প্রিয় শ্রোতাবন্ধুরা, পথমে আমরা একসাথে " পূর্ব দিকে লাল" নামে একটি গান শুনবো। এই গানে সহজ সরল সুর, উদার ছন্দ ও প্রাণবন্ত কথা দিয়ে চীনের কমিউনিষ্ট পার্টি এবং পার্টির প্রজন্মের নেতা মাও সেতোংয়ের প্রতি চীনা জনগণের আন্তরিক ভালোবাসা প্রকাশ পেয়েছে। এই গান চীনে কয়েক দশক ধরে প্রচলিত হয়ে আসছে। আজ পর্যন্তও এই গান চীনের কমিউনিষ্ট পার্টি, মহান নেতা মাও সেতোং এবং আমাদের নতুন জীবনের প্রশংসার প্রতিনিধিত্বকারী একটি গান। গানে বলা হয়েছে:
পূর্ব দিকে লাল হচ্ছে, সূর্য উঠছে,
চীনে মাও সেতোংয়ের জন্ম হয়,
তিনি জনগণের কল্যানের জন্যে চেষ্টা করেন,
তিনি জনগণের মুক্তির ত্রাণদাতা।
কমিউনিষ্ট পার্টি সূর্যের মতো, যেখানে আলোকিত হয়, সেখানে উজ্জ্বল হবে। যেখানে কমিউনিষ্ট থাকে, সেখানে জনগণ মুক্তি পান। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন গানটি শোনা যাক।
চীন একটি বহু-জাতিক দেশ। হান জাতি ছাড়াও, চীনে আরো ৫৫টি সংখ্যালঘু জাতি আছে। তাদের মধ্যে অধিকাংশই চীনের সীমান্ত প্রদেশগুলোতেবসবাস করেন। দীর্ঘকালীন ইতিহাসের গতিধারায় চীনের বিভিন্ন জাতির জনগণ ভাইবোনের মতো সম্প্রীতিতে বসবাস করেন এবং দেশের সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রেখেছেন। চীনে সংস্কার আর মুক্তদ্বার নীতি চালু করার পর অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে সীমান্ত সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলগুলোতে বিরাট পরিবর্তন ঘটেছে। জনগণের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে এবং জনগণের নতুন ভাবমানসও পুনরায় দেখা দিচ্ছে। ঠিক সেই পরিস্থিতিতে " আমার চীনকে ভালোবাসি"নামে এই গান রচিত হয়। এই গানের সুর শ্রুতিমধুর ও আনন্দদায়ক। গানটিতে মাতৃভূমির প্রতি চীনের বিভিন্ন জাতির জনগণের ভালোবাসা এবং নির্মান কাজ ও ভবিষ্যতের প্রতি তাদের প্রত্যয় বর্ণনা করা হয়। গানে বলা হয়েছে:
৫৬টি রাশিফুল, ৫৬টি ফুল, ৫৬টি জাতির ভাইবোন নিয়ে একটি পরিবার।
৫৬টি ভাষায় আমরা একটি কথা বলি, আমাদের চীনকে ভালোবাসি। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, এখন গানটি শুনবো আমরা।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমি " পাঁচ-তারকা খচিত লাল পতাকা" নামে একটি গান শোনাবো। পাঁচ-তারকা খচিত লাল পতাকা হচ্ছে চীনের জাতীয় পতাকা এবং চীনা জনগণের গর্ব। চীনের রাজধানী পেইচিংয়ের থিয়ান আনমেন মহাচত্বরে প্রতিদিন ভাবগম্ভীর পরিবেশে জতীয় পতাকা উত্তেলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তা চীনের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের দৃষ্ট্যিআকর্ষণ করেছে। হাজার হাজার চোখের স্থিরদৃষ্টিতে পাঁচ-তারকা খচিত লাল পতাকা প্রতি দিন সকালে সূর্যের সঙ্গে ধীরে ধীরে উঠে। আচ্ছা, এখন আমরা একসাথে এই গান উপভোগ করবো। গানে বলা হয়েছে:
তুমি সূর্যের সঙ্গে এক সাথে উঠো,
চীনের প্রতি ইঞ্চি ভূমিকে তুমি লালে লাল করে তুলো।
চীনের প্রতিটি বিজয় তুমি লিপিবদ্ধ করো।
তুমি চীন গণ প্রজাতন্ত্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন শতাব্দীতে প্রবেশ করো। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আসুন, এখন গানটি শুনি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমার সঙ্গে আজকের অনুষ্ঠানের সর্বশেষ গান শুনবো। গানের নাম " মাতৃভূমি দীর্ঘজীবি হোক"। গানটিতে মাতৃভূমির প্রতি চীনা জনগণের প্রশংসা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। এই গানের রচয়িতা ফান সিওপিন বলেছেন, চীনের দ্বারা সাফল্যজনকভাবে ২০০৮ সালের অলিম্পিক গেমসের আয়োজনের অধিকার অর্জন করার পর তাঁরও এই গানের সুরকারের মনে এই গান লেখার ধারণা হয়।
|