v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-03 10:49:07    
আমার চোখে চীন আন্তর্জাতিক বেতার

cri

    চীন দেশের কথা শুনলেই প্রথমে CRI বেতারের অনুষ্ঠানের কথা আমার মনে ভেসে আসে । বিশ্বের অনেকগুলো দেশ থেকেই বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয়। কিন্তু CRI এর বাংলা অনুষ্ঠান আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। CRI এর বাংলা অনুষ্ঠান ছোট-বড়, নারী-পুরুষ অর্থাত্ সকলের শোনার উপযোগী তথ্য নির্ভর অনুষ্ঠানমালার সহজ, সাবলীল এবং সুন্দর উপস্থাপনা লক্ষ লক্ষ মানুষের কাছে আজ অত্যন্ত পরিচিত একটি নাম। CRI বাংলা বিভাগের সব অনুষ্ঠানই আমার প্রিয়। "চাওয়া পাওয়া " অনুষ্ঠানে CRI সম্বন্ধে নিজের মনোভাব প্রকাশ, চিঠির প্রাপ্তি স্বীকার ও অনুষ্ঠান বিষয়ে শ্রোতাদের মতামত থেকে অনেক কিছু জানার সুযোগ হচ্ছে। তা ছাড়া সুন্দর সুন্দর গান ও মধুর আলাপন আনন্দ দিয়ে থাকে। তাই "চাওয়া পাওয়া" আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠানের মধ্যে অন্যতম।

    চীন আন্তর্জাতিক বেতার যত বেশী বৈচিত্রপুর্ণ অনুষ্ঠানমালা প্রচার করবে তত বেশী শ্রোতাদের কাছাকাছি থাকতে পারবে। প্রত্যেক জাতির নিকট তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত প্রিয়। চীনের ইতিহাস ও সংস্কৃতির উপর আরো বেশী প্রতিবেদন প্রচার করে সংশ্লিষ্ট জাতি সম্বন্ধে জানার সুযোগ দিলেন চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান বেশী আকর্ষণীয় হবে ।

    চীন আন্তর্জাতিক বেতারের কাছে আমাদের প্রত্যাশা বর্তমানের চেয়েও অধিক দ্রুত বিশ্বের যে কোন প্রত্যন্ত অঞ্চলের ঘটে যাওয়া ঘটনাবলীর তাত্ক্ষণিক বস্তুনিষ্ঠ সংবাদ ও বিশ্লেষণ প্রচারের পাশাপাশি এশিয়া উপমাহাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয়গুলোর উপর অনুষ্ঠান প্রচার করে বেতার শ্রোতাদের মন জয় করবে। বিজ্ঞানের নব নব উদ্ভাবনের সঙ্গে সঙ্গে বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান প্রচারের বৈচিত্রময় আনয়নে আরো উন্নত হয়েছে। বাংলাদেশ ও পশ্চিম বাংলার শ্রোতাদের ভালবাসা অর্জনে সক্ষম হয়েছে। চীন আন্তর্জাতিক বেতারের প্রচারিত অনুষ্ঠান অশিক্ষিত ও অল্পশিক্ষিত লোকজন সহজেই অনুধাবন করতে পারায় দিনের দিন শ্রোতা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

    বাংলা ভাষার শ্রোতাদের দারিদ্রতা প্রধান সমস্যা। অর্থনৈতিক কর্মকান্ড ভিত্তিক ও স্বল্প ব্যয়ে ক্ষুদ্র শিল্প স্থাপনের উপায় ভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হলে বেকার যুবকদের উপকারে আসবে। চীনা জাতি কি ভাবে কৃষি অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে নিজেদের উন্নয়ন করেছে সে বিষয়ে যদি বেতারে আলোচিত হয় , তবে তা সমগ্র বাঙ্গালী জাতির উপকারে আসবে। বর্তমানে চীন আন্তর্জাতিক বেতার ৩৮টি বিদেশী ভাষা সহ মোট ৪৩টি ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে । বাঙ্গালীদের জন্য চীন আন্তর্জাতিক বেতার কর্মীরা নিজেরা বাংলা শিখে অনুষ্ঠান প্রচারের মাধ্যমে যে অবদান রাখছে , তা ছাড়া বাঙ্গালীদের জন্য চীনাদের বড় উপহার প্রতি বছর শ্রোতা সম্মেলন আয়োজন করলে শ্রোতাদের সাথে সরাসরি মিলিত হওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান বিষয়ে মতামত জানা যাবে যা পরবর্তীতে অনুষ্ঠান রূপায়নে সহায়তা করবে।

    আধুনিক বিশ্বে অনেকেই যখন ডিস এন্টিনায় স্যাটেলাইটের টিভি অনুষ্ঠান উপভোগ করে , তখন রেডিও শ্রোতারা চীন আন্তর্জাতিক বেতার বাংলা অনুষ্ঠান শোনার জন্য ব্যস্ত । যতগুলি বাংলা অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে CRI অনন্য। CRI শোনার কারণ শিক্ষানীয় ও উপভোগ্য বিভিন্ন অনুষ্ঠান শ্রোতাদের মৌলিক চিন্তাধারার বিকাশ ঘটাতে বেতার কর্মীরা সচেষ্ট এবং মনোগ্রাহী উপস্থাপনা শ্রোতাদের নিয়মিত অনুষ্ঠান শুনতে আকৃষ্টও উত্সাহি করে তোলে।

    চীন আন্তর্জাতিক বেতার অর্থাত্ তত্কালীন রেডিও পিকিং এর সাথে আমার পরিচয় ঘটে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর পরই। তবে প্রথম চিঠি লিখি ১৯৭৫ সালে। প্রথম চিঠি লিখে বেশ সাড়া পেয়েছিলাম। সেই অনুপ্রেরনা থেকেই বিভিন্ন বেতারে লেখা লেখি শুরু করি। আমি বিভিন্ন বেতার কেন্দ্র থেকে একাধিক বার বিজয় শ্রোতা নির্বাচিত হয়েছি। বিজয় শ্রোতা হয়ে যতটা খুশি না হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছিলাম রেডিও পিকিং থেকে প্রথম চিঠির জবাব পেয়ে। কেন না রেডিও পিকিং থেকে যে উত্সাহ উদ্দীপনা পেয়েছিলাম তা না হলে আমি রেডিও হতে বিভিন্ন মূল্যবান উপহার সামগ্রী অর্জন করতে পারতাম না। রেডিও পিকিং নাম পরিবর্তন হয়ে রেডিও বেইজিং এবং বর্তমানে চীন আন্তর্জাতিক বেতার হিসাবে পরিচিত হলেও শ্রোতাদের প্রতি ভালবাসা এক বিন্দুও কমেনি । চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকলে পরিশ্রম করে সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে বাংলা ভাষার শ্রোতাদের সাথে বন্ধুত্ব ও তরঙ্গ মৈত্রীর সৃষ্টি করেছেন। আমরা সকলে একে অপরের সুখ দুঃখের ভালোবাসার সাথী আমাদের আশা চীন আন্তর্জাতিক বেতার প্রতিযোগিতামূলক প্রচার মাধ্যমের মধ্যে শ্রেষ্ঠ আসনটি দখল করে প্রসংসা অর্জনে সক্ষম হবে।

    এস এম জে হাবীব

    সভাপতি

    একতা আন্তর্জাতিক রেডিও শ্রোতা সংঘ

    কয়ের দাড়া (বিলপাড়া)

    সপুরা, রাজশাহী---৬২০৩, বাংলাদেশ