কোন কোন প্রতিষ্ঠান ইতিহাসকে প্রতিবিম্বিত করে, আবার কোন কোন প্রতিষ্ঠান ইতিহাসে অবদান রেখে যায়। এই হিসেবে 'চীন আন্তর্জাতিক বেতার' তার সুদীর্ঘ ইতিহাসে একেধারে এই দুই কাজই করিয়াছে।
১৯৮১ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখে জাপানী ভাষার মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতার তার অনুষ্ঠান প্রচার শুরু করে। বর্তমানে চীন আন্তর্জাতিক বেতার সর্বমোট ৪৩টি ভাষার মাধ্যমে বিশ্বের বেশীর ভাগ স্থানে সঠিক ও নির্ভরযোগ্য খবর প্রদান করে নিরলস ভূমিকা রেখে যাচ্ছে এবং প্রতিদিন সর্বমোট কমপক্ষে ১৮৯ ঘন্টা ধরে অনুষ্ঠান প্রচার করছে।
চীন আন্তর্জাতিক বেতারের ৪৩টি ভাষার প্রচার মাধ্যমের একটি অন্যতম প্রচার মাধ্যম হইল বাংলা বিভাগ। আনুষ্ঠানিকভাবে যার শুভ সূচনা হয়েছিল ১৯৬৯ সালের ১লা জানুয়ারী। এর পর থেকে অদ্যাবধি যে ভাবে সাফল্যের সাথে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগকে , বাংলা বিভাগে কর্মরত বিভিন্ন কর্মীরা অত্যন্ত প্রশংসার সাথে আজকের দিনে আগাইয়া নিয়ে এসেছে এ জন্য চীন আন্তর্জাতিক বেতারের সকল কলাকুশলি ও কর্মকর্তাকে জানাই 'ইন্টারনেট চায়না রেডিও লিসেনার্স ক্লাবের' পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে পাক-ভারত উপমহাদেশের বাংলা ভাষাভাষী শ্রোতারা বিশাল দেশ চীন সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছে, পরিনয়ে যা চীন ও বাংলাদেশ এই দুই দেশের জনসাধারনের মধ্যে মৈত্রী সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। বিশেষ করে গত ১লা জুলাই ২০০৩ ইং থেকে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগে আনুষ্ঠানিকভাবে, যে নতুন উদ্যমে ও নতুন কলরবে বাংলা অনুষ্ঠানকে ঢেলে সাজানো হইয়াছে, তার জন্য এই অনুষ্ঠান শ্রোতাদের কাছে আরো বেশী জনপ্রিয় হয়ে উঠেছে , যাকে একবিংশ শতাব্দির জন্য একটি চ্যালেঞ্জ হিসাবেই ধরা যায়।
বর্তমান বাংলা বিভাগের অত্যন্ত স্বনামধন্য পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে সহ উপ-পরিচালক চিয়াং চিং ছেং প্রাক্তন অভিজ্ঞ পরিচালক , অনুবাদক ও উপস্থাপক মাদাম চুং শাওলি, বিশেষজ্ঞ জনাব মহিউদ্দিন তাহের, ম্যাডাম রাশিদা তাহের, পাই খাই ইউয়ান, ফোং সিউ ছিয়েন, থান ইয়াও খাং , লি ওয়েই তান, লি ইউয়ান শান এদর সবার সুমিষ্ঠ কন্ঠ ও উপস্থাপনার চমত্কার বাচনভঙ্গি বাংলা বিভাগকে শ্রোতাদের খুবই আকৃষ্ট করে। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে আমাদের ইন্টারনেট চায়না রেডিও লিসনার্স ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
সেই সাথে যে সব বাংলা ভাষি শ্রোতা ও শ্রোতা সংঘ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সি আর আই বাংলা বিভাগের উন্নয়নে শ্রম ও মতামত দিয়ে বাংলা বিভাগকে আজকের দিনে এগিয়ে এনেছে তাদের সবাইকে বিশেষ করে বাংলাদেশ সি আর আই লিসনার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বেলাল ও সেক্রেটারী জিল্লুর রহমান জিল্লু ভাইকে সি আর আই বাংলা বিভাগে অবদানের জন্য তাদেরকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও ধন্যবাদ।
পরিশেষে এই বত্সরের ডিসেম্বর শেষ হতে অনুষ্ঠেয় চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৩৬ বত্সর পুর্তি উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের সকল কলাকুশলি , কর্মকর্তা আর অগনিত ভক্তবৃন্দকে আমাদের 'ইন্টারনেট চায়না রেডিও লিসনার্স ক্লাবের ' পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। সেই সাথে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের উত্তোরত্তর সফলতা, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে অদ্য এখানেই আমি আমার শুভেচ্ছা বাণী শেষ করছি।
বাদল চন্দ্র সাহা
মহা-পরিচালক
ইন্টারনেট চায়না রেডিও লিসনার্স ক্লাব
কিশোরগঞ্জ, বাংলাদেশ
|