v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-11 15:32:13    
বৈচিত্র্যময় হান জাতির লোক সঙ্গীত

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। লোক সঙ্গীত হচ্ছে চীনা জনগণের সমষ্টিগত প্রজ্ঞার সাফল্য। শত শত বছর ধরে লোক সঙ্গীত উত্পাদন ও বাস্তব অনুশীলনের সঙ্গে সঙ্গে বিকশিত হচ্ছে। চীনের আয়তন খুব বিরাট। চীনের বিস্তীর্ণ অঞ্চলে ও বিভিন্ন জাতির জনগণের মধ্যে লোক সঙ্গীতের সংখ্যা অনেক বেশী। লোক সঙ্গীতের বিষয় যেমন বৈচিত্র্যময়, তেমনি তার প্রকারসংখ্যাও খুব বেশী। যেমন হান জাতির লোক সঙ্গীত। সাহিত্যকর্মের ধরণ অনুসারে হান জাতির মধ্যে শ্রমের গান, পাহাড়ী গান, সাদাসিধে গান ইত্যাদি। আজকের অনুষ্ঠানে আমি চীনের হান জাতির এ তিনটি ধরণের লোকসঙ্গীতের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো।

    শ্রমের গান শ্রমের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়। তা শ্রম পরিচালনা, ক্রিয়াকলাপ একীভূত করা , মনোভাব অনুপ্রাণিত করা ও ক্লান্তি কমানোর ভূমিকা পালন করে। নানা ধরণের শ্রম থেকে নানা ধরণের শ্রমের গানের উদ্ভব হয়। শ্রমের গানে জীবনের গভীর আমেজ আছে। সঙ্গীত প্রাণচঞ্চল ও উদার। ছন্দ খুবই প্রাণোচ্ছ্বল। সাধারণত একজন প্রথমে গান করেন, তারপর অন্যান্য লোক সমবেতভাবে গান করেন। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসাথে একটি শ্রমের গান শুনবো। এই গানে ভয়াল ঢেউয়ের বিরুদ্ধে মাঝিদের সংগ্রামের দৃশ্য বর্ণনা করা হয়। আচ্ছা, এখন গানটি শুনবো।

    শ্রমের গান শ্রম থেকে সৃষ্টি হয় এবং শ্রমের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিকশিত হচ্ছে। প্রতিটি শ্রমের গানের সঙ্গে একই ধরণের শ্রমের বৈশিষ্ট্যের ঘনিষ্ট সংযোগ আছে। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তার নাম হচ্ছে একটি বাঁক। লোকেরা ভারী বোঝা বহন করে যেভাবে চলাফেরা করেন, এই গানে তাঁর গতি ও বাঁকের উঠা-নামার ছন্দের সঙ্গে সমন্বিত হয়। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমার সঙ্গে গানটি শুনবেন।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমি লোক সঙ্গীতের আরেকটি ধরণ--পাহাড়ী গানের সঙ্গে আপনাদের পরিচিত করবো। পাহাড়ী গান হচ্ছে শ্রমজীবিরা পাহাড়ে ও মাঠে শ্রম করার সময়ে মনের ভাবানুভূতি বিনিময়ের জন্যে সৃষ্ট এক ধরণের লোকসঙ্গীত। লোকগীতির বিষয় খুব ব্যাপক, গাওয়ার ধরণও নানা ধরণের। সাধারণত পাহাড়ী গান ফাঁকা প্রাকৃতিক পরিবেশে গাওয় হয়। তাই আওয়াজকে আরো বেশি দূরে ছড়িয়ে দেওয়ার জন্যে গায়ক-গায়িকারা উঁচু সুর ব্যবহার করেন। গানের ছন্দও স্বাধীন। এখন আমরা একসাথে " লিউ লিউ পাহাড়ী গান" নামে দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের একটি পাহাড়ী গান শুনবো।গানে বহুবার " লিউ লিউ" এই শব্দ শোনা যায় বলে" লিউ লিউ পাহাড়ী গান " নাম দেওয় হয়।

    শ্রমের গান ও পাহাড়ী গান ছাড়াও, আমরা দৈনিক বিশ্রামে, বিনোদনে, জনসমাবেশে বা উত্সব উদযাপনে গাওয়া গানকে সাদাসিধে গান বলে গণ্য করি। তার জন্ম, উন্নয়ন ও প্রচলন শহরের সঙ্গে জড়িত আছে। এখন আমরা উত্তর-পূর্ব চীনের ঐতিহ্যিক সাদাসিধে গান উপভোগ করবো। একজন মেয়ে অসাবধানতাবশত তার প্রেমিকের দেওয়া একটি আংটি হারিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, গানে তার সেই মনোভাব রসিকভাবে ফুটিয়ে তোলা হয়। আচ্ছা, গানটি শুনি।

    জেসমিন ফুল হচ্ছে চীনের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে প্রচলিত একটি সাদাসিধে গান। তা চীনা জনগণের মধ্যে যেমন সমাদৃত, তেমনি বিদেশেও সুনাম অর্জন করে। আচ্ছা, এখন গানটি শুনবো আমরা।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন এখানে শেষ হল। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ।