v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-29 19:57:35    
লিউ সানচিয়ে'র গাওয়া পাহাড়ী গান

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। চীনের চুয়াং জাতির লোকেরা লিউ সানচিয়েকে গানের দেবী বলে গন্য করেন। এক হাজার তিন শো বছর আগে চীনের থাং রাজামলে লিউ সানচিয়ে সম্পর্কে বিভিন্ন ধরণের কিংবদন্তী ও গল্প দক্ষিণ-পশ্চিম চীনের কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রচলিত। আজকের অনুষ্ঠানে আপনারা অপেরা "লিউ সানচিয়ে'র" বিষয় সম্বন্ধে জানার সঙ্গে সঙ্গে এই অপেরার কিছু অংশ শুনতে পাবেন। কুয়াংসি অঞ্চলের লিউচৌ শহরের শিল্পীরা লিউ সানচিয়ে'র কিংবদন্তী অনুসারে এই অপেরা রচনা ও পরিবেশন করেন। অপেরার মধ্যে এক একটি লোকসঙ্গীত হাজার হাজার বছরের প্রচলিত লোক শিল্পের অমূল্য সম্পদ।

    কিংবদন্তী অনুসারে লিউ সানচিয়ে হচ্ছেন চুয়াং জাতির একজন চতুর, সুন্দরী, পরিশ্রমী ও সাহসী মেয়ে। তিনি চমত্কারভাবে গান গাইতে ও নাচ করতে পারেন। তিনি সবসময় পাহাড়ী গানের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য্য ও শ্রমের প্রশংসা করেন এবং জমিদারের শোষণ ও অত্যাচারের নিন্দা করেন। তাই তিনি চুয়াং জাতির ব্যাপক জনগণের ভালোবাসা পান। কিন্তু তাঁর এই বিদ্রোহী ভাব-মানস ক্ষমতাসীন ব্যক্তিদের ক্ষেপিয়ে দেয়। ক্ষমতাসীন ব্যক্তিদের নানা ধরণের নির্যাতনে তিনি বাধ্য হয়ে যাযাবর জীবন-যাপন করেন। লিউ সানচিয়ে এবং তাঁর বড় ভাই নানীর বাড়িতে যাওয়ার পথে সানচিয়ে "পাহাড়ী গান বসন্তকালের নদীর মতো"নামে একটি গান গেয়েছিলেন। উদ্বাস্তু অবস্থায়ও তিনি সুন্দর প্রকৃতির প্রশংসা করতে ভোলেন নি। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে "পাহাড়ী গান বসন্তকালের নদীর মতো" নামে অপেরার একটি গান শুনবো।

    যে গ্রামে লিউ সানচিয়ে'র নানীর বাড়ি অবস্থিত সেই গ্রামের কাছাকাছি একটি পাহাড়ে চা চাষ হয়। আগে পাহাড়টিতে শুধু আগাছা ছিলো। গ্রামবাসীদের কঠোর পরিশ্রমের কল্যাণে এই পাহাড়ে সবুজ চা বাগান গড়ে হয়েছে। সানচিয়ে গ্রামের মেয়েদের সঙ্গে পাহাড়ে চা পাতা সংগ্রহ করেন। চা পাহাড় তাঁদের আনন্দময় গানের মধুর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। আচ্ছা, বন্ধুরা, এখন "চা পাতা কুড়ানোর গান"নামে একটি গান শুনবো। গানে বলা হয়েছে:

    বসন্তকালে চা পাতা খুব সুগন্ধী,

    চা পাহাড়ে সবুজের ছড়াছড়ি

    নিজে চা গাছ লাগিয়ে নিজেই সংগ্রহ করি,

    আমাদের দু'টি নিপুন হাত দিয়ে।

    লিউ সানচিয়ে নানীর গ্রামে আসার পর গ্রামের মেয়েরা অনেক পাহাড়ী গান শিখেছেন। চা পাহাড়ে মেয়েরা চা পাতা সংগ্রহ করার সময়ে ছেলেদের সঙ্গে পালা গান করেন। তারা রসিক ভাষায় গান গাইতে গাইতে পারস্পরকে প্রশ্ন করতে থাকেন। আচ্ছা, বন্ধুরা, এখন " পালা গান" নামে একটি গান শুনবো আমরা।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, "লিউ সানচিয়ে"নামক অপেরার মধ্যে লিউ সানচিয়ে সম্পর্কে নানা কাহিনী হচ্ছে ব্যাপক কিংবদন্তীর একটি খুব ছোট অংশ। কিংবদন্তীর কাহিনী ভিন্ন ভিন্ন, তবে হাজার হাজার বছরে তাঁর প্রতি চুয়াং জাতির জনগণের ভালোবাসা ও সম্মান একই রকম। বর্তমানে কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে লিউ সানচিয়ে'র মূর্তি ও মন্দির প্রতিষ্ঠিত হয়। এই অপেরার মধ্যে পাহাড়ী গানগুলো লিউ সানচিয়ে সম্পর্কিত কিংবদন্তী প্রচার করার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় প্রচলিত। আচ্ছা, বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমার সঙ্গে " বিদায়ী গান" নামে একটি গান শুনবেন আপনারা।

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন এখানে শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।