ভারতের পশ্চিম বঙ্গের দোম্কাল জেলার ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের শাহিদুল হক তাঁর চিঠিতে লিখেছেন, নয়া চীনের ৬০ বছর পূর্তিতে আমরা ক্লাব বন্ধুরা ভারত বানী হিসাবে চীণের জাতীয় শক্তির উন্নয়নকে স্বাগত জানাই। আমরা আমরা সব সময় শক্তিশালী চীনকে শান্তিপূর্ণভাবে স্বদেশ ও প্রতিবেশীদের উন্নয়ন সহযোগী হিসাবে দেখতে চাই। চীন পৃথিবীর ১৭১টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। বিশ্বশান্তির ক্ষেত্রে চীনের পররাষ্ট্রনীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে চীন গণ প্রজাতন্ত্র প্রভূত সাফল্য অর্জন করেছে। বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় চীন পৃথিবীর অন্য রাষ্ট্রগুলিকে পথ দেখবে। দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে চীনের কৃষি ও বাণিজ্য সহাযোগিতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। কারণ ভারতীয় উপমহাদেশ চীনের উন্নত ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ করে স্বদেশের উন্নয়ন গঠাতে পারে। গত বছর চীন ২৯তম অলিম্পিক গেমসের আয়োজন করে। তার সাফল্য ও প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বাকী বিশ্ব বাঙ্গীর কাছে এটা শিক্ষনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। সিআরআই'র বিশ্ব ভ্রাতৃক্ত ও নয়াচীনের উত্তরোত্তর সাফল্য জীবনের শেষ দিন পর্যন্ত দেখতে চাই। শাহিদুল হক, আপনাকে চীনের অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানাই। চীনা জনগণ বিশ্বের বিভিন্ন দেশের জনগণের বন্ধু। চীন নিজস্ব উন্নয়নের পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কও জোরদার করছে। আশা করি, আপনি আমাদের অনুষ্ঠান শুনে চীনের ওপর আরো বেশি দৃষ্টি আকর্ষণ করবেন।
ভারতের পশ্চিম বঙ্গের বুর্দওয়ান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন ও নিয়মিত শ্রোতা। আমি ১৯৮৯ সাল থেকে প্রাণ প্রিয় এই বেতারের বাংলা অনুষ্ঠান নিরবিচ্ছিন্নভাবে শুনে আসছি। আমাদের ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত শ্রোতা সংঘের প্রত্যেকেই আপনাদের অনুষ্ঠানের ভক্ত শ্রোতা। আমরা নিয়মিতভাবে সিআরআইয়ের অনুষ্ঠান প্রসঙ্গে ক্লাব বৈঠক করি এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়ে থাকি। সিআরআইয়ের প্রতিটি পরিবেশনা দারুণ উপযোগী, বস্তুনিষ্ঠ এবং তথ্যপূর্ণ। আমরা অনেক বিষয় জানতে পারি। সিআরআই শুনে আমরা ভীষণভাবে পরিতৃপ্তি পাই। আমাদের ক্লাবের নাম পজ্ঞীকৃত করার জন্য বহুদিন ধরে অনুরোধ করে আসছি। আশা করি সহযোগিতার হাত বাড়িয়ে প্রয়োজনীয় ফর্ম ও কাগজ পত্র পাঠাবেন। হাফিজুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনার জন্য ধন্যবাদ জানাই। এবং আপনার অনুরোধ চিঠি আমরা কখনো দেখি নি। এখন আমরা আপনার ক্লাবকে নম্বর দিবো। আমরা আপনাদেরকে শ্রোতা নম্বর কাগজ পত্র পাঠাবো। আশা করি, আপনারা ভবিষ্যতে নিয়মিতভাবে আমাদেরকে মতামত দেবেন।
ভারতের পশ্চিম বঙ্গের দুম্কাল জেলার সিআরআই ফ্যান ক্লাবের সেক্রেটারি সিরাজুলই সলাম তাঁর রচনায় লিখেছেন, সিআরআই শুধু একটি প্রচার মাধ্যমে নয়, একটি ভালবাসার নাম। এটি একটি মত্যের নাম। সিআরআইয়ের দীর্ঘ ৪০ বছরের বয়সে শ্রোতারা পেয়েছে অনেক কিছু। যার কারণে আমি নিয়মিতভাবে ১৯৮০ সাল থেকে সিআরআইয়ের বাংলা অনুষ্ঠান নিয়মিতভাবে শুনে আসছি। সিআরআইয়ের টানে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও প্রতিটি অনুষ্ঠান শুনে থাকি। এই যে ভালবাসার অনুভূতি, এই যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করার শব্দ আমার জানা নেই। সিরাজুলই সলাম, আপনাকে অনেক ব্যস্ত থাকলেও আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি সময় পেলে আমাদেরকে চিঠি লিখে মতামত দেবেন।