সি আর আই আমার প্রাণ 2005/10/27 বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুরের ইয়ং ব্রার্দাস রেডিও লিসনার্স ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা বন্যা অধিকারী
|
হলো না ভালবাসা 2005/10/20
বর্তমানে ভালবাসা আমার হলো না
না আছে অর্থ, বিত্ত না আছে সম্পদ।
|
শ্রোতাদের লেখা 2005/10/20 অদ্যকার ডাকে জুলাই ২০০৪ সালের মাসিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার হাতে পেলাম। পুরস্কারটি পেয়ে ভীষণ আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ এগুলো পাঠানোর জন্য সি আর আই বাংলা বিভাগকে।
|
শ্রোতার মতামত 2005/10/19 আমি আশা করি, সকল শ্রোতার নিকট এ নতুন আঙ্গিকে সাজানো অনুষ্ঠান অবশ্যই ভাল লাগবে। এ ছাড়া তরুণ-তরুণী এবং ছোটদের নিয়ে পৃথক অনুষ্ঠান তৈরী করার জন্য আমি আমার প্রিয় বেতার সি আর আইকে আন্তরিক অভিনন্দন জানাই।
|
"প্রিয় সি আর আই" 2005/09/08
মনে আছে কি তোমার
তোমার প্রেমে পড়েছি আমি
বিংশ শতাব্দীর আগে
|
শ্রোতার মতামত 2005/08/19 বাংলাদেশের নওগাঁ জেলার কাধালতলীর সেন্টু লিখেছেন, আমি সঠিকভাবে জানি না, পত্রের মাধ্যমে একজন শ্রোতা কীভাবে কী কী অনুষ্ঠান বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
|
চিঠির সারাংশ 2005/08/10 বাংলাদেশের নাটোর জেলার চন্দ্রপুরগ্রামের উত্তরন চায়না রেডিও ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের মোঃ আরিফুল আলম মিলনের চিঠির সারাংশ। তিনি লিখেছেন, বিশ্বময় প্রযুক্তি ও বিজ্ঞানের জয়জয়কার ধ্বনি
|
মিতালী 2005/08/10 বাংলাদেশের ফরিদপুর জেলার জগন্নাথদী গ্রামের এস এম গোলাম সারোয়ার লিখেছেন, পহেলা জুলাই নতুন প্রবর্তিতঅনুষ্ঠান আমার খুবই ভাল লেগেছিল। কন্যা জায়া জননী, ওরা অনন্য, এবং এই গ্রাম সেই জীবন অনুষ্ঠান পুরোনো হলেও নতুন প্রবর্তিত অনুষ্ঠানে প্রচারিত হওয়ায় তা যেন আমার কাছে নতুনই মনে হয়েছে
|
মিতালী 2005/08/05 এই ছাত্র হলেন বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ ফয়সাল আহমেদ (শিপলু)। তিনি লিখেছেন, আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি...
|
চাওয়া পাওয়া 2005/08/03 জুলাই মাসের সেরা পত্র লেখকদের নাম, ক'জন পুরনো শ্রোতার চিঠির পাঠ, শ্রোতার লেখা প্রবন্ধ পাঠ এবং গান ও কবিতার ছন্দ সব মিলিয়ে এক অনন্য, স্বরনীয় চমত্কার অনুষ্ঠান ছিল এটি।
|
একটি আনন্দের সংবাদ 2005/07/29 গত ৩১ মে রোজ মঙ্গলবার , এই দিন আমার জীবনের একটি স্মরনীয় দিন। এই দিনের কথা যখন মনে পড়ে তখন মনটা আনন্দে. গর্বে ভরে যায়। ২০০৪ সালের এক "চাওয়া পাওয়া" অনুষ্ঠানে আমাকে নভেম্বরের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করা হয়েছে।
|
ইতিহাসের অরণ্যে বিচরণ 2005/07/27 আপনাদের সব অনুষ্ঠান আমাদের মনের চাহিদা মত হচ্ছে। প্রত্যেকটি আসর অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে। এইখানে "ইতিহাসের অরণ্যে বিচরণ" অনুষ্ঠানের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই।
|
চলনা ঘুরে আসি 2005/07/27 বাংলাদেশের ঢাকার তেজগাঁওয়ের মোঃ মোস্তফা কামাল লিখেছেন, "চলনা ঘুরে আসি" অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদেরকে নিয়ে যাওয়া হয় চীনের হাংচৌ শহরে।
|
পৃথিবীকে একজন নতুন অতিথি উপহার 2005/07/20 বাংলাদেশের ফরিদপুরের মধুখালী থানার জগন্নাথদী গ্রামের শ্রোতা এম এম গোলাম সারোয়ারের চিঠিতে তিনি লিখেছেন, আমি এবং আমার শ্রোতা ক্লাবের সদস্য বন্ধুরা মাদাম লি ওয়েই তানের মঙ্গল কামনা করি।
|
নতুন অনুষ্ঠান প্রসঙ্গে শ্রোতার মতামত 2005/07/20 মিস লিলির উপস্থাপিত "সুরের ভুবন" অনুষ্ঠানটি চীনের প্রখ্যাত ও স্বনামধন্য শিল্পীদের জনপ্রিয় গানে শ্রোতাদের মন জয় করে তুলছে। প্রতিটি গানের অর্থবোধক কথামালা ও মর্মস্পর্শী সুরের মুর্ছনা শ্রোতাদের আপ্লুত করছে।
