বাংলাদেশের ঝিনাইদহ জেলার খড়িখালীর হরিপুর গ্রামের সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ এইচ এম গোলাম রসুল লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের সর্বদিকই আমাদের ভালো লাগছে। আরো ভালো লাগছে সি আর আই এর অনুষ্ঠান এখন দিনে ৩ বার প্রচারিত হওয়াই, এতে আমাদের অনুষ্ঠান শুনতে অনেকটা সুবিধা হচ্ছে। আর ভালো লাগছে অনুষ্ঠান শেষে সি আর আই এর সাথে যোগাযোগের ঠিকানা ঘোষণা হওয়াই আমি বিশ্বাস করি ইহা নতুন শ্রোতাদের অনেকটা কাজে দিচ্ছে।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহিলা কলেজ পাড়ার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন লিখেছেন, প্রথম যখন সি আর আই এর সন্ধন পেলাম তখন মাত্র এক ঘন্টা রাতে। কোন কাজে ব্যস্ত থাকলে বা বাড়ির বাইরে থাকলে সে দিনের অনুষ্ঠান শোনা হত না। তারপর রাতে ও সকালে দুবার প্রচারের ফলে একবার না শুনতে পারলেও আরেক বার ঠিকই সময় করে শুনে নিতাম। এখন সারা দিনে তিন বার সি আর আই এর বাংলা অনুষ্ঠান। যেন সকালে ঘুম থেকে উঠে সি আর আই , আবার সি আর আই শুনে ঘুমোতে যাওয়া। হিসেব করে দেখলাম বিশ্বের যে সকল বেতার বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করে তার মধ্যে সি আর আই এরই বাংলা অনুষ্ঠানের জন্য বরাদ্দ সময় সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। এ সবই প্রমাণ করে সি আর আই শ্রোতাদের প্রতি কতটা আন্তরিক। এখন একটি যুগান্তকারী সিদ্ধান্তের জন্য সি আর আই বাংলা বিভাগের প্রধান শ্রদ্ধ্যোয় ইউ আপুকে অনেক ধন্যবাদ। সেই সাথে তাহের ভাইয়াকেও । আরও ধন্যবাদ সি আর আই বাংলা বিভাগের সকল কর্মী ও শ্রোতাদের।
|