|
 |
(GMT+08:00)
2004-11-18 10:51:19
|
সময়ের কাছে প্রশ্ন
cri
মাসুদ রানা, সভাপতি রেডিও ফেয়ার লিসনার্স ক্লাব পাবনা জেলা, বাংলাদেশ জীবনের দ্বার প্রান্তে এসে যখন , সময়কে প্রশ্ন করি । সময় তুমি কি ? সময় তখন গতিশীল । আমি যখন স্তব্দ ভঙ্গিতে বিরামহীন দৃষ্টিতে ধোলা আকাশের দিকে তাকিয়ে অনুভব করি । জীবনে ফেলে আসা অতীত দিনগুলির কথা , তখন সময়কে প্রশ্ন করি । সময় তুমি কি ? সময় তখন গতিশীল । আমার অবচেতন হৃদয়ে যখন , হাজারো প্রশ্নের ঝড় খেলা করে তখন সময়কে প্রশ্ন করি । সময় তুমি কি ? সময় তখন গতিশীল । জীবনের দেনা পাওনার হিসাব মিলাতে গিয়ে যখন বার বার গড়মিলের স্বীকার হই । তখন সময়কে প্রশ্ন করি । সময় তুমি কি ? সময় তখন গতিশীল । স্মৃতির রৌদ্র ছায়ায় হারিয়ে যাওয়া প্রিয়জনদের ছবি যখন, আমার কাল্পনিক হৃদয় ফ্রেমে ভেসে ওঠে । তখন সময়কে প্রশ্ন করি । সময় তুমি কি ? সময় তখনও গতিশীল ।
|
|
|