v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-28 13:37:09    
শুভ বড় দিন

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজ বড় দিন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্যে এই বিশেষ দিনের শুভেচ্ছা হিসেবে বড় দিন সম্পর্কিত কয়েকটি গান শোনাবো। এর সঙ্গে সঙ্গে আমার আন্তরিক শুভেচ্ছাও জানাতে চাই।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে " শুভ বড় দিন" নামে ব্রিটেনের একটি ঐতিহ্যিক গান। এই গানের সুর আনন্দদায়ক। গানে বলা হয়েছে:

    শুভ বড় দিন। নতুন বছরে আপনাদের উন্নতি কামনা করি।

    আমাদেরকে কিছু কেক দেব, আমি আপানাদেরকে অপার আনন্দের খবর জানাচ্ছি, শুভ বড় দিন। নতুন বছরে আপনাদের উন্নতি কামনা করি।

    পশ্চিমা জগতের লোকেরা লাল, সবুজ ও সাদা এ তিনটি রংকে বড় দিনের রং হিসেবে গ্রহণ করেন। বড় দিন উপলক্ষে প্রতিটি পরিবার বড় দিনের রং দিয়ে সাজায়, বড় দিনের লাল ফুল ও মোমবাতি এবং বড় দিনের সবুজ গাছ। বড় দিনের রাতে লোকেরা ক্রিস্টমাস গাছের চারপাশে গান গায় ও নাচ করে। স্যান্টা ক্লস হচ্ছেন বড় দিনের তত্পরতায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। শিশুরা ক্রিস্টমাসের রাতে নিজেদের উনুন বা বালিশের পাশে একটি মোজা রাখে। তারা আশা করে, স্যান্টা ক্লস তাদের ঘোমানোর পর তাদের মোজার তেতরে উপহার দেন। প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে চীনের বিখ্যাত গায়ক ইয়াং খুনের গাওয়া " ক্রিস্টমাস ইভ" নামে একটি গান শুনবো।

    দশাধিক বছর আগে ক্রিস্টমাস গাছ, স্যান্টা ক্লস আমাদের চীনাদের কাছে খুব অচেনা ছিল। তবে পূর্ব ও পশ্চিমা সংস্কৃতির আদান-প্রদানের সঙ্গে সঙ্গে অধিক থেকে অধিকতর চীনারা পশ্চিমা উত্সব উদযাপন ও বিদেশী সংস্কৃতির আকর্ষণশক্তি আহরণ করতে পছন্দ করেন। এখন অনেক যুবক-যুবতী ক্রিস্টমাস রাতে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করেন। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে " স্যান্টা ক্লস আসছেন" নামে একটি গান শুনবো।

    ক্রিস্টমাসআসার আগে চীনের বড় বড় শহরের অনেক হোটেল ক্রিস্টমাস গাছ দিয়ে সাজানো হয়। সুগভীর উত্সবের পরিবেশ বিরাজমান থাকে। বড় বা ছোট দোকানও প্রচুর ক্রিসস্টমাস উপহার সাজিয়ে রাখে। কিছু কিছু বিক্রেতা লাল টুপি পরে স্যান্টা ক্লসের ভান করে মানুষদের ছোট ছোট উপহার দেন। আচ্ছা, এখন একটু বিশ্রাম নেবো আমরা। আমার সঙ্গে আরেকটি গান শুনুন। গানের নাম "ক্রিসমাস ইভ"। গানে বলা হয়েছে:

    নিঃশব্দ রাতে ক্রিস্টমাস এসেছে, আনাগোনা না করে শান্তমনে অপেক্ষা করুন।

    পবিত্র কন্ঠ আমার জানালার বাইরে ভেসে আসছে।

    নিঃশব্দ রাতে, নতুন সবকিছু আসবে, যাবতীয় স্বপ্ন আবারও রঙ্নি হবে। রাতের আকাশে তারা ঝিক ঝিক করছে। নতুন বছর আসবে, জীবন অব্যাহত থাকবে।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে আজকের অনুষ্ঠানের সর্বশেষ গান উপভোগ করবো। গানের নাম " ঘন্টা ঢং ঢং করছে" । তা চীনে খুব জনপ্রিয় একটি গান। দ্রুত ছন্দ আর আনন্দদায়ক সুর আমাদেরকে সুখী ভাব এনে দিয়েছে।

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন এখানে শেষ হল। আশা করি, আপনারা আমাদের অনুষ্ঠান পছন্দ করেছেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।