|
প্রিয় সি আর আই 2005/07/15
তুমি বাংলার মানুষের মাঝে দিয়েছ নতুন স্বপ্নের ছোঁয়া,
তাইতো তোমাকে যায় না কখনো ভোলা।
|
সি আর আই আমার চলার সঙ্গী 2005/07/13 সি আর আইকে ভালবেসে আমি অনেক কবিতা ও গান লিখেছি। সি আর আইয়ের প্রতি আমি আকর্ষিত হচ্ছি যে সি আর আই ছাড়া আমার জীবন অচল।
|
আমাদের হৃদয়ে তুমি 2005/07/08
সি আর আই তুমি আমাদের হৃদয়ে
যতক্ষণ তুমি থাক না পাশে
|
বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং আনন্দ পাচ্ছি। 2005/07/06 বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার মসজিদ পাড়ার ইউনাইটেত রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি শরিফ উদ্দিন দিলু লিখেছেন, সি আর আই অন্যান্য বেতার থেকে আলাদা।
|
"চীন আন্তর্জাতিকবেতার" সময়ের সাথে আগামি পথে 2005/06/13 ১৯৯১ সালের জানুয়ারী মাসের প্রথম দিকে কোন এক রাতে না পারি কইতে না পারি সইতে গানটি শোনার মধ্য দিয়ে সি আর আই সাথে আমার যাত্রার সূচনা হয়।
|
প্রিয় চীন আন্তর্জাতিক বেতার 2005/05/30
তোমার সুন্দর অনুষ্ঠানমালা শুনি বার বার।
তোমার অনুষ্ঠান শুনে মন নাহি ভরে,
তাইতো শুনি বারে বারে
|
তুমি আমার ভালোবাসার 2005/05/30
তুমি আমার ভালোবাসার ,সাত রাজারই ধন
তাইতো তোমায় বুকে চেপে ,রাখি সারাক্ষণ।
|
"সেই গ্রাম এই জীবন" নামক অনুষ্ঠান সম্বন্ধে 2005/04/25 বাংলাদেশের নওগাঁ জেলার ছাখিরাম গ্রামের এ এন এম আফজাল হোসেন লিখেছেন, "সেই গ্রাম এই জীবন" নামক অনুষ্ঠানটি আমার খুব ভাল লেগেছে।বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার গড়েয়ার মিলনপুরের নিউট্র্যাল লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট মোঃ মতিয়ার রহমান কিছু মন্তব্য লিখেছেন।
|
প্রচারের সময় 2005/04/25 বাংলাদেশের ঝিনাইদহ জেলার খড়িখালীর হরিপুর গ্রামের সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ এইচ এম গোলাম রসুল লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের সর্বদিকই আমাদের ভালো লাগছে।
|
সি আর আই 2005/04/25 পলাশ আফজাল, সম্পাদক , বাংলাদেশের সিলেট জেলার খাড়াভরার সাহিত্য পত্রিকা রঙ্গনা
|
প্রিয় সি আর আই আর আমি 2005/04/11 ছোট বেলা থেকে রেডিও শুনতে আমার খুব ভালো লাগে, শত ব্যস্ততার মাঝেও মনের খোরাক পুরম করতে । রেডিওর কিছু নিয়মিত অনুষ্ঠান শুনি । এভাবে রেডিও শোনাটা এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে।
|
নবীণা চৈনিক বাংলা সৈনিক 2005/03/14 "আমি তুমি সে"তে "নবীণা চৈনিক বাংলা সৈনিক" শিরোনামের লেখায় সি আর আই বাংলা বিভাগের নতুন সদস্যবৃন্দ আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে নিজেদের মন থেকে যে কথামালা ব্যক্ত করেছেন। তা আমাকে আকৃষ্ট করেছে। তাই কিছু কথা লিখতে বসলাম।
|
শ্রোতাদের মতামত 2005/03/04 আমি সি আর আই মাধ্যমে আমার স্বপ্নের চীনকে প্রতিটি মুহুর্তে দেখতে পাই । আমি অনেক কষ্ঠ করে প্রতিটি অনুষ্ঠান শুনতে হয় , কারণ আমার ছোট একটি রেডিও ছিল সেটি সম্পুর্ণ নষ্ট হয়ে গেছেন ।
|
অনুষ্ঠান ইতাহাসের অরণ্যে বিচরণ সম্বন্ধে শ্রোতার মন্তব্য 2005/02/28 "ইতিহাসের অরণ্যে বিচরণ" অনুষ্ঠানে চীনের ইতিহাস সম্পর্কে যে গুলো তথ্য দেন তা আমার ভীষণ ভাল লাগে। ৩১শে আগস্ট এই অনুষ্ঠানে সুরাজ্য শাসিত অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা বেশ চমত্কার লাগল।
|
অনুষ্ঠান চাওয়া পাওয়া সম্বন্ধে শ্রোতার মন্তব্য 2005/02/28 মাননীয় মহিউদ্দিন তাহের ভাই আর মাদাম ইউ কুয়াং ইউয়ের উপস্থাপনায় চাওয়া পাওয়া আর মুখোমুখি অনুষ্ঠানটি আমাকে ভিষন ভালো লাগছে। এই অনুষ্ঠানে আপনারা শ্রোতাদের চিঠিগুলো এতো আন্তরিকতার সাথে পড়েন ,
|