v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-25 16:44:39    
মান ওয়েন জুনের নতুন অ্যালবামের গান

cri
    আপনারা এখন যে গান শুনতে পাচ্ছেন, তার নাম 'উপলব্ধি'। এটা হচ্ছে মান ওয়েন জুনের নতুন অ্যালবামের প্রধান গান। গানের কথাটি এমন 'আসলে তুমি না দূরে গেছো, মাঝে মাঝে রেল স্টেশনে তোমার সঙ্গে দেখা হয়। শুধু দুই রাস্তা দূরে, শুধু এক সন্ধ্যাই দূরে। উপলব্ধি, এই শহর খুব ছোট। নিরিবিলি কোন জায়গা নেই। সম্পূর্ণ খোলা একটি হৃত্পিণ্ডের মত। এই শহর সীমাহীন বড়, তোমাকে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। মাথার ওপরে তার উড়ে বোড়ানো, তাতে কতইনা অনুভূতি রয়েছে।

    চীনের প্রাঙ্গণের পথিকৃত্ কাও সিয়াও সোং 'উপলব্ধি'র সুরের জন্য গানের কথা রচনা করেন। গানের কথাগুলো সুরের সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে গানের প্রসঙ্গ বহু অর্থে ছড়িয়ে যায়। শব্দগুলিতে প্রেমিকার দুঃখের কথা প্রকাশ পেয়েছে। কিন্তু মূল প্রসঙ্গ হচ্ছে শহরের লোকেরা অচেনাই থেকে যায় কারণ তাদের মধ্যে রয়েছে যোগাযোগ ও প্রয়োজনীয় উপলব্ধির অভাব। মান ওয়েনজুন তাই 'উপলব্ধি' এই নাম নিয়ে অ্যালবামের প্রধান গান হিসেব প্রকাশ করেন। তিনি মানুষকে মনে করিয়ে দিতে চান, জীবনের ব্যস্ততার কারণে হয়তো আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে হৃদয়ানুভূতি র বিনিময় হয়না।

    'উপলব্ধি' এই অ্যালবামের বৃহত্তম বৈশিষ্ট্য হচ্ছে হৃদয়ানুভূতি সমৃদ্ধ, সংগীতের স্টাইলের মধ্যে রয়েছে রকমারিতা। অ্যালবামের গানগুলোর মধ্যে উত্সাহব্যান্জক গানও রয়েছে। এর সঙ্গে সঙ্গে 'একজনকে ভালোবাসার কারণ কি' এই ধরনের প্রেমের গানও রয়েছে। প্রতিভাবান মেয়ে লিউ ছিন 'আমার হাত ছেড়ে দেবে না' এই ধরনের গানের কথা ও সংগীত রচনা করেছেন। প্রাঙ্গণের পথিকৃত্ কাও সিয়াও সোং 'উপলব্ধি' সুরের সাথে গানের কথা রচনা করেন। এই ধরনের গান নিয়ে একটি উচ্চ মান সম্পন্ন অ্যালবাম প্রকাশিত হলো। এখন আমরা এক সঙ্গে 'একজনকে ভালোবাসার কারণ কি' এই গানটি শুনবো। গানটিতে সরাসরি গভীর অনূভূতির কথা রয়েছে, এর সঙ্গে সঙ্গে সুমধুর সুরের ধ্বনিও রয়েছে। মান ওয়েনজুনের গান খুব সুন্দর । (সংগীত-২)

    গানের কথা এমনঃ হয়তো ঈশ্বর তাকে আমার জন্যেই তৈরী করেছেন, তাকে আমার মনের কথা বলি নি। এটা হচ্ছে আমার ভুল। এর জন্যে প্রত্যেক সন্ধ্যায় আমার ভেতর প্রচণ্ড যন্ত্রণা হয়। কি কারণে তোমাকে ভালোবাসি? একজনকে ভালোবাসি মনে রাখতে পারি না? আমি চাই না যে, তুমি সব সময় আমাকে তার সঙ্গে তুলনা করো। একজনকে ভালোবাসার কারণ কি? তোমাকে ভালোবাসতে চাই এটাই হচ্ছে আমার কারণ!

