v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-02 15:26:07    
পিয়ানো কনসার্ট: হুয়াংহো শিরোনাম

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, মিষ্টি সুরের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন অনুষ্ঠান নিবেদন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি চীনের বিখ্যাত পিয়ানো বাদক খোং সিয়াংতোংয়ের পরিবেশিত "হুয়াং হো" নামে পিয়ানো কনসার্ট শোনাবো। প্রথমে আমরা একসাথে এই কনসার্টের প্রথম সুরতরঙ্গ উপভোগ করবো। তার নাম হুয়াং হোর মাঝিদের গান।

    হুয়াং হো নামে পিয়ানো কনসার্ট চীনের বিখ্যাত সুরকার সেই সিংহাইয়ের রচিত হুয়াং হো সম্পর্কিত সমবেত সঙ্গীত নামে বিরাটাকারের সঙ্গীত শিল্প-কর্ম অনুসারে রিমেক করা হয়েছে। হুয়াং হো সম্পর্কিত সমবেত সঙ্গীত নামক সঙ্গীত শিল্প-কর্ম ১৯৩৯ সালে চীনের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের সময়ে রচিত হয়। সুরকার সেই সিংহাই গভীর আবেগের সঙ্গে চীনা জনগণের বিপ্লবের ভাব-মানস বর্ণনা করেন এবং সাহসিকতার সঙ্গে আগ্রাসীদের প্রতিহত করা এবং যুদ্ধে বিজয় লাভ করার জন্যে চীনা জনগণকে অনুপ্রাণিত করেন। হুয়াং হো নামক পিয়ানো কনসার্টও চীনের মহান ভাব-মানস ও দুঃসাহসী প্রকৃতি প্রিতিফলিতকরে। হুয়াং হোর মাঝিদের গান নামে এই কনসার্টের প্রথম সুতরঙ্গে মৃদুমন্দ সমীরণের আমেজে ভয়াল ঢেউয়ের বিরুদ্ধে হুয়াং হোর মাঝিদের সংগ্রামের দৃশ্য ফুটে উঠেছে। আচ্ছা, এখন পুরো সঙ্গীত শুনবো আমরা।

    খোং সিয়াংতোং ১৯৬৮ সালে চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। ৭ বছর বয়সে তিনি পিয়ানো শিখতে শুরু করেন। তিনি বহুবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। তিনি হচ্ছেন আন্তর্জাতিক সঙ্গীত মঞ্চের অন্যতম শ্রেষ্ঠ চীনা তরুন শিল্পী। প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে খোং সিয়াংতোংয়ের বাজানো এই পিয়ানো কনসার্টের দ্বিতীয় সুরতরঙ্গ শুনবো। তান নাম হুয়াং হোর প্রশংসা।

    শ্রোতাবন্ধুরা,হুয়াং হোকে চীনের মাতৃ নদী বলা হয়। চীনে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে হুয়াং হো সভ্যতা। "হুয়াং হোর প্রশংসা" জলদ-গম্ভীর সুর-বৈচিত্র্যের ভেতর দিয়ে চীনের সুদীর্ঘ ইতিহাসের সন্ধান করে এবং চীনের ৫ হাজার বছরের সংস্কৃতির সূতীকাগার, অর্থাত হোয়াং হোর প্রশংসা করে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে স্বনামধন্য পিয়ানো শিল্পী খোং সিয়াংতোংয়ের বাজানো এই কনসার্টের তৃতীয় সুরতরঙ্গ উপভোগ করবো। তাঁর পরিবেশনা আধুনিক, তবুও তাতে চীনের স্বকীয় আমেজ আছে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন সঙ্গীত শুনবো।

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষে আমরা একসাথে চতুর্থ সুরতরঙ্গ শুনবো। তার নাম "হুয়াংহো সুরক্ষা করুন"। হুয়াং হো হচ্ছে চীনের মাতৃ নদী। বংশপরমপরায় সে চীনা জনগণকে লালন করে চলেছে। তা হচ্ছে চীনের একটি অবিসংবাদিত প্রতীক। চীনের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধেরর সময় হুয়াং হোর মধ্য ও নিম্ন অববাহিকায়, উপত্যকায়, সমভূমির ফসলের সাবে চীনের জনগণ জাপানী আগ্রাসকদের প্রতিরোধ করার ঢেউ ফেনিয়ে তোলেন এবং সমগ্র দেশরক্ষার তুমুল যুদ্ধে অংশ নেন। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন পুরো সঙ্গীত শুনবো আমরা।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন অনুষ্ঠান এখানেই শেষ হল। আমাদের আনুষ্ঠান সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। আজকের সুরের ভুবন শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।