গত শতাব্দীর ৮০ দশকে চীনের সঙ্গীত ক্ষেত্রে কোনো স্তাবকতা, শঠতা ও অস্থিরতা ছিলনা। সেই সময় শিল্পী চাং শিং 'আমাকে বলো', 'বিলম্বিত' ও 'একটি পথ'সহ শিল্পীর বেশ কয়েকটি গান সঙ্গীত ক্ষেত্রে ব্যপক জনপ্রিয়তা পায়। ফলে চীনের মূল-ভূভাগের জনপ্রিয় সঙ্গীতের ইতিহাসের একটি নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। তাইওয়ানের গায়ক লিউ ওয়েনচেং, গায়িকা তেং লিজুনের পর, চাংশিংয়ের গান চীনের মানুষকে দারুনভাবে প্রভাবিত করেছে। এর পাশা পাশি তিনি গত শতাব্দীর ৮০ দশকে চীনের জনপ্রিয় সঙ্গীত ক্ষেত্রের প্রতীকে পরিণত হয়েছেন।
(সংগীত-১)
আপনারা এখন যে গান শুনছেন, তা চাংশিংয়ের সবচেয়ে বিখ্যাত গান 'বিলম্বিত'। গানের কথা এমনঃ এখন কেন তুমি আমার কাছে আসলে এস হেসে হেসে আমার হৃদয়ে কষ্টের সৃষ্টি করেছো। আমার হৃদয়ে অন্য এখন একটি মেয়ে। আহা, সে তোমার আগেই আমাকে জয় করে নিয়েছে। সে খুব লাজুক ও আদুরে। সে সত্যিই সুন্দরী। তোমার হৃদয়ে যদি অন্য একজন থাকে। তাহলে তুমি আমার অনুভব করতে পারবে। ভালোবাসায় আন্তরিকতা দরকার। ভালোবাসা ভাগ করা যায় না। তোমার জন্য আমার খুব দুঃখ হয়।
১৯৮৪ সালে চাংশিং তার প্রথম এলবাম 'সাফল্যমন্ডিত পথ একমাত্র নয়'। এতে 'বিলম্বিত', 'একটি পথ'সহ বিভিন্ন হৃদয়গ্রাহী গান রয়েছে। এসব গান সে সময় চীনের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। গানের মধ্যে বিভিন্ন কারু কাজ হৃদয়কে যেন ছুঁয়ে যায়। চাংশিংয়ের কন্ঠ সূক্ষ্ম, প্রাঞ্জল এবং ভাবাবেগের সরলতা ও বাস্তবতা যেন ছড়িয়ে যায় আলোর মত। প্রতিটি গানেই তিনি তার নিজের হৃদয়ানুভূতি ও জনপ্রিয় সুরের সমন্বয় করেছেন নিখুঁতভাবে। সুতরাং তার গান পছন্দ করে না এমন কাউকে পাওয়া দুষ্কর। মাত্র ২ মাসের মধ্যে, 'সাফল্যমন্ডিত পথ একমাত্র নয়' এই এলবামের বিক্রির পরিমান লাখ কপির ছাড়িয়ে গেছে। শিল্পী চীনের প্রথম একক এলবাম দশ লাখেরও বেশী বিত্রি হয়েচে চাংশিং এমন শিল্পীদের মধ্যে প্রথম। এখন তার কন্ঠে শুনুন 'একটি পথ'।
(সংগীত-২)
গানের কথা হলোঃ একটি পথ। ঝরা পাতার কোন ছাপ নেই। আমি হেঁটে চলেছি। তুমিও হেঁটে হেঁটেচলেছো। বসন্ত চলে গেছে। চারটি ঋতুও চলে গেছে। তবুও আমরা ছাঁটছি। বসন্ত কখন যে এ সেছিল আর চলে গেছে। জানিনা আমি হেঁটে চলেছি। যেন তুমিও হেঁটে চলেছো আদিগপ্ত পথ ধরে।
