আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্যে চীনের লিয়াংশান ই জাতির স্বায়ত্তশাসিত বিভাগের নাচ-গান দলের গান ও সংগীতের পরিচয় দেবো।
ইয়ুকিন দিয়ে লিয়াংশান ই জাতির স্বায়ত্তশাসিত বিভাগের নাচ-গান দলের শিল্পী শামাউজির বাজানো "বুথুও সুর" । এই সংগীত ইয়ুননান প্রদেশের বুথুও এলাকার ই জাতির লোকদের মশাল উত্সব পালনের আনন্দদায়ক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে । ইয়ুকিন হল ই জাতির লোকদের নিত্য ব্যবহৃত বাদ্যযন্ত্র । এর আওয়াজ পরিস্কার ও উদাত্ত, সাধারণত একক যন্ত্রসংগীত সমবেত যন্ত্রসংগীত ও লোকজ নাচ-গানের জন্যে সহযোগী সংগীত বাজানো হয়।
মশাল উত্সব হচ্ছে ই জাতির ঐতিহ্যিক বার্ষিক উত্সব। অধিকাংশ সময়ে প্রত্যেক বছরের চান্দ্র পঞ্জির ২৪ বা ২৫ জুন এই উত্সব পালিত হয়, উত্সব তিন দিন চলে। উত্সবের সময়ে লোকেরা নানা ধরনের জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক তত্পরতার আয়োজন করেন । সন্ধ্যায় প্রত্যেক পরিবার মশাল জ্বালায় এবং মশাল হাতে নিয়ে গ্রামে ও মাঠে শোভাযাত্রা করেন। তারপর লোকেরা অগ্ন্যুত্সব করে এবং তা ঘিরে নাচ-গান করেন । এসব তত্পরতা পরের দিনের ভোরবেলা পর্যন্ত চলতে থাকে ।
সংখ্যালঘু জাতি সুদীর্ঘ ইতিহাস রয়েছে । তারা প্রধানত চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিছুয়ান, ইয়ুন্নান, কুইচৌ প্রভৃতি প্রদেশে বসবাস করেন । ই জাতির লোকেরা গান গাইতে পছন্দ করেন । তাঁরা গানের মাধ্যমে শ্রম, প্রেম ও নিজেদের জীবনের প্রশংসা করেন । ই জাতির গানের ধরণ খুবই বেশী । তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী গান করেন । গানে জীবনের পরশ খুব বেশী । এখন আমরা ই জাতির গায়িকা চিকারহামুর কন্ঠে গান " গল্প করতে আমার বাড়ি এসো"শুনবো। এই গানের কথা সংক্ষিপ্ত এবং সহজে বোঝা যায় ,গানের সুরও সুন্দর,নমনীয় এবং জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন।
লিয়াংশান ই জাতি স্বায়ত্তশাসিত বিভাগের নাচ-গান দল ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয় । তা চীনের ই জাতি অধ্যুষিত এলাকার বৃহত্তম পেশাদার নাচ-গান দল । এখন আমরা এই দলের বিখ্যাত যন্ত্র শিল্পী শামাওয়াটের রচিত ও বাজানো " ই জাতির প্রেমের গান" শুনবো। এই সংগীতে ই জাতি অধ্যুষিত এলাকার প্রচলিত প্রেমের গানের ভিত্তিতে হুলুশেং,মাবু আর বাউ ইত্যাদি জাতীয় বাদ্য যন্ত্রের সুরে পাহাড়ী এলাকার সুন্দর ভবিষ্যতের ওপর ই জাতির তরুণ-তরুণী দের ভরসা ও আশাআকাঙ্ক্ষা প্রকাশ পায় ।
পুরুষের একক গান " লিয়ানশানে ই জাতির মদের গান" । ই জাতির লোকেরা মদ খেতে পছন্দ করেন এবং অতিথিপরায়ণ । বিভিন্ন উত্সবের সময়ে , প্রত্যেক পরিবার নিজেদের তৈরী মদ নিজেদের দরজার সামনে রেখে দেন । পথচারীরা তাদের বাড়ির পাশ দিয়ে চললে, মদ খাওয়ার জন্যে গৃহকর্তাদের আমন্ত্রণ পাবেন ।এখন আপনারা গানটি শুনুন । গানে লিয়াংশান ই জাতির অতিথিপরায়ণ লোকের চরিত্র ও ভালো ফলনের পর ,লোকদের আনন্দ প্রকাশিত হয় ।
গানের কথা এমনি : " দূর দুরান্তের বন্ধুরা আসুন,আসুন, সম্মানীয় অতিথিরা , আসুন,আসুন । আমাদের বিপুল ফলনের মদ খান , আমাদের মনের মদ খান,আমাদের শুভেচ্ছার মদ খান ,আমাদের আন্তরিক মদ খান । আমাদের বাড়ির খাদ্যশস্যের গুদাম পাহাড়ের মতো, আমাদের মদ নদীর মতো প্রবাহমান । আমাদের মন অগ্ন্যুত্সবের আগুণের চেয়েও লাল, সোনার চেয়ে খাঁটি । আপনারা এ মূল্যবান মদ খান ,আমাদের আন্তরিক অনুভূতি গ্রহণ করুন ।
|