সিআরআই'র মাধ্যমে চীনের জন জীবন, শিক্ষা, শিল্প, জ্ঞান, বিজ্ঞানের নানা বিধ বিষয় জানতে পেরেছি এজন্য সিআরআইকে ধন্যবাদ জানাই
ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার লাতা ফোত হোসেন তাঁর রচনায় লিখেছেন, ১৯৪৯ সালের নয়া চীন প্রতিষ্ঠিত হয় দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার পর। তাই অর্থনীতি প্রায় ধ্বংসের অবস্থা ছিল। ১৯৭৮ সালে চীন সংস্কার ও উন্মুক্তকরণ শুরু করে। তখন থেকেই দেশের উন্নয়নের গুরুত্ব অর্থনৈতিক গঠনের উপর দেয়া হয়। ১৯৪৯ সালে চীন গণ প্রজান্ত্র প্রতিষ্ঠার পর চীন সরকার তিন ব্যাপার সময় নিয়ে ভূমি সংস্কার করেছে। ১৯৭৮ সালের শেষের দিকে সিয়াওকাং গ্রামের মানুষরা সবার আগে আবাদী জমিকে কৃষকদের হাতে ভাগ করে নিজের ইচ্ছা মতো মতো জমি চাষ করার সিদ্ধান্ত নেয়। ফলে আগের তুলনাই বত্সরে খাদ্যশস্যের উত্পান ৪গুন বেশি হয়েছে। নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বত্সরে কৃষি ক্ষেত্রের সাফল্যের জন্য অশেষ ধন্যবাদ জানাই চীন সরকার ও জনগণকে। নয়া চীন প্রতিষ্ঠার প্রথম দিকে সারা চীনে বৈজ্ঞানিক গবেষণার কাজে সামান্য লোক জড়িত ছিল। ১৯৬৪ সালে উত্তর পশ্চিম চীনের মরুভূমি থেকে চীনের প্রথম পারসাণিক বোমা সাফল্যের সঙ্গে বিস্ফোরিত হয়েছে। নয়া চীনের ৬০ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের সাফল্যের জন্য চীনা সরকার ও চীনা বিজ্ঞানীদের অশেষ ধন্যবাদ জানাই। ১৯৪৯ সালের ১লা অক্টোবর মাও সেতুং'র নেতৃতে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা করেন। চীনের ইতিহাসের তখম থেকেই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। নতুন চীন প্রতিষ্ঠার পঞ্চম বছরে চীন গণ প্রজাতন্ত্রের সংবিধান প্রফশিত হয়। নয়া চীনের ৬০ বছরে আইন গঠনের সাফল্যের জন্য চীনা সরকার ও আইনবিদদের অশেষ ধন্যবাদ জানাই। নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উতযাপনের জন্য চীন সরকার, বুদ্ধিজীবি মানুষ, বৈজ্ঞনিক, আইনবিদ, কৃষক শ্রমিক ও সকল শ্রেণীর মানুষকে আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। সেই সঙ্গে সিআরআই'র বাংলা বিভাগের সকল কর্মী ও শ্রোতাবন্ধুদের অশেষ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানেই সমাপ্ত করলাম। লাতাফোত হোসেন, আপনাকে আমাদের প্রীতি ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। প্রত্যেক শ্রোতা আমাদের বন্ধু, চীনের জনগণের বন্ধু। আমাদের যোগাযোগে চীন বাংলাদেশ ও ভারতের সঙ্গে মৈত্রী গভীর হয়েছে।
ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ ২৪ পরগনার আজিবর রহমান তাঁর রচনায় লিখেছেন, মহান চীন আমার স্বপ্নের দেশ। আমার সায়ের ভাষা চীনা ভাই বোনরা তাদের মুখ দিয়ে প্রচার করে থাকেন তাদেরই প্রচার মাধ্যমে। বাংলা ভাষা ও বাঙ্গালীর মর্যদাকে বিশ্ব দরবারে তুলে ধরার এ প্রয়াসকে আমি সুধুবাদ জানাই। চীন এবং বাংলার বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে সুপ্রাচীন কাল থেকে মেনিবিড় সম্পর্ক ফাহিয়েন হিউয়েনসং প্রভৃতি চীনা পর্যটকের মাধ্যমে গড়ে উঠেছিল আজ সিআরআই মধমে সেই আবহমানের কালের সম্পর্কটা নতুন করে তুলে ধরার জন্য সিআরআইকে অভিনন্দন জানাই। চীনের জোট নিরপেক্ষ শান্তি মৈত্রী বিশ্বভাতৃত্ব বোধ জগ্রতের রাজনীতি ভারতীয় বাঙ্গালী হিসাবে আমার মনে গভীরভাবে দাগকাটে। সিআরআই'র সংবাদ বিশ্লেষন ও বিভিন্ন প্রতিবেদনে তা আমি জানতে পারি। ভারতের প্রাক্তন প্রন্ধন মন্ত্রী পন্ডিত জতজর লাল নেহরু তত্কালীন চীনের প্রধান মন্ত্রী চৌ এন লাই। অন্য কয়েকজন বিশ্ব নেতাদ্বারা স্থাপিত পাতশীল নীতি প্রতি শ্রদ্ধা প্রর্দশ করাই চীনের পররাষ্ট্র নীতির মূল কথা। নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে বিশ্ব নেতৃবর্গ মহান চীনের সাহিত কূটনৈতিক সম্পর্ক শুরু করে। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশ চীনের সাহিত সুসম্পর্ক কূটনৈতিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে এজন্য শান্তিকামী মানুষ হিসাবে আমি মহান চীনকে সাধুবাদ জানাই। বর্তমান চীনদেশে প্রায় ছয়শত বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর সকল প্রান্তের ছেলে মেয়েরা শিক্ষা লাভ করতে বিশেষ সুযোগ লাভ করে থাকে। বিগত ২৯তম অলিম্পিক অনুষ্ঠিত হয়ে গেল এই চীন দেশেই। অত্যন্ত সফলভাবে এই ক্রীড়ার অনুষ্ঠান সমাপ্ত করেছেন। এটা চীন দেশের বিরাট সফলতা। শিল্প, শিক্ষা, কৃষি, বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রেও তার অগ্রগতির অগ্রযাত্রা সমান তালে এগিয়ে চলেছে। এখানে বসবসকারী ৫৫টি সংখ্যালঘুজাতি সত্যইসেন ৫৫টি ফুল। সকলেই মিলে মিশে বাসকরে এখানকার দু'কোটি মুসলমান ধর্মপালনের স্বাধীনতা পেয়ে থাকে। বহু মসজিদ আছে চীনে। চীনের প্রাচীন বিখ্যাত্ মসজিদ পেইচিং নিউ চিয়ে। মুসলমানদের গর্ব। সুপ্রতিবেশি সুলভমনভাবে এবং শান্তিপূর্ণসহ অবস্থান এবং বিশ্ব শান্তিতে অবদান রাখার জন্য চীনকে আমার গভীর শুভেচ্ছা জানাই। চীনের মত এক মহান দেশকে প্রতিবেশী হিসাবে পেয়ে গর্ব বোধ করি। চীনা ভাইবোনদের অগ্রগতির অগ্রযাত্রার অব্যাহত থাকুক। তাদের সুখ সমৃদ্ধি কামনা করি। সিআরআই'র মাধ্যমে চীনের জন জীবন, শিক্ষা, শিল্প, জ্ঞান, বিজ্ঞানের নানা বিধ বিষয় জানতে পেরেছি এজন্য সিআরআইকে ধন্যবাদ জানাই। আজিবর রহমান, আপনি আমাদের অনুষ্ঠান থেকে এত বেশি চীন সম্পর্কে জ্ঞান পাওয়ার জন্য আমাদের অনেক আনন্দিত লাগে। ভবিষ্যতে আমরা আরো সমৃদ্ধ চীন সম্পর্ক আসল তথ্য শ্রোতাদেরকে জানাবো।