v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-22 09:53:59    
চীন আন্তর্জাতিক বেতারের  অতীত  আর  বর্তমান

cri
    ১৯৪১ সালের ৩রা ডিসেম্বর রাতে চীন আন্তর্জাতিক বেতারের প্রথম কন্ঠ ইথারে ভেসে ওঠে , তখন কেবল রোজ ১৫ মিনিটের জাপানী ভাষার অনুষ্ঠান হতো । তখন এই সংস্থার নাম ছিলো ইয়ান আন সিন হুয়া বেতার । ১৯৪৯ সালের ২৫শে মার্চ ইয়ান আন সিন হুয়া বেতার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং গণ মুক্তি ফৌজের  সদর দপ্তরের সঙ্গে বেইপিং অর্থাত্ বর্তমান বেইজিংয়ে স্থানান্তরিত হয়েছে , এবং সঙ্গে সঙ্গে বেতারের নামও বদলে বেইপিং সিনহুয়া বেতার হয়েছে । একই বছরের ২৭শে সেপ্টেম্বর এর নাম আবার বদলে হয়েছে বেইজিং সিনহুয়া বেতার । চীনের বৈদেশিক বেতার ব্রতের সত্যিকার উন্নয়ন শুরু হয়েছে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর । ১৯৪৯ সালের ডিসেম্বর মাসে বেইজিং সিনহুয়া বেতারের নাম বদলে কেন্দ্রীয় গণ বেতার হয়েছে । সেই বছরে বেইজিং বেতারে ১১টি বিদেশী ভাষার অনুষ্ঠান প্রচারিত হয় ।
    এখন চীন আন্তর্জাতিক বেতার বিশ্বের বিভিন্ন মহাদেশে মোট ২৭টি ব্যুরো অফিস খুলেছে , এবং চীনের হংকং , ম্যাকাও সহ বিভিন্ন প্রদেশে এর প্রতিনিধি অফিস প্রতিষ্ঠিত আছে । সি আর আইয়ের উদ্দেশ্য হলো চীনের জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যকার সমঝোতা এবং মৈত্রী বাড়ানো।
বর্তমানে সি আর আই থেকে ৩৮টি বিদেশী ভাষা এবং চীনের ম্যানডারিন ভাষা ও অন্য চারটি আঞ্চলিক ভাষা মিলিয়ে মোট ৪৩টি ভাষায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে । এবং বেতার কার্যক্রম ছাড়াও ইন্টারনেটে আমাদের চীনা ভাষা সহ  মোট ৩৯টি ভাষার ওয়েবসাইট প্রতিষ্ঠিত হয়েছে । এ সব ওয়েবসাইটে বিগত এক সপ্তাহের অনুষ্ঠান শোনা যায় । 
    ১৯৬৮ সালের আগস্ট মাস থেকে বাংলা অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি কাজ শুরু হয় । তখনকার হিন্দী বিভাগের প্রধান ম্যাডাম লি লি জুন বাংলা বিভাগের দায়িত্বও পালন করতেন । ১৯৬৯ সালের ১লা জানুয়ারী বাংলা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয় । তখন থেকে ১৯৭৩ সাল পর্যন্ত বাংলা বিভাগের পরিচালক ছিলেন মিঃ ফান ফু কুও । তিনি হলেন সত্যিকার অর্থে বাংলা বিভাগের প্রথম পরিচালক । এখন পর্যন্ত বাংলা বিভাগে মোট ছয় জন পরিচালক দায়িত্ব পালন করেছেন ।
বর্তমানে বাংলা বিভাগে দু জন বাঙ্গালী বন্ধু সহ মোট ১৯ জন কর্মকর্তা আছেন ।