v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-10 21:30:04    
হুয়াং হং ইং গাওয়া হাকা গান

cri
    আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য হুয়াং হং ইং ও তার নতুন অ্যালবাম থেকে কিছু গান শোনাবো এবং শিল্পী ও তার গান সম্পর্কে ব্যাখ্যা করবো।

  'বসন্তের দৃশ্য খুব সুন্দর। বিভিন্ন দিক থেকে বিশিষ্ট অতিথিরা এখানে মিলিত হয়েছে। আপনাদের জন্য একটি গান গাইতে হবে। গানের সুর ফুলের সুরভীর মতই আমেজ ছাড়িয়ে যায়। পরিবেশ গরম নয়, ঠাণ্ডাও নয়। হুই চৌ'র চারটি ঋতু খুব সুন্দর। এখানে আবার আসলে, পাহাড়ের গান সারা দিন আপনাদের ঘীরে থাকবে।'

    এতক্ষণ আপনারা হুয়াং হংইং'এর গান 'হুইচৌ আসায় স্বাগতম' শুনলেন।

    হুয়াং হং ইং হচ্ছেন দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের হুইচৌ শহরে জন্ম গ্রহণ করা হাকা মেয়ে। ছোটবেলা থেকে মায়ের গান শুনে শুনে তিনি বড়ো হয়েছেন। ১৪ বছর বয়সে, হুই ইয়াং সাংস্কৃতিকদল তাকে তাদের প্রশিক্ষণার্থী হিসেবে তাদের সংগীত-ক্ষেত্রে তালিকাভূক্ত করেছে। প্রশিক্ষণের কয়েক বছর পরে, তিনি হুই ইয়াং সাংস্কৃতিকদলে প্রবেশ করেন। তারপর কুয়াংচৌ সিংহাই সংগীত ইস্টিটিউটের কন্ঠশিল্প বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেন। সে সময় তার শিক্ষক ছিলেন চীনের বিখ্যাত কন্ঠ বিশেষজ্ঞ ছেন লিং ও ছাই চিং ঈ। বহু বছরের সাংস্কৃতিক বাস্তবতা ও সিস্টেম্যাটিক কন্ঠ প্রশিক্ষণের মাধ্যমে, হুয়াং হং ইংয়ের গাওয়ার ভঙ্গির বস্তুত অরেক উন্নতি হয়েছে। তার কন্ঠের স্বর খুবই উচ্চ। লোক সঙ্গীত অথবা জনপ্রিয় গান, তিনি ভালোভাবে আয়ত্ত করতে ও গাইতে পারেন।

    এখন আপনারা যে গান শুনছেন, তা একটি হাকা গান 'পাহাড়ে গান গাইতে পছন্দ করলে আসো'।

    ১ হাজার ৭শ' বছর আগে চীনের পশ্চিম চিন রাজবংশের শেষ দিকে, হুয়াংহো অববাহিকার হান জাতির লোকেরা যুদ্ধ এড়ানোর জন্যে চীনের দক্ষিণদিকে চলে যেতো। ক্রমে ক্রমে তারা কুয়াংতোং, কুয়াংসি ও ফুচিয়ানসহ বিভিন্ন এলাকায় বাস করতে থাকে। কারণ তারা অন্য জায়গার তাই চীনা ভাষায় স্থানীয় লোকেরা তাদের 'হাকা লোক' নাম দিতো। এর অর্থ হচ্ছে অতিথি। হাকা পাহাড়ের গান হচ্ছে হাকা অধিবাসীদের বসবাসের গঠন ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ গুণগতমান-সমৃদ্ধ। হাকা পাহাড়ের গান অনুযায়ী, হুয়াং হং ইং 'পাহাড়ে গান গাইতে পছন্দ করলে আসো' গানটি সংশোধিত। গানটিতে হাকা লোকজনের সরলমন ও প্রাকৃতিক আচার অনুষ্ঠান ও মানুষের নৈতিকতা এবং অতিথেয়েতার কথা প্রকাশ করা হয়েছে। গানের অর্থ এমনঃ পাহাড়ে গান গাইতে পছন্দ করলে আসো, এখানে পাহাড়ে গানের মঞ্চ আছে। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে গান গাইবো। বিজয়ী না হলে মঞ্চ থেকে যাবো না।

    এতক্ষণ আপনারা হুয়াং হং ইংয়ের কন্ঠে 'পাহাড়ের গান গাইতে পছন্দ করলে আসো' শুনলেন। নতুন হাকা পাহাড় গানের অ্যালবামটি সম্পন্ন করতে প্রায় দুই বছর সময় লেগেছে। হুয়াং হং ইং ও রচয়িতা ফুচিয়ান, কুয়াংতোংসহ বিভিন্ন জায়গায় গিয়ে বহু লোক সংগীত উপকরণ সংগ্রহ করেছেন। তারপর কিছু কিছু সংযোজনের মাধ্যমে নতুন অ্যালবামের জন্য ১৩টি গান তৈরী করেছেন। সব গানেই লোক সংগীতের ধারা বজায় রাখার পাশা পাশি জনপ্রিয় সংগীতের সব উপাদানই রয়েছে। ফলে এলবামাটির প্রতি নাগরিকদের আগ্রহ বেড়েছে। এখন তাহলে শুনুন নতুন অ্যালবামের 'হাকা মেয়ে গান গাইতে পছন্দ করে'। এই সুন্দর গানটি

    এতক্ষণ আপনারা হুয়াং হং ইংয়ের গান 'হাকা মেয়ে গান গাইতে পছন্দ করে' শুনলেন। হাকা মেয়ে হিসেবে হুয়াং হং ইং-এর গাওয়া হাকা গানগুলো খুবই উদ্ভাবনশীল ও সত্যি সত্যিই সুমধূর। শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের 'চাঁদের আলো' গানের কথা বলছি। গানের অর্থ এমনঃ মধ্যশরত উত্সব চাঁদের আলোয় আলোকিত। আমি মায়ের সঙ্গে চাঁদ দেখি। মা আমাকে বলেন, চীন আমার মাতৃভুমি। চাঁদের আলোয় আমাদের মাতৃভুমি আলোকিত হয়। আমরাও মন ও মননশীলতায় আলোকিত হই।

    বহু বার হুয়াং হং ইং, কুয়াংতোং ও হংকংসহ বিভিন্ন এলাকায় একক কনসার্ট অনুষ্ঠান করেছেন এবং অনেক বার কুয়াংতোংয়ের হুইচৌ হাকা লোকশিল্প দলের সঙ্গে চীনের তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও অঞ্চলে গিয়ে শিল্পের আদান-প্রদানসহ হাকা পাহাড়ের গান পরিবেশন করেছেন। তার নিজস্ব স্টাইলের গাওয়া গানগুলো দেশী-বিদেশী মানুষের কাছে খুব জনপ্রিয় হয়েছে। হাকা পাহাড়ের গান হচ্ছে তার অবিস্মরণীয় উদাহরণ। তিনি বলেছেন, গভীরভাবে হৃদয় দিয়ে তিনি হাকার ভুমি, হাকার পাহাড়ের গানকে ভালোবাসেন। তিনি নিজের গান দিয়ে সুন্দরভাবে নিজের শহরকে সাজাতে চান। আচ্ছা, বন্ধুরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা তার 'হাকার পাহাড়ের বিখ্যাত' গানটি শুনবো।