Web bengali.cri.cn   
দীর্ঘ দিনে সাথী সিআরআই আমার পরিবারের একটা অংশ
  2010-08-05 11:00:44  cri
বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের সম্পাদক এস.এম.এ.হান্নান তাঁর চিঠিতে লিখেছেন, শ্রোতা সম্মেলনে যোগদান চীনা ভাষা শেখা, চীন ভ্রমন, চীনের সাংস্কৃতিক পরিবারিক অর্থনৈতিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের খুবই ভাল লাগে। এজন্যই সব সময় হৃদয়ের গভীরে চীন ও চীন আন্তর্জাতিক বেতারকে স্থান দিয়েছি। দীর্ঘ দিনে সাথী সিআরআই আমার পরিবারের একটা অংশ। জীবনের চলার পথে চীন আন্তর্জাতিক বেতারকে পদেপদে মনে পড়ে। এস.এম.এ.হান্নান, আপনি আমাদের পুরাতন শ্রোতা বন্ধু। আশা করি, আপনি নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান সমর্থন করবেন এবং আমাদেরকে মতামত দিবেন।

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার আরো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মাস্টার তুহিন তাঁর চিঠিতে লিখেছেন, আমরা সিআরআই বাংলা বিভাগের অতি পুরনো ও নিয়মিত শ্রোতা। আপনাদের প্রতিটি অনুষ্ঠান নিয়মিতভাবে শুনে থাকি। মুক্ত মন, মুক্ত চিন্তা অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনতে আমাদের ভীষন ভাল লাগে, আরো চীনের পরিবার পরিকল্পনা। চলচিত্র বিষয়ক ও জনপ্রিয় টিভি সিড়িয়াল, যা চীনারা প্রতিনিয়ত উপভোগ করে। আনন্দ উপভোগ করে। এই বিষয় নিয়ে আলোচনা করলে আমরা কিছুটা হলেও তার স্বাধ গ্রহণ করতে পারবো।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসেনার্স ক্লাবের হাফিজুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, প্রতিদিন বিশ্বের সতরকম ঘটনা ঘটে স্বল্প পরিসরের অনুষ্ঠানে তার সব তথ্য দেয়া কোন বেতারের পক্ষেই সম্ভব নয়। তবে চীন আন্তর্জাতিক বেতার তার বিশ্ব সংবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রচার করে থাকে। ফলে আমরা সারা চীন আন্তর্জাতিক বেতারের সংবাদকে গুরুত্ব দিই, তারা সছিক ও তরতাজা খবর পাই। ফলে আমরা ভীষনভাবে উপকৃত হই। আপনাদের ওয়েবসাইট ও আমার ভীষণ ভালো লাগে যা এক বিশাল তথ্যের ভান্ডার। আপনাদের কাছে আমার সবিনয় প্রার্থনা, নিয়মিত শ্রোতা হিসাবে আমার নাম তালিকা ভুক্ত করে নেবেন এবং আমাদের এই শ্রোতা সংখ যাতে প্রঞ্জীকৃত হতে পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করিয়া বাধিত করিবেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেবার জন্য। গত ১২ই মার্চ মুক্ত মন মুক্ত চিন্তা অনুষ্ঠানে বাংলাদেশের অমর ২১শে বই মেলার সচিব সাহিদা খাতুনের সাক্ষাত্কার শুনলাম। মিস ইয়াং ওয়েমিংকে ধন্যবাদ এই সুন্দর সাক্ষাত্কার নেয়ার জন্য। আমরা খুশি হব যদি ২১শে বই মেলার মত কত কাতা বই মেলাতেও সিআরআইর স্টল হলে। আশা করি আগামীতে বিষয়টি ভেবে দেখবেন। সাংহাই বিশ্বমেলা সংক্রান্ত জ্ঞান যাচাইমূলক প্রতিযোগিতায় আমাদের ক্লাবের সকলেই যাতে অংশগ্রহণ করতে পারে। তার জন্য অবশ্যই কিছু প্রশ্ন পত্র পাঠাবেন। হাফিজুর রহমান, আপনাকে এত ভালভাবে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে আমাদের নিয়মিত শ্রোতা হিসাবে ভুক্ত করে নিয়েছি। আশা করি, ভবিষ্যতে আপনি আমাদেরকে আরো বেশি মতামত দেবেন। আমরা অবশ্যই সাংহাই বিশ্বমেলা সংম্পর্কে জ্ঞান যাচাই প্রতিযোগিতার প্রশ্ন পত্র শ্রোতাদেরকে পাঠাবো। কিন্তু সাধারণত চীন থেকে বাংলাদেশে জিনিষ পাঠানো বেশি দিন লাগবে। সেজন্য আশা করি, শ্রোতা বন্ধুরা প্রশ্ন পত্র পাওর আগেও অন্যান্য পদ্ধতিতে অংশ নেবেন।

ভারতের পশ্চিমবঙ্গের দুমকাল জেলার সিআরআই ফ্যান ক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ৩০ বছর ধরে নিয়মিতভাবে শুনছি। সিআরআই'র বিশ্ব সংবাদ নিরপেক্ষতা আমাকে মুগ্ধ করে। সিআরআই'র অনুষ্ঠানগুলির মধ্যে শ্রোতাসন্ধ্যা,অজানা কাহিনী চলুন বেড়িয়ে আসি, চীন দেশীর চোখে, সংস্কৃতি সম্ভার, অর্থনীতির অগ্রযাত্রা, আমার অতি প্রিয়। জনপ্রিয় ও মনোগ্রাহী অনুষ্ঠানগুলির মধ্যে পাই অশেষ প্রেরণা। সিআরআই'র অনুষ্ঠানগুলি শুনে চীন দেশ সম্পর্কে অজানা তথ্য জানতে পারি। প্রাচীন চীনা সভ্যতার জনজীবন, নাগরিক জীবন, শিল্প কলা, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে বিস্তৃত ধারণা পাই। আসলে সিআরআই'র মনমাতানো অনুষ্ঠানগুলি আমাকে উজ্জীবিত করে। জ্ঞানের প্রসার ঘটায় ও মনের খোরাক যোগায়। সিআরআই'র অনুষ্ঠান অতি চমত্কার এবং এর স্বাদ আলাদা। সিরাজুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান আপনাকে সহায়ক হলে আমাদের অনেক আনন্দিত লাগে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040