v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-18 15:54:59    
সংখ্যালঘু জাতির শৈলীসম্পন্ন ঐতিহ্যবাহী সঙ্গীত

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন উপস্থাপন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি চীনের সংখ্যালঘু জাতির শৈলীসম্পন্ন কয়েকটি ঐতিহ্যবাহী সঙ্গীত আপনাদের শোনাবো।

    প্রিয় শ্রোতাবন্ধুরা,প্রথমে আমরা একসাথে "সুন্দর বাঁশ" নামে দক্ষিণ-পশ্চিম চীনের তাই জাতির একটি সঙ্গীত শুনবো। এই সঙ্গীতে আমাদের জন্যে প্রেমের এক মনোরম দৃশ্য বর্ণনা করা হয়েছে। উজ্জ্বল চাঁদের পাশাপাশি , তারা ঝিলমিল করছে, সন্ধ্যার হাওয়া চুপি চুপি বয়ে যাচ্ছে, ফোংউই বাঁশবনের ফাঁক দিয়ে বাতাসের শন শন শব্দ।তাই জাতির তরুন প্রেমিক-জুটিরা ফোংউই বাঁশের গায়ে হেলান দিয়ে বসে করছে হৃদয়ের কথা বিনিময়।

    মঙ্গোলিয় জাতি হচ্ছে উত্তর চীনের এক সংখ্যালঘু জাতি।এই জাতির লোকেরা অন্তঃমঙ্গোলিয়ার বড় তৃণভূমিতে জীবন-যাপন করেন। তাই তাকে " ঘোড়-সওয়ার জাতি" বলেও ডাকা হয়। তাঁদের জীবনে ঘোড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্সব উপলক্ষে মঙ্গোলিয়জাতির জনগণ ঘোড়-দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করেন। এখন আমরা একসাথে " ঘোড়-দৌঁড়" নামে একটি সঙ্গীত শুনবো। এই সঙ্গীতের ছন্দ হাল্কা ও দ্রুত, সুর উদ্দীপনাময়। সঙ্গীতে উত্সবের সময়ে মঙ্গোলিয় জাতির জনগণের ঘোড়-দৌঁড়ের আনন্দদায়ক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

    দক্ষিণ পশ্চিম চীনের ইউননান প্রদেশে বসবাসকারী নাসি জাতির জনগণ উত্সব ও আনন্দের সময়ে আলিলি নামে এক ধরণের বৃত্তনাচ করতে পছন্দ করেন। তা হচ্ছে নাসি জাতির এক ধরণের ঐতিহ্যিক নাচগান। এই নাচের কলা-কৌশল খুব সহজ। নর্তক-নর্তকীরা হাতে হাত মিলিয়ে গান করেন। সাধারণত একজন প্রথমে গান করেন, তারপর অন্যান্যরা সমবেতভাবে গান করেন। লোকেরা গান গাওয়ার সঙ্গে সঙ্গে নাচ করেন। "আলিলির" সুর নির্দিষ্ট। গানের কথা নাচের স্থানেই রচিত হয়। অধিকাংশ গানে জনগণের আনন্দ ও উত্ফুল্লতা বর্ণনা করা হয়। এখন আমরা একসাথে "আলিলি" নামে একটি সঙ্গীত শুনবো। এই সঙ্গীত যেমন উত্সাহব্যজ্ঞক ও উদার, তেমনি আনন্দদায়ক ও সাবলীল। সঙ্গীত দক্ষিণ-পশ্চিম চীনের সঙ্গীতের বৈশিষ্ট্যে পরিপূর্ণ।

    উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে হুই জাতি, হান জাতি ইত্যাদি জাতির বসবাস। সেখানকার সঙ্গীতে নিজস্ব বিশেষ স্থানীয় শৈলী এবং জাতীগত বৈশিষ্ট্য আছে। এতে যেমন ইসলামী সঙ্গীতের শৈলী, তেমনি চীনের হান জাতির সঙ্গীতের বৈশিষ্ট্যও আছে। হুই জাতি অধ্যুষিত অঞ্চলে " হুয়া'আর" নামে একধরণের পাহাড়ী গান প্রচলিত। তার সুর খুব উঁচু, ছন্দ স্বাধীন এবং জনগণের মধ্যে বেশ সমাদৃত। "ফুল গণনা" হচ্ছে একটি জনপ্রিয় গান। গানে প্রতি মাসে ফোটা ফুলগুলো বর্ণনা করা হয়। গানে জীবনের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ পায়। আপনারা এখন যে সঙ্গীত শুনছেন তা লোক সঙ্গীত " ফুল গণনা" অনুসারে রচিত হয়েছে। সঙ্গীত আনন্দদায়ক , প্রাণবন্ত ও উদ্দীপনাময়। গানে জন্মস্থান ও জীবনের প্রতি মানুষের মোহময়তা প্রকাশ পেয়েছে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন পুরো সঙ্গীত শুনি।

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন আশা করি। আজকের সুরের ভুবন শোনার জন্যে অনেক ধন্যবাদ। আবার কথা হবে।