Web bengali.cri.cn   
'শ্রোতা সন্ধ্যা' অনুষ্ঠানটি এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে
  2010-05-21 14:15:06  cri
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম লিখেছেন, "বাংলাদেশে প্রচন্ড রকমের ঠান্ডা পড়েছিল, শীতে এখানে অনেক মানুষ খুব কষ্ট পেয়েছেন। বিশেষ করে গরীব মানুষেরা খোলা আকাশের নীচে প্রচন্ড শীতে কাতর হয়েছেন। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এবার শীতে গৃহহীন ও দরিদ্র মানুষদের মধ্যে বেশ কিছু শীতবস্ত্র বিতরণ করেছি। আমরা হয়তো সব মানুষের চাহিদা মিটাতে কখনোই পারবো না তবে কিছু মানুষ যদি আমাদের উদ্যোগে উপকৃত হন এমন পদক্ষেপ গ্রহণ করতে আমরা সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাব। 'শ্রোতা সন্ধ্যা' অনুষ্ঠানটি এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অনুষ্ঠানটি শুনতে এত ভাল লাগে যে যেন শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। আসলে ভাল লাগার সব কিছুই যেন তাড়াতাড়ি শেষ হয়। অনুষ্ঠানের প্রয়োজক যিনি অনেক পরিশ্রম করছেন তাকে অর্থাত্ ছাই ইউয়েকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অভিনন্দন রইল।" ভাই আশরাফুল ইসলাম, আপনার চিঠি আমরা অনেক দেরিতে পেয়েছি। কিন্তু দরিদ্র মানুষদেরকে সহায়তায় আপনার ক্লাবের উদ্যোগ আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাকে ও আপনার ক্লাবের সদস্যদেরকে ধন্যবাদ জানাই এরকম মহতি উদ্যোগ নেয়ার জন্য।

বাংলাদেশের রাজশাহী জেলার আল-অমিন হোসাইন মোল্লাহ তাঁর চিঠিতে লিখেছেন, "আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনি। আমি আগে অনেক চিঠি লিখেছি কিন্তু মাঝে বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতে চাই। এখন থেকে আবার আপনাদের কাছে চিঠি লিখতে চাই। আমি আপনাদের অনুষ্ঠান খুব গুরুত্ব সহকারে শুনি – কখনো একই অনুষ্ঠান তিনবার করে শুনি। আপনাদের অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয়। আপনাদের অনুষ্ঠানের খবর ভাল। তবে এই খবরের মধ্যে ক্রীড়া খবর প্রচার করলে খবর সম্পূর্ণ হবে বলে আমার বিশ্বাস। আপনাদের অনুষ্ঠানের 'চলুন বেড়িয়ে আসি' আমার প্রিয় অনুষ্ঠান।" ভাই আল-অমিন হোসাইন মোল্লাহ, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে ফিরে আসার জন্য। আমরা মনে করি যে শ্রোতা আমাদের অনুষ্ঠান একবার শুনেন ও আমাদেরকে একবার চিঠি লেখেন তিনি আমাদের আজীবনের বন্ধু। আপনি খেলাধুলার খবর প্রচারের পরামর্শ দিয়েছেন। জানিয়ে রাখছি আগামী ৭ এপ্রিল থেকে প্রতি বুধবার ১৫ মিনিটের খেলাধূলা বিষয়ক একটি অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছি আমরা। 'সাংস্কৃতিক সম্ভার' অনুষ্ঠানটির পর এটি প্রচারিত হবে।

বাংলাদেশের চাঁপাইনবাবগন্ঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান লিখেছেন, "আমরা চীন আন্তর্জাতিক বেতারের নিয়মিত শ্রোতা। অনুষ্ঠান নিয়মিত শুনি। কারণ আপনাদের বাংলা অনুষ্ঠান এতটাই ভাল লাগে যে অনুষ্ঠান না শুনে পারিনা। সিআরআই'র প্রতিটি অনুষ্ঠান খুব আকর্ষনীয়। আপনারা শ্রোতাদের চাহিদার পরিপ্রেক্ষিতে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করেন। শ্রোতাদের চাহিদা এবং রুচি অনুযায়ী অনুষ্ঠান প্রচার করেন বলেই অগণিত শ্রোতা আপনাদের বাংলা অনুষ্ঠান শুনে থাকেন। সত্যি কথা বলতে কি অন্যান্য বেতারের শ্রোতা সংখ্যা বর্তমানে কমে গেলেও আপনাদের বাংলা অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা বাড়ছে তার কারণ আপনাদের বাংলা অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে খুব পরিস্কার ও স্পষ্ট শোনা যাচ্ছে।"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040