Web bengali.cri.cn   
উদ্ঘোষিকাগন যারা কর্ম থেকে অবসর নিয়ছেন কিন্তু আমার কাছে রয়ে গেছে আজও তাঁদের মিষ্টি মধুর স্মুতি
  2010-03-30 10:48:54  cri
ভারতের পশ্চিম বঙ্গের হোউরাহ জেলার অমিত ভাট্টাটারইয়া তাঁর রচনায় লিখেছেন, দিনটা ছিল ১৮ই অক্টোবর ১৯৯২ সাল। আমার জন্মদিনে বাবা বিশেষ উপহার হিসাবে একটি এসডাবলিউ সট'ওয়েভ ডিজিটাল ওয়াল্ড রিসিভার রেডিও আমাকে দিয়েছিলেন। আমি ভীষণ খুশী হয়ে ঐ রাতেই রেডিও টিউন করতে থাকি আপন মনে। রেডিও'র নর টিউন করতে করতে হঠাত্ আমার কানে ধরা পড়লো এক মহিলার বাংলা ভাষার আধো আধো মিষ্টি উচ্চারণের কন্ঠস্বর। আমার আভুল ও থেমে গেল ঐ ফ্রিকুয়েন্সি মিটার ব্যান্ডেই মনটা আটকে গেল। তারপর অনুষ্ঠাটা মন দিয়ে শুনতে শুনতে জানতে পারলাম ওটা চায়না রেডিও ইন্টারন্যাশনাল'র বাংলা অনুষ্ঠান। আর ঐ দিন থেকেই আমার যাত্রা শুরু হল সিআরআই বাংলা বেতারের অনুষ্ঠান শোনার। তারপর থেকে প্রতিদিন নিয়মিতভাবে ঠিক রাতে পাড়াশোনা করার সাথে সাথে আমি অনুষ্ঠান শুনতে থাকলাম। বিশ্বের নানান মবরা মবর, এশিয়া তথা ইউরোপের বিভিন্ন সংবাদ, রিপোর্টের পাশাপাশি চীনের নানান জানা অজানা তথ্য সংস্কৃতি, মবরামবর শিল্প সাহিত্য ক্রীড়া প্রভৃতি মুটি নাটি বিষয় গুলো সম্পর্কে শুনতে ও জানতে পারলাম। সেই সবকল ধারা আজও অব্যাহিত আছে। আজ দীর্ঘ ১৭ সতেরো বছর ধরে আমি হাজারো উথ্থান পতনের নানা সুম, দুঃমের ভরা দিনগুলোর নানা বাধা অতিক্রম করে আজও নিয়মিতভাবে চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা অনুষ্ঠান শুনে চলেছি। এরই মাঝে বহু উদ্ঘোষক। উদ্ঘোষিকাগন যারা কর্ম থেকে অবসর নিয়ছেন কিন্তু আমার কাছে রয়ে গেছে আজও তাঁদের মিষ্টি মধুর স্মুতি। সময়ের ও দিনের সাথে অনুষ্ঠান মালাও পরিবর্তন হয়েছে আরো এসেছে নতুন চমক বিভিন্ন নতুন নতুন অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে। বছরের অতিক্রম হওয়ার সাথে সাথে অনুষ্ঠান মালার বহু রদবদল ঘটেছে যা আগে ভবিষ্যতেও ঘটতে থাকবে। অবশ্য এর মধ্যে আমরা যারা শ্রোতা তাদের ভুমিকাও একটা বিরাটভাবে থাকে কারণ আমার মত অগণিত বাংলা সিআরআই'র শ্রোতা বন্ধুদের মতামতের আকাঙ্খার উপরই নির্ভর করে অনুষ্ঠান মালা কেমন হওয়া প্রয়োজন সাথে সাথে সিআরআই কর্তৃপক্ষদেরও অসীম ভূমিকা থাকে। যারা নিয়মিতভাবে অক্লান্ত পরিশ্রমের দ্বারা অনুষ্ঠান আমাদের কাছে উপহার দেন। আমি ধন্যবাদ জানাই সিআরআই বাংলা বিভাগের সমস্ত কর্মীবন্দ ও সিআরআই পরিবারকে। আমি গর্বিত যে আপনাদের মত মোলা ও উপর মানসী কতাযুক্ত দাদা দিদিদের সাথে যোগসুত্র পড়তে পেরে। অমিত ভাট্টাচারইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এত বেশি সময় নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনেন এবং চিঠি লিখেন। আপনি সবশেষ বলেছেন, আপনার চীনে আসার পুরস্কার লাভ করার প্রত্যাশ্যা রয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে আপনি অব্যাহতভাবে আমাদের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নিয়ে চীনে আসার সম্ভব হবে। আমরা ও আপনার মধ্য মৈত্রী আজীবন হোক।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040