|
মোমিনুল ইসলাম আমাদের ওয়েবসাইটের চীনা ভাষা চেনাল দেখার পর লিখেছেন, আমি একজন আইটি ব্যবসায়ী। আমার ব্যবসা ইউরোপে সম্প্রসারিত হয়েছে। এখন আমি চীনে ব্যবসা চালাতে চাই। সেজন্য আমার উচিত চীনা ভাষা শিক্ষা। আমি কিভাবে চীনা ভাষা শিক্ষবো। দয়া করেন, আমাকে কোনো কোনো চীনা ভাষা শিক্ষার ভাল ওয়েবসাইট ও পদ্ধতি আমাকে ইমেলে জানাবেন। বন্ধু মোমিনুল ইসলাম, যদি আপনি আমাদের অনুষ্ঠান শুনেন, তাহলে আমরা এখানে আপনাকে চীনে ব্যবসা চালানোর স্বাগত জানাই। আপনি আমাদের ওয়েবসাইটের চীনা ভাষা চেনালের মাধ্যমে চীনা ভাষা শিক্ষতে পারেন। অবশ্যই অন্যান্য পদ্ধতিও রয়েছে। কিন্তু আপনি আমাদেরকে আপনার ইমেলের ঠিকানা জানেন নি। আশা করি, বন্ধুরা আমাদেরকে অনুরোধ জানানোর পাশাপাশি আপনাদের ইমেলে জানাবেন। এর মাধ্যমে আমাদের যোগাযোগ সুবিধা হবে।
নেট ব্যবহারকারী লুত্ফর রহমান আমাদের ওয়েবসাইটে google চীনের বাজার ত্যাগ করা সম্পর্কে এক প্রতিবেদন দেখার পর লিখেছেন, গুগল চীন থেকে বেরিয়ে গেরে বোধ হয় চীনের বিশেষ কোন ক্ষতি হবে না। ইন্টারনেট সার্চের জন্য ইয়াহুসহ আরো সার্চ ইন্ঞ্জিল আছে। আমার মনে হয়, চীনাদের গুগল না হলেও চলবে।
আমরা আমাদের নেট ব্যবহারকারীদেরকে এত ভালভাবে আমাদের ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ জানাই। আমরা ভবিষ্যতে নিয়মিতভাবে শ্রোতা সন্ধ্যা অনুষ্ঠানে তাঁদের মতামতও প্রচার করবো। আশা করি, সবাই শ্রোতা বন্ধুরা সুযোগ ও সময় পেলে আমাদের ওয়েবসাইটও দেখবেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |