v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-22 10:05:18    
সুরের ভুবন

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। ১৯০৫ সালে চীনের প্রথম চলচ্চিত্রের জন্ম থেকে ২০০৫ সাল পর্যন্ত চীনের চলচ্চিত্রের মোট একশ বছরের ইতিহাস আছে। গত বছরের শেষ নাগাদ চীনের চলচ্চিত্রের জন্ম শত বার্ষিকী উপলক্ষে পেইচিংয়ে "শতাব্দীর স্বপ্ন" নামে বিরাট ছায়াছবির গানের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি এই কন্সার্টের কিছু অংশ আপনাদের শোনাবো।

    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তার নাম হচ্ছে "হাজার হাজার মাইল দূরের ভাইয়ের সন্ধানে"। তা হচ্ছে চীনের প্রথম ছায়াছবির গান। গানের কথা বেদনাদায়ক, সুর হৃদয়গ্রাহী। গান নিবিড় রুশ সঙ্গীতের শৈলীতে পরিপূর্ণ। আচ্ছা, এখন পুরো গানটি শুনবো আমরা।

  "শতাব্দীর স্বপ্ন"নামক কন্সার্টে চলচ্চিত্রের গান, সঙ্গীত, আবৃত্তি, টিভি বা চলচ্চিত্রের মাল্টিমিডিয়া প্রভৃতি বৈচিত্র্যময় শৈলীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং চীনের চলচ্চিত্রের একশ বছরের ইতিহাস প্রদর্শন করা হয়। কন্সার্টের মোট ৪টি সুরতরঙ্গ আছে। কন্সার্টের প্রথম সরতরঙ্গ চীনের শব্দহীন ছায়াছবির যুগে শুরু হয়। অতীতের প্রচুর মূল্যবান তথ্য নির্ভর ছায়াছবি প্রদর্শনের সঙ্গে সঙ্গে বিরাটাকারের অর্কেস্ট্রা সঙ্গীত পরিবেশন করা হয়, তাতে মঞ্চে বিশেষ ও মর্মস্পর্শী শিল্পবাস্তবতা সৃষ্টি করা হয়। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে "দুঃসাহসী ছেলে মেয়ে" নামক ছায়াছবি'র প্রধান গান। এই ছবিতে গত শতাব্দীর ৩০'র দশকের প্রথম দিকে কবি সিন পাইহুয়া যাদের প্রতিনিধিত্বকারী, সেই চীনা বুদ্ধিজীবী-সম্প্রদায় মাতৃভূমি বাঁচিয়ে তোলার জন্যে জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের ফ্রন্টে গিয়ে সাহসিকতার সাথে প্রতিরোধ করার গল্প বর্ণনা করা হয়। এই গান চলচ্চিত্রের প্রথম ও শেষ দিকে দু'বার গাওয়া হয় এবং তা দর্শক-শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলে। তা শীঘ্রই চীনের প্রতিরোধযুদ্ধের বিখ্যাত সংগ্রামী গানে পরিণত হয়। নয়া চীন প্রতিষ্ঠার পর তা চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারিত করা হয়। কন্সার্টে থিয়েন হুয়াসহ চীনের বিখ্যাত চলচ্চিত্রের শিল্পীরা সমবেত কন্ঠে এই গান দর্শক-শ্রোতাদের তুমুল করতালির ভেতর পরিবেশন করেন।

    গত শতাব্দীর ৫০ ও ৬০'র দশক হচ্ছে চীনা চলচ্চিত্র শিল্প উন্নয়নের একটি উত্তাল জোয়ারের সময়পর্ব। কন্সার্টের দ্বিতীয় সুরতরঙ্গে এই সময়পর্বের খুব জনপ্রিয় ছায়াছবির নির্বাচিত গান পরিবেশিত হয়। দর্শকশ্রোতারা গায়ক-গায়িকাদের সুন্দর কন্ঠের মাধুরীতে এবং মঞ্চের পর্দায় দেখা দেওয়া চলচ্চিত্রের দৃশ্যে অভিভূত হয়ে পড়েন এবং অতীতের কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে দর্শন ও শ্রবনশক্তি উভয় ক্ষেত্রে পুরোপুরিভাবে শৈল্পিক উত্কর্ষ উপভোগ করেন। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তা হচ্ছে কন্সার্টের দ্বিতীয় সুরতরঙ্গের গান "তরঙ্গায়িত হোংহু নদী" । চীনের বিখ্যাত গায়িকা চাং ইয়ে এই গান গেয়েছেন। গানটিতে আবেগপূর্ণ শৈলী এবং হাল্কা ও দ্রুত সুরের মাধ্যমে জন্মভূমি ও চীনের কমিউনিষ্ট পার্টির প্রতি চীনা জনগণের প্রশংসা প্রকাশ পেয়েছে।

    গত শতাব্দীর ৭০'র দশকে চীনের চলচ্চিত্র শিল্পে সমৃদ্ধির দৃশ্য লক্ষ্য করা যায়। কন্সার্টের তৃতীয় সুরতরঙ্গে বিভিন্ন শৈলী ও বিভিন্ন ধরণের চলচ্চিত্রের গানের মাধ্যমে সমসাময়িক চীনা চলচ্চিত্রের সমৃদ্ধিশালী পরিস্থিতির গৌরবোজ্জ্বল দৃশ্য বর্ণনা করা হয়। এখন আমরা একসাথে " মিষ্টি ব্রত" নামে একটি গান শুনবো। তা হচ্ছে এই " আমাদের জীবন সূর্যের আলোতে পরিপূর্ণ" নামে একটি ছায়াছবির। গানে বলা হয়েছে:

    মিষ্টি কাজকর্ম অপরিসীম ভালো, মিষ্টি গানের সুর প্রতিধ্বনিত হচ্ছে।

    প্রিয় তুমি আর আমি হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাই।

    আমাদের জীবন সূর্যের আলোতে পরিপূর্ণ।

    কন্সার্টের চতুর্থ সুরতরঙ্গে মঞ্চে বর্তমান চীনা চলচ্চিত্রের বিশ্বমুখীণতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবার বিজয়ী হওয়ার দৃশ্য দেখা দেয়। এক একটি সুপরিচিত গানের সঙ্গে দশর্কশ্রোতাদের মুহূর্মুণ্ড হাততালি হলঘর মাতিয়ে তোলে। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তার নাম হচ্ছে " ছোট বোন , তুমি সাহসভাবে এগিয়ে চলো"। তা হচ্ছে "লাল সোর্গাম" ছবির একটি গান। "লাল সোর্গাম" হচ্ছে চীনের বিখ্যাত পরিচালক চাং ইমৌর প্রথম চলচ্চিত্র এবং পশ্চিমা চলচ্চিত্র উত্সবে চীনের প্রথম পুরস্কার বিজয়ী চলচ্চিত্র। গানের সুরে উত্তর-পশ্চিম চীনের লোকসঙ্গীতের বৈশিষ্ট্য আছে। খুব উদার ও প্রাণচঞ্চল।

    কন্সার্টের সর্বশেষ গান হচ্ছে "অসীম ভালোবাসা"। তা হচ্ছে "রূপকথা " নামে ছেনলোং, অর্থাত্ জ্যাকি ছেন'র নতুন চলচ্চিত্রের একটি গান। আচ্ছা, গানটি শুনি।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন এখানেই শেষ হলো। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে।