সি আর আই তুমি আমাদের হৃদয়ে
যতক্ষণ তুমি থাক না পাশে
হৃদয়টা মোদের কেঁদে উঠে
যখন তুমি আবার আসো
মোদের কানের পাশে
নিমেষেই যায় মোদের
অভিমানটি থেমে
আবার যখন চলে যাও ভালবাসার সৌরভ দিয়ে
মনটা তখন ফেটে পড়ে
আগের চেয়ে একশো গুন বেড়ে
আমাদের থাকবে আরো বেশি পাশে
সোহাগে ভরিয়ে দিব তোমার মিষ্টি মুখে
তোমার জন্য মরতে পারি
তুমি গলার মালা
তোমার জন্য ভালোবাসা
লাখো লাখো শ্রোতা
---তারেক, প্রেসিডেন্ট, সি আর আই ফ্যামিলি ক্লাব
নোয়াখালী, বাংলাদেশ
|