v অষ্টম চীনের আন্তর্জাতিক সমবেত কন্ঠ সংগীত উত্সব সম্প্রতি অষ্টম চীনের আন্তর্জাতিক সমবেত কন্ঠ সংগীত উত্সব পেইচিংয়ে শুরু হয়েছে। দেশ বিদেশের প্রায় চল্লিশটি সমবেত কন্ঠ সংগীত দল পেইচিংয়ে এসে তাদের গানের মধ্য দিয়ে মৈত্রী সম্প্রসারণ এবং সবার শান্তির জন্য প্রার্থনা করেছে।
আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্যে চীনের লিয়াংশান ই জাতির স্বায়ত্তশাসিত বিভাগের নাচ-গান দলের গান ও সংগীতের পরিচয় দেবো।
v চীনের দর্শনীয় স্থান সম্পর্কিত কয়েকটি গান আজকের অনুষ্ঠানে আপনারা এক একটি সুন্দর গান শোনার সঙ্গে সঙ্গে মনে মনে চীন ভ্রমণ করতে পারবেন। আপনারা সুন্দর সুরে সুরে চীনের বিখ্যাত দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
v সিনচিয়াংয়ের লোকসঙ্গীত চীনের উত্তর-পশ্চিমাঞ্চল হচ্ছে বিস্তীর্ণ ও সুন্দর সিনচিয়াং উইগুর স্বশাসন অঞ্চল। সেখানে উইগুর জাতি, কাজাখ জাতি, তাজিক জাতি প্রভৃতি দশাধিক জাতির জনগণ বসবাস করেন এবং সেখানে অনেক অনেক সুন্দর লোকসঙ্গীত প্রচলিত।
v লিউ সানচিয়ে'র গাওয়া পাহাড়ী গান চীনের চুয়াং জাতির লোকেরা লিউ সানচিয়েকে গানের দেবী বলে গন্য করেন। এক হাজার তিন শো বছর আগে চীনের থাং রাজামলে লিউ সানচিয়ে সম্পর্কে বিভিন্ন ধরণের কিংবদন্তী ও গল্প দক্ষিণ-পশ্চিম চীনের কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রচলিত।
v চীনের বিখ্যাত সিরিংক্স বাদক হু থিয়েনছুয়েন হু থিয়েনছুয়েন উত্তর চীনের শানসি প্রদেশের একটি লোক-শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে তিনি বাবার কাছে চীনা সানাইসহ চীনের জাতীয় বায়ুচালিত বাদ্যযন্ত্র শিখতে শুরু করেন এবং এই যন্ত্র বাজানোর অনেক কলাকৌশল ও লোক সঙ্গীত আয়ত্ত করেন। নয়া চীন প্রতিষ্ঠার পর হু থিয়েনছুয়েন চীনা গণ মুক্তি ফৌজের গণ-নিরাপত্তা বাহিনীর সাংস্কৃতিক দলে একজন বাদক হিসেবে চাকরি করেন।
v চীনের বিখ্যাত বেহালাবাদক সুয়ে ওউই সাম্প্রতিক বছরগুলোতে চীনের অনেক প্রতিভাবান বেহালাবাদক বিভিন্ন আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় বহু পুরস্কার জয় করেন এবং আন্তর্জাতিক সঙ্গীত মঞ্চে তারা খুবই তত্পর।
v সুরের ভুবন চীনের চলচ্চিত্রের জন্ম শত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিরাট চলচ্চিত্রের কন্সার্টের কিছু অংশ।
v চিয়াং কুওচি'র বাঁশির বিশ্ব আজকের আসরে চীনের লোকসঙ্গীত মঞ্চের অন্যতম প্রতিভাবান সঙ্গীতজ্ঞ বিখ্যাত বাঁশি বংশী বাদক চিয়াং কুওচির পরিচয় দেবো।
v নববর্ষের অভিনন্দন আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি সবাইকে "শুভ নববর্ষ এবং সবকিছু মনের মতো হোক" এই শুভেচ্ছা জানাতে চাই।
v বৈচিত্র্যময় হান জাতির লোক সঙ্গীত লোক সঙ্গীত হচ্ছে চীনা জনগণের সমষ্টিগত প্রজ্ঞার সাফল্য। শত শত বছর ধরে লোক সঙ্গীত উত্পাদন ও বাস্তব অনুশীলনের সঙ্গে সঙ্গে বিকশিত হচ্ছে।
v শুভ নববর্ আজকের অনুষ্ঠানে আমরা বিশেষ একটি নাম দিয়েছি।সুরে ও ছন্দে বিশ্বকে খুঁজে পাই।
v শুভ বড় দিন আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্যে এই বিশেষ দিনের শুভেচ্ছা হিসেবে বড় দিন সম্পর্কিত কয়েকটি গান শোনাবো। এর সঙ্গে সঙ্গে আমার আন্তরিক শুভেচ্ছাও জানাতে চাই।
v সুরের ভুবন আপনাদের সাথে সুরের ভুবন অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। আগের মতো আমাদের অনুষ্ঠানে আপনারা বিভিন্ন ধরণের সুন্দর গান শুনতে পাবেন।
v শুভ জন্ম দিন, আমার মাতৃভূমি প্রিয় শ্রোতাবন্ধুরা, পথমে আমরা একসাথে " পূর্ব দিকে লাল" নামে একটি গান শুনবো। এই গানে সহজ সরল সুর, উদার ছন্দ ও প্রাণবন্ত কথা দিয়ে চীনের কমিউনিষ্ট পার্টি এবং পার্টির প্রজন্মের নেতা মাও সেতোংয়ের প্রতি চীনা জনগণের আন্তরিক ভালোবাসা প্রকাশ পেয়েছে।