সি আর আই এর ডাক 2005/01/24 যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন ঘটছে দুর্বার গতিতে। তাই মানুষ আজ ছোট্ট কুটিরে আবদ্ধ না থেকে বরং এই বিশাল পৃথিবীর কোথায় কি ঘটছে, কেন ঘটছে এ সব জেনে তার আপন বুদ্ধির বিকাশ ঘটাতে এগিয়ে এসেছে অতীতের স্মৃতিকে পিছনে ফেলে। এ সব চিন্তা করেই সি আর আই এর সঙ্গে নিজেকে উন্নয়ন। সিআরআই যে ডাকে আমার দায়বদ্ধতাকে বাড়িয়ে দিয়েছে সে ডাকে সাড়া না দিয়ে পারা যায় না।
|
হে নবীন 2005/01/10 বাংলাদেশের ময়মনসিংহ জেলার রসুলপুর গ্রামের নেপচুন রেডিও ফ্রেন্ডস ক্লাবের পরিচালক মোঃ লুত্ফর রহমান সরকার আমাদের বিভাগের ৮জন নবীন কর্মীর যোগদান উপলক্ষ্যে শ্রদ্ধাভিনন্দন লিখে পাঠিয়েছেন।
|
CRI এবং আমার স্বর্ণ মুহূর্ত 2005/01/07 এই পার্থিব জগতে মনের তন্ত্রীতে কত কিছু ঘটে থাকে জীবনে, কিন্তু সব ঘটনাতো আর মনের গহ্বরে বা হৃদয়ে সঞ্চিতহয়ে থাকে না, থাকে সেই সব ঘটনা বা বিষয় যেগুলি জীবনে বাস্তব চিত্রের আমুল পরিবর্তন নিয়ে আসে। কিংবা কোন পরম আনন্দের অথবা চরম দুঃখ বেদনার ক্ষেত্রগুলিমনের স্বর্ণ-সিংহাসনে চিরকাল স্থান করে নেয়। আমার ডি-এক্সিং জীবনের পরম মুহূর্তটি আমার চলার পথে অভূতপুর্ব সাড়া জাগিয়েছে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান।
|
নতুন অনুষ্ঠান সাত দিন সম্বন্ধে শ্রোতার মন্তব্য 2004/12/31 সাত দিন নামে যে নতুন অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে তা এক কথায় সর্বসেরা অনুষ্ঠান । এই অনুষ্ঠানের মাধ্যমে বিগত সাত দিনে ভূলে যাওয়া অনুষ্ঠানগুলি আরও ভালভাবে স্মরণ করতে পারছি ।
|
CRI বাংলা বিভাগের ৩৬ বত্সর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বাণী 2004/12/10 কোন কোন প্রতিষ্ঠান ইতিহাসকে প্রতিবিম্বিত করে, আবার কোন কোন প্রতিষ্ঠান ইতিহাসে অবদান রেখে যায়। এই হিসেবে 'চীন আন্তর্জাতিক বেতার' তার সুদীর্ঘ ইতিহাসে একেধারে এই দুই কাজই করিয়াছে। ১৯৮১ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখে জাপানী ভাষার মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতার তার অনুষ্ঠান প্রচার শুরু করে। বর্তমানে চীন আন্তর্জাতিক বেতার সর্বমোট ৪৩টি ভাষার মাধ্যমে বিশ্বের বেশীর ভাগ স্থানে সঠিক ও নির্ভরযোগ্য খবর প্রদান করে নিরলস ভূমিকা রেখে যাচ্ছে এবং প্রতিদিন সর্বমোট কমপক্ষে ১৮৯ ঘন্টা ধরে অনুষ্ঠান প্রচার করছে।
|
আমার চোখে চীন আন্তর্জাতিক বেতার 2004/12/03 চীন দেশের কথা শুনলেই প্রথমে CRI বেতারের অনুষ্ঠানের কথা আমার মনে ভেসে আসে । বিশ্বের অনেকগুলো দেশ থেকেই বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয়। কিন্তু CRI এর বাংলা অনুষ্ঠান আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। CRI এর বাংলা অনুষ্ঠান ছোট-বড়, নারী-পুরুষ অর্থাত্ সকলের শোনার উপযোগী তথ্য নির্ভর অনুষ্ঠানমালার সহজ, সাবলীল এবং সুন্দর উপস্থাপনা লক্ষ লক্ষ মানুষের কাছে আজ অত্যন্ত পরিচিত একটি নাম।
|
আমি আর সি আর আই 2004/11/26 মুহাম্মদ আইনূল হক আলেয়া ভিলা, খুলনা , বাংলাদেশ
