v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-08 13:11:13    
নববর্ষের অভিনন্দন

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন উপস্থাপন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি সবাইকে "শুভ নববর্ষ এবং সবকিছু মনের মতো হোক" এই শুভেচ্ছা জানাতে চাই। কারণ আজ হচ্ছে চীনের ঐতিহ্যবাহী উত্সব--বসন্ত উত্সব। এটা হচ্ছে চীনাদের সারা বছরে সবচেয়ে জাঁকজমকপূর্ণ উত্সব।

    প্রথমে আমরা একসাথে "নববর্ষের অভিনন্দন" নামে একটি গান শুনবো। গানের সুরে আনন্দ-ঘন উত্সবের পরিবেশ ফুটিয়ে তোলা হয় এবং সময়ের দ্রুত বহমানতার প্রতি নিজের আবেগ-অনুমূতি প্রকাশিত হয়। গানের কয়েকটি সহজ কথায় নববর্ষের অংন্তরংগ শুভেচ্ছা প্রকাশ পেয়েছে। এখন আমি এই গানের মাধ্যমে যাবতীয় শ্রোতাবন্ধুদের কাছে নববর্ষে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, পুরো গানটি শুনবো আমরা।

    প্রতিটি মানুষের জীবনে পরিবার হচ্ছে সবচেয়ে উষ্ণ ও সবচেয়ে নিরাপদ পোতাশ্রয়। শিশুরা বড় হওয়ার পর কি রকমের মহত্ত্ব অর্জন করে বা কি রকমের সাধারণত্ব উপলদ্ধি করে। তবে পরিবার হচ্ছে তাদের সবচেয়ে হৃদয়স্পর্শী ও অবিস্মরনীয় সম্পদ। নতুন বছরে আমি যাবতীয় পরিবারের সুখ, শান্তি ও আনন্দ কামনা করছি। আশা করি, আমার নববর্ষের শুভেচ্ছা আপনাদের হাতে ঝরে পড়া তুষার-কণিকায় পরিণত হবে এবং আপনাদের নতুন বছরে সবচেয়ে সুন্দর ও আন্তরিক শুভেচ্ছা এনে দেবে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে আরেকটি গান শুনবো। গানে উদাত্ত সুরের মাধ্যমে পরিবারের মায়ামমতার প্রশংসা প্রকাশ পেয়েছে। এক বছর দ্রুত কেটে গেছে। এখন সবার মনেই শুধু উত্ফুল্লতায় পরিপূর্ণ নয়, আছে স্পর্শও। আচ্ছা, গানটি শুনি আমরা।

    নববর্ষ উপলক্ষে জনগণ এক একটি আকর্ষণীয় কার্ডের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। এখন আমার সঙ্গে চীনের গায়িকা সুই ইয়ুয়ের গাওয়া "ধন্যবাদ" নামে একটি গান শুনবেন। গানে বলা হয়েছে:

    মা, ধন্যবাদ। আপনি আমাকে জীবন দিয়েছেন।

    জীবন, ধন্যবাদ। তুমি আমাকে মৈত্রী ও প্রেম দিয়েছে।

    আমি আন্তরিকভাবে তোমাকেও ধন্যবাদ জানাই। আমার প্রিয় বন্ধু।

    এটি হচ্ছে একটি পুরানো গান। আজ পর্যন্ত এই গান বেশ জনপ্রিয়। আমার বন্ধুরা, আমাদের প্রতিটি জীবনে দুরবস্থা বা কষ্টের কিছু না কিছু অভিজ্ঞতা আছে। বিশ্বাস করি, সময় বয়ে যাবার সঙ্গে সঙ্গে এসব কিছুই জীবনের একটি মূল্যবান ধনসম্পদে পরিণত হবে। আচ্ছা, এখন পুরো গানটি শুনবো আমরা।

    নববর্ষ বরাবরই আনন্দময় পরিবেশে পরিপূর্ণ। অনেকেই কর্ম বা লেখাপড়ার কারণে যার যার আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে পুনর্মিলন করতে পারছে না, তবে তা চিরস্থায়ী পরিতাপ নয়। একটি আদর্শ-বাণীতে এভাবে বলা হয়েছে, চোখ দিয়ে দেখতে পারলে তোমরা আমাদের চোখের মধ্যে, চোখ দিয়ে দেখতে না পারলে তোমরা আমাদের মনে। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তার নাম হচ্ছে "শুভ নববর্ষ"।

    জীবন এক একটি স্বপ্ননিয়ে গঠিত। বছরের পর বছর স্বপ্ন মানুষের সাধারণ জীবনের ওপর পাখা সাজায়। স্বপ্ন অনুসন্ধানের পথে মানুষ জীবনের কষ্ট বুঝতে পারেন এবং প্রেমের শক্তি অনুভব করেন। আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসাথে "সবচেয়ে আগের স্বপ্ন" নামে একটি গান শুনবো। আপনাদের সামনে কতকগুলো প্রতিকূলতা থাকে, আমার বন্ধুরা, দয়া করে চোখের জল মুছে ফেলে সাহসিকতার সাথে সামনে এগিয়ে চলবেন।

    গানে বলা হয়েছে:

    সবচেয়ে আগের স্বপ্ন আমার হাতে, সেখানে আমার গন্তব্য, আমি কি মাঝপথে তা ত্যাগ করবো?

    সবচেয়ে আগের স্বপ্ন অবশেষে অবশ্যই বাস্তবায়িত হবে। আমার আকাংক্ষাও বাস্তবায়িত হবে।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনি নিজের সবচেয়ে আগের স্বপ্ন ভুলে না গেলে জীবনের প্রতিটি মুহূর্ত আঁকড়ে ধরে নিষ্ঠার সঙ্গে অন্বেষণ করবেন। আশা করি, নতুন বছরে আপনি আরো বেশি সাফল্য অর্জন করতে পারবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সন্দর থাকুন। আবার কথা হবে।