v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-30 18:46:06    
চীনের শিল্পীদের বেহালা দিয়ে পরিবেশিত বিদেশী সংগীত

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। মিষ্টি-মধুর সঙ্গীতে ভেতর দিয়ে আজকের অনুষ্ঠানে আমি চীনের দু'জন শিল্পীর বেহালা দিয়ে পরিবেশিত কয়েকটি বিদেশী সংগীতের পরিচয় আপনাদের দেবো। আপনারা এখন যে সঙ্গীত শুনছেন তা হচ্ছে চীনের বিখ্যাত বেহালাবাদক শেং চোংকুর পরিবেশিত অস্ট্রিয়ার সুরকার ক্রাইসলারের শিল্প-কর্ম।

    শেং চোংকুও হচ্ছেন চীনের বেহালা সংগীতের শিল্পের একজন প্রতিনিধি। তিনি হচ্ছেন সবচেয়ে আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীনের জন্যে গৌরব অর্জন কারী বেহালা বাদক। শেং চোংকুও একটি সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। ৫ বছর বয়সে তিনি বাবার কাছে বেহালা শিখতে শুরু করেন, ৭ বছর বয়সে মঞ্চে বেহালা পরিবেশন করেন এবং ৯ বছর বয়সে বেতারে মোজার্ট, বিটোফেন প্রমুখ সুরকারের বিখ্যাত শিল্প-কর্মগুলো রেকর্ড করেন। ১৯৫৪ সালে তিনি ভালো সাফল্য দেখিয়ে চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইন্সটিটিউটের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। ৬ বছর পর তিনি উচ্চ শিক্ষা লাভের জন্যে তিনি মস্কোর ছাইকোভস্কি সঙ্গীত ইন্সটিটিউটে যান। সেখানে তিনি ছাইকোভস্কি আন্তর্জাতিক বেহালা প্রতিযোগিতায় অংশ নেন এবং খেতাব পুরস্কার পান। চীনে ফিরে আসার পর তিনি সাফল্যের সঙ্গে কনসার্ট আয়োজন করেন। এখন আমরা একসাথে শেং চোংকুও'র পরিবেশিত "প্রেতের নাচ" নামে ইতালির সুরকার বসিনির শিল্প-কর্ম শুনবো।

    শেং চোংকুও'র পরিবেশিত শৈলী গভীর ও উদার, তবুও মিষ্টি আর সূক্ষ্ম। তাঁর বিশেষ শৈলীর পরিবেশনায় উঁচু শ্রেণীর নৈপুণ্য এবং সাংগীতিক বৈশিষ্ট্য আছে। তিনি সঙ্গীতে নিজের জীবনের অভিজ্ঞতা মিশিয়ে সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে হৃদয়ানুভূতি প্রকাশ করেন। তাঁর সঙ্গীত প্রবল শৈল্পিক আকর্ষণ-ক্ষমতা ভরপুর। এখন আমরা একসাথে শেং চোংকুও'র পরিবেশিত রুশ সুরকার নারিমস্কিজ কোরসাকোভের শিল্প-কর্ম শুনবো। তার নাম হচ্ছে ভারতীয় অতিথিদের গান।

    শেং চোংকুও বহুবার আমন্ত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় কনসার্ট আয়োজন করেন।তিনি সবসময় জাপানে সংগীত পরিবেশন করেন এবং পরিবেশন থেকে অর্জিত অর্থের একাংশ চিকিত্সা তহবিল হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে চাঁদা দেন। তাই জাপান সরকার তাঁকে "সাংস্কৃতিক দূত " খেতাব দিয়েছে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমার সাথে শেং চোংকুও'র পরিবেশিত স্পেনের সুরকার সারাসাটের " ভবঘুরের গান" নামে শিল্প-কর্ম শুনবেন।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের বাকী সময় আমি ছেন সিয়াং নামে চীনের আরেকজন বেহালা বাদককে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ছেন সিয়াং ১৯৭০ সালে চীনের পশ্চিমাঞ্চলের সিন চিয়াংয়ের উরুমচি শহরে জন্মগ্রহণ করেন। ৫ বছর বয়সে তিনি বাবার কাছে বেহালা শিখতে শুরু করেন। ১৯৭৯ সালে বিশ্বের বিখ্যাত বেহালা বাদক মেনিউহিন প্রথমবারের মতো চীনে বেহালা পরিবেশন করেন। ছেন সিয়াংর বাবা বিভিন্ন উপায়ে তত্কালীন ৯ বছর বয়সী ছেন সিয়াংকে মেনিউহি-এর কাছে সুপারিশ করেন। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে ছেন সিয়াংয়ের বেহালা দিয়ে পরিবেশিত একটি সঙ্গীত শুনবো। তাঁর পরিবেশনা সাবলীল। তিনি খুব ভালোভাবে শিল্প-কর্মের স্টাইল রপ্ত করেন।

    ছোটবেলা থেকেই ছেন সিয়াং মন থেকে সঙ্গীত পছন্দ করেন। তিনি বলেন, তিনি সঙ্গীতের জন্যে জীবন কাটান, সঙ্গীতের উপর নির্ভর করে বেঁচে থাকেন না। প্রিয় শ্রোতাবন্ধুরা, পরে আমি ছেন সিয়াংয়ের পরিবেশিত "টানগো নাচ সঙ্গীত" স্পেনের সুরকার আলবেনিজের শিল্প-কর্ম শোনাবো। টানগো দক্ষিণ অ্যামেরিকার আর্জেনটিনায় জন্মগ্রহণ করেন। কিন্তু এই সঙ্গীতের ছন্দ আর আধুনিক টানগো নাচ সঙ্গীতের ছন্দ এক রকম না, পক্ষান্তরে স্পেনের ঐতিহ্যিক নাচ সঙ্গীত--হাবানেরার মতো।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখনেই শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। আবার কথা হবে।