    নতুন অ্যালবামে মান ওয়েনজুন প্রথমবার গানে ব্যতিক্রম ধর্মী চেষ্টা করেছেন। তাঁর চমকপ্রদ তাত্পর্য রয়েছে। 'তোমার জন্য গান' হচ্ছে তাঁর প্রথম কর্ম। সংগীতের মধ্য দিয়ে তিনি প্রথমবার বাবা হবার অনুভূতি লিপিবদ্ধ করেছেন। গানের কথা হচ্ছে আমরা বাবারা বাচ্চাকে অসীম ভালোবাসা দিয়ে উপলব্ধি করতে পারি। এখন আমরা একসঙ্গে 'তোমার জন্য গান'টি শুনবো।

    তোমার ছেলেমানুষিপনা, তোমার সংশয়, প্রত্যেক বার আমার হৃদয় স্পর্শ করেছে এবং আমার জীবনে পরিবর্তন এনেছে । তোমার উজ্জ্বল চোখ আকাশের তারার মতো, নির্মল ভাব কৌতূহলে ভরপুর । সব সময় অবাক করা প্রশ্ন আছে এবং প্রশ্নের উত্তর জানতে চাও? প্রত্যেকবার তোমাকে দেখি, আমি জিজ্ঞাসা করতে চাই, কত অজানা জ্ঞান তুমি অর্জন করেছো ? তোমার কারণে সুখী সময় কাটিয়েছি ।

    মান ওয়েনজুনের গত অ্যালবামে, চীনের মূল-ভূভাগের প্রতিভাদীপ্ত মেয়ে লিউ ছিন তাঁর জন্য 'আমি তোমাকে অনুভব করি' রচনা করেছেন। পরে এই গান খুবই জনপ্রিয় হয়েছে। এবার লিউ ছিন এর জন্য 'আমার হাত ছেড়ে দেবে না' রচনা করেছেন। শুনুন তাহলে এই গানটি।

    'আমার হাত ছেড়ে দেবে না, কেউ তোমার মতো আমাকে জানে না। আমাকে ত্যাগ করো না, আমাকে আলিঙ্গন করো, তোমার আর কোন ক্ষতি হবে না। আমার হাত ছেড়ে দিওনা, শুধু তুমিই আমার উত্কন্ঠা দূর করতে পারো। আমি চিরদিন তোমার সাথে থাকতে চাই, কখনও আলাদা করি না।'

    আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা মান ওয়েনজুনের 'এই গানটিই শেষ, মানুষকে আলাদা করো না' গানটি শুনবো। এই গান হচ্ছে মান ওয়েনজুনের নিজের দশ' বছরের সংগীত জীবনের সারসংকলন। ১৯৯৬ সাল থেকে এই পর্যন্ত দশ বছরে মান ওয়েনজুন চীনের মূল-ভূভাগের প্রধান গায়কের অবস্থান বজায় রেখেছেন। তিনি তাঁর নিজের সামর্থ্য দিয়ে 'এই গানটিই শেষ, মানুষকে আলাদা করে না' প্রমাণ করেছেন। গানের অর্থ হচ্ছেঃ আমি আমার গান নিয়ে আমার অস্তিত্বকে প্রমাণ করি। যখন আমি মঞ্চে দাঁড়াই, তখন আমি সুখে থাকি। হাততালিতে আমি বুঝতে পারি, তোমরা আমাকে কতটা হৃদয় দিয়ে গ্রহণ করো। এই গানটিই শেষ, মানুষকে আলাদা করো না, সময় গানের মতোই বয়ে যায় । ব্যর্থতার মধ্যে থাকলেও আমি কখনও হারাতে চাই না।' আসুন গানটি শুনি।