v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-16 14:32:03    
নেটওয়ার্কে কয়েকটি জনপ্রিয় গান

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন শুনছেন সুরের ভুবন অনুষ্ঠান। পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি চীনের নেটওয়ার্কে প্রচলিত কয়েকটি জনপ্রিয় গান আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো।

    প্রথম আমরা একসাথে "উত্তর-পূর্বাঞ্চলের জনগণ সবাই লেইফোং" নামে গান শুনবো। লেই ফোং ছিলেন গত শতাব্দীর ষাট তম দশকে চীনের সৈন্য বাহিনীতে একজন সৈন্য। তিনি অন্য লোককে সাহায্য করা জীবনের বৃহত্তম আনন্দন ও সুখ হিসেবে গণ্য করেন। তাঁর ভাব-মানস কয়েক প্রজন্মের চীনা জনগণ অনুপ্রাণিত করে। "উত্তর-পূর্বাঞ্চলের জনগণ সবাই লেইফোং" নামে এই গানে একজন চীনের উত্তর-পূর্বাঞ্চলে সফর করার সময়ে একটি গাড়িতে আহত হয়ে স্থানীয় লোকের উদ্ধার পাওয়ার দৃশ্য প্রকাশ পেয়েছে। তাতে স্থানীয় জনগণের "লেইফোংয়ের" ভাব-মানস ব্যাখ্যা করা হয়। আচ্ছা, এখন গানটি শুনবো আমরা।

    বলা যায়, ইয়াং ছেনকাং হচ্ছেন বর্তমানের জনপ্রিয় মঞ্চে একজন বিখ্যাত ব্যক্তি। তাঁর রচিত এবং গাওয়া " ইদুর চাউল ভালোবাসি" নামে এই গান সাম্প্রতিক নেটওয়ার্ক গানগুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিনিধিত্ব। যে কোনো সঙ্গীত নেটওয়ার্কে " ইদুর চাউল ভালোবাসি" এই গানের ক্লিখ রেইট সবচেয়ে বেশী। তাই তা ২০০৫ সালে নেটওয়ার্কে সবচেয়ে জনপ্রিয় গান বলে মনে করা হয়। ইয়াং ছেনকাং " নেটওয়ার্কের সৃষ্ট রাজা" এই খেতাব পান। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আমার সাথে " ইদুর চাউল ভালোবাসি" নামে গানটি শুনবেন।

    বর্তমানে চীনে অনেক জনপ্রিয় গান আছে। যেমন, লাইলাক, কখনো বলবে না তোমার জন্যে আমার চোখের পানি অযৌক্তিকইত্যাদি। এ সবগুলো গান নেটওয়ার্কের মাধ্যমে প্রচলিত হয়। লাইলাক হচ্ছে একটি বিষন্ন প্রেমের গান। এটি মনোগ্রাহী সুর দিয়ে একটি দুঃখময় প্রেমের গল্প বর্ণনা করেছে। গানে বলা হয়েছে:

    তুমি বলেছো, তুমি লাইলাক পছন্দ করো, কারণ তোমার নাম হলো লাইলাক।

    এত দৃষ্টি-নন্দন ফুল, এত কোমলমতী মেয়ে।

    তুমি এত তাড়াতাড়ি চলে গেছে, আমাকে আজীবন বিরহের সাগরে ফেলে। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, একসাথে গানটি শোনবো।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনার এখন যে গান শুনছেন তার নাম হচ্ছে কখনো বলবে না তোমার জন্যে আমার চোখের পানি অযৌক্তিক। গানে বলা হয়েছে:

    আমি একা একা এই রাতে থাকি, ঘুমাতে পাচ্ছি না আমি,

    একা মদোন্মত্ত হতে চাই না, কারণ মদোন্মত্ত হওয়ার পর আমি আশ্রু পাড়বো।

    কখনো বলবে না, তোমার জন্যে আমার চোখের জোল অযৌক্তিক। এই গানের সুরে অসংখ্য শ্রোতারা মুগ্ধ হন। আচ্ছা, আরও বেশি কথা বলবো না আমি। এখন গানটি শুনুন।

    আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসাথে পাংলোংয়ের গাওয়া "দুই প্রজাপতি" নামে একটি প্রেমের গান শুনবো। পাং লোং একটি টিভি নাটকের জন্যে গানটি গেয়েছেন। গানে বলা হয়েছে:

    প্রিয়তম তুমি আমার সাথে ওড়চ্ছো, গভীর বনে বাড়ি দিয়ে নদী দেখতে যাচ্ছো,

    প্রিয়তম একসাথে নাচ নাচবে, প্রেমের বসন্তকালে কোনো অন্ধ নেই। আচ্ছা, এখন গানটি শুনি।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন অনুষ্ঠান এখানেই। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে।