চলতে চলতে অনেক দুর বহুদূর আসতে পেরেছি। আর জীবনের পথও খুঁজে পেয়েছি। রক্ত মাংশের সম্পর্ক যেমন, ঠিক তেমনি আমার সাথে সিআরআইয়ের বাংলা অনুষ্ঠানের সম্পর্ক। এতটা গভীর সম্পর্ক আর মনের টান আছে বলেই সিআরআই'র বাংলা অনুষ্ঠানকে যখন যেভাবে চাই। হ্যাঁ, সিআরআইকে যেভাবেই পাই। তা যেন অবিশ্বাস্য ব্যাপার। আমার হৃদয় একটি আয়না। সিআরাই আমার জীবনের সাথে মিশে যাওয়া একটি নাম। যে নামে আমি ২৫ বছর হারিয়েছি নিজেকে। আমার প্রেম আমার ভালবাসা দিয়ে এখনো সিআরআইকে আমার আত্মার আত্মীয় করে রেখেছি। সিআরআই আমার শ্রেষ্ঠ বেতার। আমার ভালবাসা, আমার অন্তরে লেখা একটি নাম। আমি প্রতিদিন সিআরআইয়ের বাংলা অনুষ্ঠানের নতুন ভাবে পরিচিত হই। নতুন নতুন অনুষ্ঠান সিআরআইয়ের বাংলা অনুষ্ঠানকের আগের যে কোনো সময়ের বেয়ে অধিক থেকে অধিকতর সমৃদ্ধি করেছে। এম,এম,গোলাম সোরোয়ার, আপনি আমাদের পুরানো বন্ধু। আপনাকে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনা ও আমাদেরকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আমরা আজীবনে বন্ধু হই। এবং আপনার পক্ষ থেকে আপনার ক্লাবের সবাই সদস্যকে অভিনন্দন জানাই।

বাংলাদেশের পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের এস,এম,আবদুল্লাহ রানা তাঁর রচনায় লিখেছেন, আমি গত ৩৭ যাবত্ সিআরআই বাংলা বিভাগের অনুষ্ঠান শুনে আসছি। শুরুর দিকে শুধু মাত্র চীনা শিল্পিদের গাওয়া বাংলা গান শোনার নেশায় আমি অনুষ্ঠান শুনতাম। চীনা শিল্পির গান আমাকে দারুণ ভাবে মুগ্ধ করে। ১৯৭৯ সালে আমার এক বন্ধুর অনুপ্রেরনায় চিঠি লেখা শুরু করি। সেই থেকে আজ অবধি নিয়মিত লিখে চলেছি। সিআরআই বাংলা বিভাগ থেকে পাওয়া ১ম ব্যাজ এবং ভিউকার্ড আজও যত্ন করে রেখেছি। সিআরআই বাংলা বিভাগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেরা বাংলা শিখে অনুষ্ঠান পরিচালনা করে থাকে। যা বিশ্বে একটা নজীর বিষয়টি আমার কাছে খুবই আকর্ষনীয় মনে হয়। বহির্বিশ্ব সম্প্রচারের মাধ্যমে নিজের দেশ তথা দেশের ভাবমূর্তি বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত চমত্কার ভাবে তুলে ধরছে বাংলা বিভাগ। এ ক্ষেত্রে আমি বলবো সিআরআই বাংলা বিভাগ শতভাগ সাফল্য অর্জন করেছে। দীর্ঘ ৩০ বছর যাবত্ চীনের সার্বিক বিষয় তুলে ধরে যে তথ্য সমৃদ্ধ আকর্ষনীয় অনুষ্ঠান মালা প্রচারিত হচ্ছে তাতে আমার জ্ঞানের বিকাশ ঘটছে প্রতিনিয়ত। চীন সম্পর্কে অজানা সব কথা জানতে সিআরআই বাংলা বিভাগ আমাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে এ জন্য আমি কৃজ্ঞতা প্রকাশ করছি। সিআরআই বাংলা বিভিগের মাধ্যমে আমার জ্ঞানের পরিধি বিস্তৃত হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোহিতায় বিজয়ী হিসাবে বিচিত্র রকম আকর্ষনীয় পুরস্কার পেয়ে ধন্য হয়েছি-যা আমি চমত্কার ভাবে সংরক্ষন করছি। একবার চাকুরীর জন্য ইন্টারভিউতে আমাকে চীন সম্পর্কে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল। সবগুলো প্রশ্নের সঠিক জবাব দেয়ার চাকুরীটা হয়ে যায়। আজও যে চাকুরীতে নিয়োজিত। এখানেও সিআরআই বাংলা বিভাগের কাছে স্বনী। পরে জেনেছি প্রশ্ন কর্তা একজন সিআরআই বাংলা অনুষ্ঠানের ভক্ত। দীর্ঘদিন সিআরআই বাংলা বিভাগের সাথে আছি এবং জীবনের শেষদিন পর্যন্ত থাকার প্রত্যাশায়। এখন আমি মনে করি সিআরআই বাংলা বিভাগ আমার জীবনেরই একটা অংশ। পরিশেষে ৪০ বত্সর পূর্তি উপলক্ষে বাংলা বিভাগের সকলের সুখী জীবন কামনা করছি। এস,এম,আবদুল্লাহ রানা, আপনি আমাদের পুরানো বন্ধু। আপনার রচনা আমাদেরকে মুগ্ধ করেছে। আপনি খুবই সুন্দর ও স্পষ্ট লিখেছেন। আশা করি, ভবিষ্যতে আপনি নিয়মিতভাবে আমাদেরকে মতামত দেবেন ও প্রস্তাব করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040