এস এম শাহীন , সাধারণ সম্পাদক
রূপগঞ্জ দেশ মুক্ত বেতার শ্রোতা সংঘ
নারায়নগঞ্জ জেলা, বাংলাদেশ
কোন কোন মানুষের জীবন কারো না কারো সাথে , কোন না কোন কিছুর সাথে জীবনটাকে ইতিবৃত্ত করে নেয় । তবে অবশ্যই সে হতে হবে প্রিয় কোন মানুষ , প্রিয় কোন বস্তু বা প্রিয় কোন জিনিস । তবেই তার সাথে জীবনের সুসম্পর্ক গড়ে তোলা যায় । করে নেওয়া যায় জীবনের ইতিবৃত্ত । ইতিবৃত্ত এমন একটি শব্দ যার অর্থ বললে দাঁড়ায় একটি বস্তুর সাথে অন্য একটি বস্তু একাকার হয়ে থাকা, খাওয়া-দাওয়া চিন্তাচেতনা, স্বপ্নে শিহরণে , জাগরণে অস্তিত্বে অনুভবে অনুপ্রেরণায় উত্সাহে উদ্দীপনায় এক সঙ্গে লেগে থাকার নাম জীবনের ইতিবৃত্ত ।
জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যার সাথে আমার থাকবে সুন্দর মধুর সুসম্পর্ক তার সাথেই হবে আমার জীবনের ইতিবৃত্ত ।
আমার কাছে সি আর আই তেমনী একটি প্রিয় বস্তু , যাকে সামনে রেখে জীবনের স্বপ্ন দেখি । জীবনের সাথে একাকার করে নিয়েছি সেই ১৯৯৯ সাল থেকেই । ভেবে নিয়েছি সি আর আই ই আমার জীবনের ইতিবৃত্ত । কি নেই সি আর আই এর মাঝে ? ভালোবাসা , প্রেম , প্রীতি , সহানুভুতি , স্বপ্নকে সত্যিকারের রূপ দেওয়া , বিশ্বকে জানা , জীবনকে সুন্দর ও সুস্থ্য রাখার নব কৌশল সব সব আছে সি আর আইয়ের মাঝে । বিনোদন চাও , তাও পাবে সি আর আই এর মাঝে । কাঁদতে চাও , তাও পাবে সি আর আই এর মাঝে । প্রত্যেক দিনের খবরাখবর জানতে চাও , শরীরটাকে সুস্থ্য রাখার পদ্ধতি জানতে চাও , তা সবই পাবে সি আর আই এর নিকট ।
সি আর আই এর যতগুলো ভাই বোন আছেন , তাঁরা সবাই একটি পরিবারের সদস্য । এক জনের সাথে অন্য এক জনের জীবন গাঁথা । এক জন অন্য এক জনের ভাই । অন্য এক জনের বোন। এই সি আর আই এর মাধ্যমে কত দূর-দূরান্তের অনেক ভাই বোনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে । কোন এক সময় হয়ে যায় জীবনের সবচেয়ে প্রিয় মানুষ বা প্রিয় বন্ধু ।
প্রতিটি শ্রোতার জীবনের ইতিবৃত্তই হচ্ছে সি আর আই । সি আর আই আমাদের যেমন আপন করে নিয়েছে , দিয়েছে অফুরন্ত ভালবাসা, প্রেম ।
জীবনের চাওয়া-পাওয়া যখন পূর্ণ হয় , তখন আনন্দে আপ্লুত হয়ে আমরা জীবনটাকে ধন্য মনে করি । সি আর আই আমার সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে , এই ঋণ সি আর আই এর প্রতি আমার চিরকাল থাকবে ।
আমি ভালোবাসি সি আর আইকে । ভালোবাসি তার সাবলির, ভঙ্গিমা, উপস্থাপনা , সুন্দর সুন্দর কন্ঠে , মধুর মধুর ভাষার প্রয়োগ। ভালোবাসি সি আর আই এর প্রত্যেকটি বাংলা অনুষ্ঠানকে । আমি মুগ্ধ, আমি আপ্লুত , সন্তুষ্ট সি আর আই এর বাংলা অনুষ্ঠানের প্রতি । আমার জীবনকে সুন্দরভাবে গড়তে শিখিয়েছে এই সি আর আই । সি আর আই এর কাছে জানতে পারি বিশ্ব কেমন আছে , চীন কেমন আছে , চীনের প্রত্যেকটি খুটিনাটি বিষয়ে জানতে পেরেছি এই সি আর আই এর মাধ্যমে ।
আমার মনে হয় , শেষ প্রান্তে পৌঁছেও সি আর আই এর সঙ্গে আমার সুসম্পর্ক বজায় থাকবে , করণ একটিই সি আর আই ও আমি এক সঙ্গে ইতিবৃত্ত ।
|