v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-12 21:03:12    
চীনের সিছুয়ান ও ইউন্নান প্রদেশের লোকসংগীত

cri
    আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চীনের সিছুয়ান ও ইউন্নান প্রদেশের লোকসংগীতকে পরিচয় করিয়ে দেবো ।

    "খাংতিং প্রেমের গান" , খাংতিং হচ্ছে চীনের সিছুয়ান প্রদেশের পশ্চিমাঞ্চলের একটি জায়গা । এই গান খুব বিখ্যাত, চীনে ব্যাপকভাবে জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশেও জনপ্রিয় হয় । এই গানের সুর মসৃণ ও মধুর । এ গানে যুবক পুরুষ ও নারীদের আন্তরিক ভালবাসা ও সুখী জীবন খুঁজে বের করার অনুভূতি বর্ণনা করা হয়েছে ।

    সিছুয়ান প্রদেশ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে,ইয়াংসি নদীর উত্স্যস্থলে অবস্থিত । চারদিকে পাহাড় । পূর্ব দিকে অববাহিকা, পশ্চিম দিকে মালভূমি । সিছুয়ান প্রদেশের লোকসংগীতের অনেক ধারা রয়েছে । এদের মধ্যে সবচেয়ে বৈশিষ্ট্যসম্পন্ন ধারা হচ্ছে পাহাড়ী গান । এর সুর পাহাড়ের দৃশ্যের মত সুন্দর ও বলিষ্ঠ । এখন আমরা "আজিঘ ফুল কখন ফুটবে" নামক গানটি উপভোগ করবো । গানে একজন মেয়ে তাঁর প্রেমিকের জন্য অপেক্ষা করার দৃশ্য বর্ণনা করা হয়েছে । মেয়ে তাঁর প্রেমিকের জন্য অপেক্ষা করার সময় তাঁর মা তাকে জিজ্ঞেস করেন : " তুমি কি চিন্তা করছো?" সে উত্তর দেয় "আমি দেখি আজিঘ ফুল কখন   ফুটবে ।" এই চমত্কার উত্তর তাঁর ভালবাসা প্রকাশের সঙ্গে সঙ্গে সুন্দর জীবনের আশাআকাঙ্খাও প্রতিফলিত হয়েছে ।

    সিছুয়ানের ছোট সুরও খুবই বৈশিষ্ট্যসম্পন্ন এবং ধারা অনেক বেশি । এগুলো ছোট সুরের মধ্যে স্বাভাবিক জীবন, বিবাহ ও উত্সব ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত । "ফুল নেয়া" হচ্ছে একটি ঐতিহ্যিক সুর ।এ গানে বছরের ১২টি মাসের ফুলের নাম গাওয়া হয় । এর মাধ্যমে লোকেরা উত্পাদন ও জীবন ঘনিষ্ঠ জ্ঞান অর্জন করেছেন ।

    "ফুল বাতি" হচ্ছে সিছুয়ান প্রদেশের এক ধরনের জাতীয় নাচ । কয়েক জায়গায় তা ফুল বাতি নাটকে উন্নীত করা হয়েছে । "হুয়াংইয়াং বোঝা বহনকারীকাঠ" হচ্ছে এর ঐতিহ্যিক সুর । "হুয়াংইয়াং'র বোঝা বহনকারীকাঠ খুব নরম, এক ব্যাগ চাউল নিয়ে লিউচৌতে যাবে । লোকেরা বলে লিউচৌর মেয়ে খুবই ভাল, প্রত্যেক মেয়ে সুন্দর চুল তৈরি করতে পারে ।" গায়ক বোঝা বহনকারী কাঠ কাঁধে নেয়ার সঙ্গে সঙ্গে গান গাইছেন, খুবই প্রাণবন্ড লাগে ।

    ইউন্নান প্রদেশ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত । সেখানে হ্যান জাতি ছাড়া ই জাতি , হানি জাতিসহ ২০টিরও বেশি সংখ্যালঘু জাতি রয়েছে , চীনের সবচেয়ে বেশি সংখ্যালঘু জাতি বসবাসিত প্রদেশের অন্যতম । ইউন্নানের বিভিন্ন জাতির লোকেরা নাচ গান পছন্দ করেন, খুব সুন্দর সুন্দর লোকসংগীত এখানকার লোকদের মধ্যে প্রচলিত এবং চীনের বিভিন্ন স্থানেও তা জনপ্রিয় । আপনারা এখন শুনতে পাচ্ছেন ইউন্নানের বিখ্যাত একটি পাহাড়ী গান ' ছোট নদীর পানি'। গানে সুন্দর ও মধুর সূরের মাধ্যমে একটি ভালবাসার কথা বর্ণনা করা হয় । "চাঁদের আলো খুবই উজ্জ্বল, আমার প্রেমিক গভীর পাহাড়ে থাকে, প্রেমিক চাঁদের মতো আকাশে জ্বলছে, পাহাড়ের নীচে ছোট নদীর পানি খুবই পরিষ্কার ।"

    পাহাড়ী গান ইউন্নানে "সূর" বলে ডাকতে হয় । লোকেরা পাহাড় ও জমির মধ্যে কাজের সময় ও অবসরে গান করেন, এর সূর বলিষ্ঠ ও নমনীয় । ইউন্নানের পাহাড়ী গানের বিষয় প্রচুর, প্রেমের গল্পই বেশী এবং সবসময় সমবেত বা এককভাবে গাওয়া হয় । এখন আমরা একটি ইউন্নান পাহাড়ী গান "ঘোড়া চলার সুর" শুনবো । লোকেরা পশুপালনকালে এই গান গায় । এর সুর সহজ ও আনন্দদায়ক, গানের কথাও সহজ প্রাণচঞ্চল, জীবনের অনুভূতি সম্পূর্ণ হয় । " ভাল মেয়ে অলস ছেলে পছন্দ করবে না, ভাল ছেলেরা সবসময় সবুজ গাছের মতো, অলসরা নানা জায়গায় ঘুড়ে বেড়ায় । ভাল ছেলে অলস মেয়েও পছন্দ করবে না, বুদ্ধিমান মেয়ে সব কাজ করতে পারে, অলস মেয়ে কিছুই পারে না ।"

    পাহাড়ী গান ছাড়া, ইউন্নানের লোকসংগীতে অনেক সুন্দর সুন্দর ছোট সুরও ব্যাপকভাবে গাওয়া হয় । পরে আপনারা " সুর অনুমান করা" নামক গানটি শুনবেন । এ গান একটি জনপ্রিয় ছোট সুর ।

    এই গান হচ্ছে শিশুদের খেলার সময়ের গান ,এর বিষয় আনন্দদায়ক এবং প্রাণচঞ্চল। গানে এক শিশু অন্যদের কাছে ধারাবাহিকভাবে প্রশ্ন করে এবং অন্যরা এসব প্রশ্ন সহজভাবে উত্তর দেয় । প্রশ্ন ও উত্তর খুবই মজা আর প্রাণচঞ্চল ।