Web bengali.cri.cn   
সিআরআই থেকে পাই বিশ্ব সংবাদও চীনের দৈনন্দিন খবরাখবর। তাই সিআরআই'র অনুষ্ঠান আমাদের নিকট এক অবিচ্ছেদ্ধ অংশ
  2010-07-02 16:13:50  cri
বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই পি এম ফ্যানক্লাবের সভাপতি শ্রী সুকদেব কুমার ঘোষ তাঁর চিঠিতে লিখেছেন, আমরা নিয়মিত সিআরআই বাংলা অনুষ্ঠান শুনে থাকি। সিআরআই'র বাংলা অনুষ্ঠান চীন সম্পর্কে জানার অপূর্ব দর্পন। প্রতিদিন সিআরআই থেকে পাই বিশ্ব সংবাদও চীনের দৈনন্দিন খবরাখবর। তাই সিআরআই'র অনুষ্ঠান আমাদের নিকট এক অবিচ্ছেদ্ধ অংশ। প্রতি শুক্রবারে দক্ষিণ এশিয়া প্রতিবেদনমূলক অনুষ্ঠান থেকে সপ্তাহে ঘটে যাওয়া এক সপ্তাহের খবরাখবরগুলো আমাদের নিকট খুব ভাল লাগে। এই অনুষ্ঠানের উপস্থাপক মফিজুর ভাইকে জানাই অজস্র ধন্যবাদ। সেই সাথে সাপ্তাহিক অনুষ্ঠান মুক্ত মন মুক্ত চিন্তা অনুষ্ঠানে বাংলাদেশের ৩জন ছাত্র চীনের কৃষি বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়িনরত। তাহাদের অতিচমত্কার আলাপচারুণ ও চীনের অবস্থা সম্পর্কে অনেক মূল্যবান কথা আমাদের মুগ্ধ করেছে। একজন ছাত্রের মুখে শুনলাম মার্কিন মুক্তরাষ্ট্রে ছাত্ররা যে কাজ করতে পারে, আমরা কেন সে কাজ করতে পারবোনা, আমি নিজে গান গাইব, ভাল হোক বা নাই হোক-তবুও গাইব গান। আর কথা শুনে বাঙ্গালী হিসাবে আমরাও গর্বিত। আজ শনিবার ৯ জানুয়ারী শ্রোতাসন্ধ্যা অনুষ্ঠানে ৩জন শ্রোতা রচনা পাঠ করা হলো। এসই সাথে একজন শ্রোতার নয়া চীনের শুভেচ্ছা বাণী পগে শোনালেন। অনুষ্ঠানটি ভাল লেগেছে। শ্রোতাদের চিঠিপত্রের উত্তর অনুষ্ঠানে আমার চিঠির উত্তর পেলাম অনুষ্ঠানে নিজের লেখা চিঠির উত্তর পেলে খুবই আনন্দ লাগে। শ্রী সুকদেব কুমার ঘোষ, আপনি অনেক ভালভাবে আমাদের অনুষ্ঠানগুলো শুনেন। আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য ধন্যবাদ জানাই। আপনার মতামতের ওপর আমরা বেশি গুরুত্ব দেই। আশা করি, আপনি ও আপনার ক্লাবের সদস্যরা নিয়মিতভাবে আমাদেরকে চিঠিতে মতামত ও প্রস্তাব করে পাঠাবেন।

বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের সভাপতি এম,এ,বারিক তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই আমার ভালবাসা। সিআরআই ছাড়া আমি অন্য বেতারের কথা ভাবতে পারি না। শত ব্যস্থতার মাঝেও আমার সিআরআই'র কথা মনে পড়ে। আমি যত দিন বেঁচে থাকব ততদিন সিআরআই আমার জীবনের সাথে মিশে থাকবে। দীর্ঘ নয় বছর ধরে আমি সিআরআই শুনে আসছি। চীনকে জানতে আমি খুব আগ্রহী। আর চীনকে জানার সহজ একটি মাধ্যম হচ্ছে সিআরআই। এই বেতারের মাধ্যমে চীনা জনগণ, শিক্ষা, কৃষি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, চীনা সংগীত, চীনা সংস্কৃতি, চীনা ভাষা, সবপুরী চীনের ঐতিহাবাহী স্থান ইত্যাদি সম্পর্কে খুবই সহজেই আমরা জ্ঞান আহরণ করতে পারি। সিআরআই থেকে আমার ক্লাব প্রথম ক্লাব স্বীকৃতি পায়। এ জন্য সিআরআই'র স্থান আমার ক্লাব প্রথম। এম,এ,বারিক, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনার জন্য ধন্যবাদ জানাই। আমাদের মনে আপনিও আমাদের আজীবন বন্ধু।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040