১৯৮৫ সালে চাংশিং তার দ্বিতীয় এলবাম 'আমাকে আবার ভালোবাসো' প্রকাশ করেছেন। শিল্পীর ভক্তরা আবার তার হৃদয়গ্রাহী কন্ঠ শুনেছেন। এ সময় এক দূর্ভাগ্যজনক ঘটনায় তার বাম্কবীর কারনেই তাকে তিন বছর কাবাদন্ড ভোগ করতে হয়। অনুরাগীদের জন্য এটা খুবই দুঃখেরও বেদনার। এর পাশা পাশি চীনের সংগীত ক্ষেত্রের জন্য অপার পরিতাপের বিষয়। অনুরাগীরা আবার চাংশিংকে ফিরে পেয়েছেন গত শতাব্দীর ৯০ দশকের প্রথম দিকে। তিনি নতুন এলবাম 'সূর্য বৃষ্টি' নিয়ে সংগীত ক্ষেত্রে ফিরে এসেছেন। সঙ্গীত ক্ষেত্রে ফিরে আসার পর, তিনি পর পর 'রোদেলা স্বপ্ন', 'আবার দেখা হবে' ও 'আজকে আমরা কোথায় বেড়াবো?' চারটি এলবাম প্রকাশ করেছেন। যদিও এসব এলবাম আগের মতো ততটা আকাশ চুম্বী জনপ্রিয় পায়নি। তবুও তরুণ-তরুণীদের ধ্য এখনো ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। ২০০০ সাল থেকে তিনি মাঝে মাঝেই চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রে 'একই গান' এই অনুষ্ঠানে অংশ নেন। তার গান এখনো অধিকাংশ অনুরাগীদের পছন্দের শীর্ষ।
(সংগীত-৩)
এখন আপনারা যে গান শুনছেন, তা 'আজকে আমরা কোথায় বেড়াবো?'। গানের কথা হলোঃ আজকে আমরা কোথায় বেড়াবো? আগের মতো কি একই দিকে? না আমাদের পুরো জায়গা জুরেই রয়েছে আমাদের চলার অকুন্ত গতি তাহলে আমাদের এতো দ্বিধা কেন? বলনা আজকে আমরা আসলে কোথায় বেড়াবো? যদি ফিরে আসার সময় আগের মতোইামাদের গায়ের ধূলো ছড়িয়ে যায়। আমরা কিরবো রাতের আকাশ টাকে দেখে দেখে অন্ধকারের ভেতর দিয়ে।
সাম্প্রতিক বছরগুলোতে চাংশিং'য়ের গান গাওয়া কিছু নতুন গানে মধ্যে রয়েছেঃ 'জীবনে শুধু তুমিই আছো', 'পানির মেয়ে', 'চিরদিন এই ফুল' ও 'স্বপ্নের ছোট জাহাজ' ইত্যাদি। অনুরাগীরা এখোনো তার কন্ঠ খুবই পছন্দ করে। চাংশিং এখন একজন শব্দ স্রষ্টা, সঙ্গীতের সুর স্রষ্টা এবং সংগীত পরিচালনাসহ সার্বিক একজন শিল্পী হয়েছেন। যদিও সঙ্গীত ক্ষেত্রে প্রতিদিনই নতুন নতুন গায়ক গায়িকা আবির্ভুত হচ্ছে তবুও প্রগাঢ় প্রতিভার কারণে চাংশিং এখনো খুবই জনপ্রিয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, আমি আপনাদের এখন শোনাবো শিল্পী চাংশিংয়ের আরেকটি গান 'আমি ফিরে এসেছি'।
(সংগীত-৪)
গানের কথা হলোঃ তোমার প্রতি আমার ভাবাবেগ হচ্ছে মদের নেশার মতো। তোমার প্রতি আমার ভাবাবেগ হচ্ছে ঠিক পানির মতো। তোমাকে দেয়া সময় ঠিক আছে কিনা? জানিনা অনেক বছর পর প্রতিশ্রুতিগুলো ঠিক আগের মতোই আছে কিনা? আমি দেখতে চাই, তোমার চোখে সেই সদির স্পর্শ আজও আছে কিনা? আমি তোমার জন্য আর মনপীড়ায় ভূগতে চাই না। আমি তো ফিরে এসেছি। আমার স্বপ্নে তো এখনো তুমি ছাড়া আর কেউ নেই।
|