বাংলাদেশের চুয়াডাগাং জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের ডাইরেক্টর জোয়াদ কামাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি সিআরআই'র একজন ভক্ত প্রেমিক শ্রোতা এবং সক্রিয় একটি শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক। কত যে ভালো লাগে আপনাদের অনুষ্ঠান তা ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজে প্রতিদিন কয়েকবার আপনাদের অনুষ্ঠান শুনি এবং অন্যান্য শ্রোতাদেরকে আপনাদের অনুষ্ঠান শুনতে উত্সাহিত করি অনেক সাধারণ শ্রোতা আমার কথা মত আপনাদের অনুষ্ঠান মনোযোগ সহকারে শুনছে ও ভাললাগছে বলে জানাচ্ছে। আপনাদের অনুষ্ঠানের প্রচার মান অতুলনীয় এবং অনুষ্ঠানের বিষয় বস্তুও যেমন শেক্ষামূলক তেমন বিনোদন। সিআরআই'র অনুষ্ঠান যতই শুনছি ততই সুখ হচ্ছি। আপনাদের অনুষ্ঠানকে আমি আন্তরিকভাবে ভালোবাসি এবং সমর্থন করি। জোয়াদ কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য ধন্যবাদ জানাই। আপনি ও আপনার ক্লাবের সবাই সদস্য হলেন আমাদের পুরানো বন্ধু। আমরা আশা করি, ভবিষ্যতে আপনারা আমাদের অনুষ্ঠানের ওপর আরো বেশি সজাগ দৃষ্টি রাখবেন।
বাংলাদেশের সুনামগন্ঞ্জ জেলার ইন্টারনেশনাল লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট শাহাদত হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, ইন্টারনেশনাল লিসনার্স ক্লাবের শতাধিক সদস্য প্রায় সবাই চীন আন্তর্জাতিক বেতারের নিয়মিত শ্রোতা। শুধু তাই নয়, তাদের অনেক নিয়মিত আপনাদের কাছে চিঠিপত্রও লিখে থাকে। বিশেষ করে সিআরআই আয়োজিত বিভিন্ন প্রতিযোহিতায় অংশগ্রহণ করে থাকে। আপনাদের প্রায় সকল অনুষ্ঠান আমাদের খুব ভাল লাগে চীনকে জানার এক সেরা জানালা সিআরআই। তাই সিআরআইকে আমরা খুবই ভালবাসি। অনেক সময় একযোগে সবাই মিলে অনুষ্ঠান শুনি। শাহাদত হোসেন, আপনাদেরকে আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনা ও চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি অব্যাহতভাবে আমাদেরকে আরো সুন্দর অনুষ্ঠান তৈরী করার সহায়তা করবেন।
বাংলাদেশের খুলনা জেলার চৌধুরী বাড়ি তাঁর চিঠিতে লিখেছেন, আশা করি সিআরআই অনুষ্ঠান আগের চেয়ে আরো ভাল চলছে এবং শ্রোতা সংখ্যা ও বেশি হয়েছে। আমি যখন ৮ম শ্রেনীতে পড়তাম তখন আমি সিআরআই অনুষ্ঠান শুনতাম। আমার চীন দেশ সম্পর্কে জানার আগ্রহ অনেক, চীন ভাষা শিখতে অনেক ইচ্ছা করে। তাছাড়া, চীন দেশে যাবার স্বপ্নও অনেক। তো আমি যখন সিআরআই অনুষ্ঠান শুনতাম তখন আমি সিআরআইতে চিঠি পাঠানোর জন্য ঠিকানা খুঁজতে লাগলাম অনেক কন্ঠে আমি সিআরআই'র চিঠি পাঠানোর ঠিকানা খুঁজে পাই তখন থেকেই আমি সিআরআইতে চিঠি পাঠাতে থাকি এক এরপর এক কিন্তু অত্যান্ত দুঃখের যে এই পর্যন্ত আমার নিকট একটি ও চিঠির উত্তর আগে নি, কিন্তু তারপর ও আমি চেষ্টা করতে থাকি, কারণ তখন আমি গ্রামে বাস করতাম এবং সেখানকার ডাকব্যবস্থা ভাল ছিল না, কিন্তু আমি এখন শহরে বাস করি এবং এখানকার ডাকব্যবস্থা ভাল। তাই সিআরআই'র ঠিকানা অনেক কন্ঠে করে আবার জোগাড় করে লিখতে বসেছি। কিন্তু আমি যে রেডিওতে সিআরআই অনুষ্ঠান শুনতাম সে রেডিওটা নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন ব্যাস্ততার মাঝে আমি বেশ কয়েক বছর সিআরআই অনুষ্ঠান শুনতে পারছি না এবং ভবিষ্যতেও শুনতে পাব কিনা জানি না কিন্তু আমার চীন ভাষা শিখার ইচ্ছা অনেক। চীন দেশ সম্পর্কে জানার আগ্রহও অনেক। তাই সিআরআই নিকট আকুল প্রার্থনা যে আপনারা যদি আমার সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ রাখতেন এবং চীন দেশ সম্পর্কে জানতে ও চীনা ভাষা শিখতে সাহায্য করতেন তাহলে আমি খুবই খুশি হতাম এবং আপনাদের নিকট কৃতজ্ঞ থাকতাম। আমি এখন কলেজে ভর্তি হবার জন্য ভর্তি পরীক্ষা কিছুদিন আগে দিয়েছি অর্থাত্ বেশ কিছু দিন আগে আমি পরীক্ষার্থী ছিলাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভাল কলেজে ভর্তি হতে পারি। চৌধুরী বাড়ি, বেশি শ্রোতার আমাদের অনুষ্ঠান শোনার আপনার একই কারণ রয়েছে যে, চীন সম্পর্কে জানতে ও চীনা ভাষা শিখতে আগ্রহী। আপনি আমাদের অনুষ্ঠানগুলো শুনলে ও ওয়েবসাইট দেখলে অবশ্যই চীন সম্পর্কে বেশি জানতে পারবেন এবং আমপনি চীনা ভাষা শিখতে পারবেন। আশা করি, আপনি ভবিষ্যতে অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন ও নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইট দেখবেন।