১। বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীর ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এম গোলাম সারোয়ার লিখেছেন, সপ্তাহ খানেক আগে মধুখালী থানা শাখা সোনালী ব্যাংকে কিছু টাকা তুলতে গিয়েছি। গিয়ে দেখি প্রচন্ড ভীড়। এক পাশে দাঁড়িয়ে আছি। ব্যাংকের ক্যাশিয়ার সাহেব আমার দিকে তাকিয়ে আছে। এবং মিটমিট করে হাসছে। আমি তাকে বললাম হাসছেন কেন? আমাকে তাড়াতাড়ি টাকা দিন। আমি অফিস করবো। সবার আগে আমাকে টাকা দিলেন এবং বললেন আপনার শার্টের সি আর আই ব্যাসটা খুব সুন্দর। আমি সি আর আই ব্যাজটা তাকে দিতে গেলাম। সে নেয় নি। বরং আমাকে বললো অফিসের পর অবশ্যই দেখা করবেন। আপনার সাথে অনেক কথা আছে।
আমি কৌতুহল বোধ করলাম এবং অফিসের পর সাক্ষাতের জন্য গেলাম। তিনি আমাকে পরিচয় দিলেন তিনি সি আর আই সহ অন্যান্য আন্তর্জাতিক বেতারের শ্রোতা। তার নাম ইদরীছ আলি মিয়া। অনেক পুরনো শ্রোতা। বর্তমানে শুধু শুনেন কিন্তু লেখালেখির সময় হয় না বলে জানিয়েছেন। আমার পরিচয় পেয়ে অবাক হয়ে বললেন, আপনি সেই গোলাম সারোয়ার? আপনার নাম তো সি আর আই বেতারে অনেক বার শুনেছি। তারপর থেকে তার সাথে আমার ভাব জমেছে। ব্যাংকে গেলেই আমার কাজটা আগেই করে দেন। তাই বলি শ্রোতাই বোঝে শ্রোতার কদর।
২। বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুরের ইয়ং ব্রাদার্স রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক কাজী মোঃ বোরহান উদ্দিন লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতার শ্রোতাদের চাহিদা পূরণে যথেষ্ট অবদান রাখছে। ১ বছরের ব্যবধানে অনুষ্ঠানের ২ বার পরিবর্তন করা এক যুগান্তকারী পদক্ষেপ। সি আর আই এর পরিবর্তন শ্রোতাদের আকৃষ্ট করতে পারবে বলে আশা রাখি। তবে এ পরিবর্তনে প্রশংসা ও সমালোচনা উভয় মতামতই শ্রোতাবন্ধুরা জানাবে। সি আর আই এর কাছে আবেদন মিতালী আসরে সমালোচনাসূচক চিঠি বেশী পাঠ করবেন। এতে অনুষ্ঠানের মানোন্নয়নে ও শ্রোতাদের আগ্রহ বাড়বে।
৩। বাংলাদেশের যশোর জেলার মণিরামপুরের মোঃ বাহারুল ইসলাম লিখেছেন, ১লা জুলাই থেকে সি আর আই বেতারে নতুন আঙ্গিকে অনুষ্ঠান সাজানো হয়েছে তা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। অনুষ্ঠানের নামগুলোও আমার অত্যন্ত ভাল লেগেছে। যেমনটি ধরুণ শ্রোতাদের পত্রের জবারের আসর "পত্র মিতালী", বিশ্বে এই দিনে পূর্বে কি ঘটেছিল তা নিয়ে তৈরী "ইতিহাসে আজ", প্রভৃতি অনুষ্ঠানগুলোর নামকরণ আমার নিকট যথার্থ, প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য বলে মনে হয়েছে।
আমি আশা করি, সকল শ্রোতার নিকট এ নতুন আঙ্গিকে সাজানো অনুষ্ঠান অবশ্যই ভাল লাগবে। এ ছাড়া তরুণ-তরুণী এবং ছোটদের নিয়ে পৃথক অনুষ্ঠান তৈরী করার জন্য আমি আমার প্রিয় বেতার সি আর আইকে আন্তরিক অভিনন্দন জানাই।
|