৯০'র দশকের গোড়ার দিকের কথা , আমি তখনও শৈশবের সবুজ পিঁড়িতে তবে সময়টা শৈশবের হলেও মনটা ছিলো দারুণ বেতার উত্সাহী । যার রেশ ধরে শৈশবের পিঁড়িতে বসেই পরিচয় ঘটে CRI এর সঙ্গে
|
সময়ের কাছে প্রশ্ন 2004/11/18 মাসুদ রানা, সভাপতি রেডিও ফেয়ার লিসনার্স ক্লাব পাবনা জেলা, বাংলাদেশ জীবনের দ্বার প্রান্তে এসে যখন , সময়কে প্রশ্ন করি । সময় তুমি কি ? সময় তখন গতিশীল । আমি যখন স্তব্দ ভঙ্গিতে বিরামহীন দৃষ্টিতে ধোলা আকাশের দিকে তাকিয়ে অনুভব করি ।
|
প্রেম পত্র 2004/11/12 CRI তুমি যে আমার , জানের জান , প্রাণের চেয়ে প্রিয় , নয়নের আলো , আশা আমর আশা , গরিবের বন্ধু , নয়ন মনি , আশার প্রদিপ , প্রিয়া তুমি , জীবন চাবি । CRI তুমি শুধু তুমি , অন্তরে অন্তরে , বুক ভরা ভালোবাসা , আর প্রেম প্রীতি , স্নেহ , লাভ, দিল দিয়ে স্বপ্নের নায়ক , স্বপ্নের পুরুষ , হয়ে জনম , ভালবাসি তোমাকে , সুতরাং এ জীবন তোমার আমার , তুমি আমার , হৃদয়ে লেখা নাম , প্রথম প্রেম , এবং অবুঝ মনের ভালবাসা ।
|
আমি ও সি আর আই এক সঙ্গে চলার ইতিবৃত্ত 2004/11/12
কোন কোন মানুষের জীবন কারো না কারো সাথে , কোন না কোন কিছুর সাথে জীবনটাকে ইতিবৃত্ত করে নেয় । তবে অবশ্যই সে হতে হবে প্রিয় কোন মানুষ , প্রিয় কোন বস্তু বা প্রিয় কোন জিনিস । তবেই তার সাথে জীবনের সুসম্পর্ক গড়ে তোলা যায় । করে নেওয়া যায় জীবনের ইতিবৃত্ত । ইতিবৃত্ত এমন একটি শব্দ যার অর্থ বললে দাঁড়ায় একটি বস্তুর সাথে অন্য একটি বস্তু একাকার হয়ে থাকা, খাওয়া-দাওয়া চিন্তাচেতনা, স্বপ্নে শিহরণে , জাগরণে অস্তিত্বে অনুভবে অনুপ্রেরণায় উত্সাহে উদ্দীপনায় এক সঙ্গে লেগে থাকার নাম জীবনের ইতিবৃত্ত ।
|
সি আর আই আমার 2004/11/04 পয়লা জুলাই ২০০৩ থেকে নতুন আঙ্গিকে সাজানো সি আর আই বাংলা অনুষ্ঠানের বৈচিত্র্য এবং বিভিন্নতাই আমার প্রাণে যেন জোয়ার এনে দিয়েছে । প্রতিটি অনুষ্ঠানেই একটি বিশেষ মর্যাদা এবং আকর্ষন রয়েছে এবং প্রতিটি অনুষ্ঠানই যেন এক একটি জ্ঞানের ভান্ডার । যার জন্য আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠানটি বাছাই করতে আমাকে হিমশিম খেতে হয়েছে।
|
তোমাকে দেখবো বলে 2004/10/21
|
সি আর আই এবং আমার সম্পর্কের ইতিবৃত্ত 2004/10/21 ১৯৮৩ সালের কোন এক মেঘলা সন্ধ্যায় স্থানীয় লাইব্রেরী থেকে কাগজ কলম কিনে বাড়ি ফিরছিলাম । লাইব্রেরী ছেড়ে কিছু দূর যাবার পর পথে শুরু হলো তুমুল বৃষ্টি । কাছে ছাতা না থাকায় আশ্রয় নিলাম রাস্তার পাশে একটি বাড়ির বারান্দায় । ঝম্ ঝম্ বৃষ্টি ঝরে চলেছে একটানা। যেন আকাশ ভেঙ্গে বর্ষণ শুরু। রাস্তায় যে কয়টা রিক্সা চলছিল তাদেরও কেমন যেন নিঃশব্দ গতি । পীচঢালা পথে শুধু বৃষ্টি পতনের শব্দ আর দু-পাশে গড়িয়ে যাওয়া জলের ধারা । দীর্ঘসময় অতিক্রান্ত হবার পর বৃষ্টির ফোটাগুলো ছোট হয়ে এলো , গতি হলো ধীর । পড়তে শুরু করল টিপ টিপ করে।
|
সি আর আই বাংলা বিভাগ : শেকড় সন্ধানে 2004/10/19 সভ্যতার ইতাহাসে প্রাচীন চৈনিক সভ্যতা খুবই কৌতুহলোদ্দীপক । প্রাচীন কাল থেকেই চীন অনেক সম্প্রদায় , বিশ্বাস এবং সংস্কৃতির মিলনস্থল । জাদুকরী সৌন্দর্য , বিস্ময়কর ঐতিহ্য এবং ঐতিহাসিক আকর্ষনের এক অনন্য নাম চীন ।
|
|