v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-12 15:58:02    
সিনচিয়াংয়ের লোকসঙ্গীত

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন পরিবশেন করছি আমি আপনাদের বন্ধু। চীনের উত্তর-পশ্চিমাঞ্চল হচ্ছে বিস্তীর্ণ ও সুন্দর সিনচিয়াং উইগুর স্বশাসন অঞ্চল। সেখানে উইগুর জাতি, কাজাখ জাতি, তাজিক জাতি প্রভৃতি দশাধিক জাতির জনগণ বসবাস করেন এবং সেখানে অনেক অনেক সুন্দর লোকসঙ্গীত প্রচলিত। আজকের অনুষ্ঠানে আমি সিনচিয়াং লোকসঙ্গীত সম্পর্কে আপনাদের কাছে পরিচয় দেবো।

    প্রথমে "আলাবালিহান" নামে উইগুর জাতির লোকগীতি উপভোগ করবো। তা হচ্ছে দক্ষিণ সিনচিয়াংয়ে বহুপ্রচলিত একটি প্রেমের গান। আলাবালিহান একজন মেয়ের নাম। গানটিতে তাঁর প্রতি তরণের ভালবাসা ও অনুভূতি প্রকাশ পায়। গানে বলা হয়েছে: আলাবালিহান, সবচেয়ে আদুরে পাখি।

    আমি শুধু অশ্রুসিক্ত চোখে তোমাকে দেখছি।

    তুমি দূরদূরান্তে উড়ে চলে যাচ্ছ।

    আলাবালিহান, তুমি আকাশের চাঁদের মতো।

    ওপর থেকে পৃথিবীর মানুষ জীবজন্তু দেখছ।

    সবাই তোমাকে শ্রদ্ধা করে।

    আচ্ছা, গানটি শোনা যাক।

    কাজাখ জাতি একটি ঘোড়-সওয়ার জাতি। হাজার হাজার বছর ধরে তাঁরা যাযাবর জীবন কাটান। কাজাখ জাতির জনগণ সঙ্গীতকে খুব পছন্দ করেন। একটি প্রবাদে এইভাবে বলা হয়েছে: গান ও ঘোড়া হচ্ছে কাজাখ জনগণের দুই ডানা। তাঁরা ঘোড়ার পিঠে বসে তাঁদের তার-বিশিষ্ট স্বকীয় বাদ্যযন্ত্র "দোংবুলা" বাজাতে বাজাতে গান করেন। এখন আমরা একসাথে "সুন্দরী আর দোংবুলা" নামে কাজাখ জাতির একটি গান শুনবো। গানটিতে নানা উপমা দিয়ে সুন্দরী মেয়ের প্রশংসা প্রকাশ পায়।

    গুরিবিতা হচ্ছে তাজিক জাতির একটি খুব বিখ্যাত লোকসঙ্গীত। সিনচিয়াংয়ের পশ্চিমাঞ্চলের পামির মালভূমিতে সবাই এই গান গাইতে পারেন। গত শতাব্দীর ৫০'র দশকে চীনের বিখ্যাত সুরকার লেই চেনবাং এই গানের সুর দিয়ে "বরফের পাহাড় থেকে আসা অতিথি" নামে চলচ্চিত্রের গান "ফুল কেন এত লাল" রচনা করেন। তাই এই গানের সুন্দর সুর আগে থেকেই চীনে প্রচলিত। এখন আমরা একসাথে "গুরিবিতা" নামে কাজাখ জাতির এই গান শুনবো। গানে বলা হয়েছে: গুরিবিতা, মনোমুগ্ধকর পরীর মতো।

    সুগন্ধি ফুল তোমার চেয়ে সুন্দর নয়।

    বিশ্বে কোনো ভাষায় তোমার সৌন্দর্য

    বর্ণনা করা যায় না।

    তোমার ভালোবাসা পাওয়ার জন্যে আমি নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে পারি।

    তারিম নদী সিনচিয়াংয়ের দক্ষিণাঞ্চলে প্রবাহিত হওয়া একটি অভ্যন্তরীণ নদী। তা মরুভূমিতে এক একটি মরুদ্বীপ সৃষ্টি করে এবং দক্ষিণ সিনচিয়াং অঞ্চলের বিভিন্ন জাতির জনগণের মাতৃনদী। গানটিতে তারিম নদীর দু'তীরে যে জনগণ বসবাস করেন তাঁদের প্রশংসা ও ভালোবাসা বর্ণনা করা হয়। আচ্ছা, এখন গানটি শোনা যাক।

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন এখানেই শেষ হল। আগামী সপ্তাহের একইদিন একই সময় আবার কথা হবে। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।