v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-26 17:00:02    
আমি আর সি আর আই

cri
    মুহাম্মদ আইনূল হক

    আলেয়া ভিলা, খুলনা , বাংলাদেশ

    ৯০'র দশকের গোড়ার দিকের কথা , আমি তখনও শৈশবের সবুজ পিঁড়িতে তবে সময়টা শৈশবের হলেও মনটা ছিলো দারুণ বেতার উত্সাহী । যার রেশ ধরে শৈশবের পিঁড়িতে বসেই পরিচয় ঘটে CRI এর সঙ্গে । সুদূর চীন থেকে ইথারে ভেসে আসা ভাঙ্গা ভাঙ্গা বাংলার মধুর ধ্বনি , মধুর আঘাত হানে আমার শ্রবণেন্দ্রিয়ে। CRI আসন করে নেয় আমার হৃদয় মন্দিরে । CRI এর সঙ্গে শুরু হয় আমার একান্ত পথচলা । তবে বড়ই বন্ধুর ছিলো সেদিনের সে পথ । নিজেদের কোন রেডিও সেট না থাকায় অন্যের সেটে অনিয়মিতভাবে শুনতে হতো CRI এর বাংলা অনুষ্ঠান । তাই অতৃপ্ত থেকে যেত CRI সিক্ত উত্সুক মনটা । অবশ্য একটু দেরীতে হলেও বন্ধুর সে পথ মাড়িয়ে একদিন দেখা মেলে সুদিনের । সুদিনের সেই লগ্ন থেকে অদ্যাবধি CRI এর সঙ্গে পথচলাটা তাই অনেক সুপ্রসন্ন মনে হয় । সুদূর অতীতের সাফল্যময় সীমানা পেরিয়ে বর্তমানের আবেদন ধর্মী বিনোদনময় আর জ্ঞানের স্রোতস্বিনী ধারায় CRI বয়ে চলেছে কাংখিত সফলতার তাজশোভিত স্বর্ণদ্বীপের পানে । CRI এর সঙ্গে আমার দীর্ঘ পথ পরিক্রমায় প্রেম-বিরহ সবকিছুর সমন্বয় ঘটেছে । অবশ্য একটু-আধটু বিরহ থাকলেও তাকে আমার মনে হয়েছে জ্ঞানের অথৈ পাথার । কেননা মুসলিম বিশ্বের নেতা হযরত মুহাম্মদঃ চীন সম্পর্কে বিশেষ অভিমত ব্যক্ত করেছেন । তিনি বলেছেন , "জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যেতে হলেও যাও ।" কিন্তু আমাদের তো আর দরিদ্রতার নাগপাশ ছিন্ন করে চীনে যাওয়া সম্ভব নয় , তাইতো CRI কে ভাবতে হয় তারই অবিচ্ছেদ্য একটি অংশ । এমনই একক ভাবনায় ভর করে যখন CRI এর অনুষ্ঠান শুনি তখন মনে হয় চীন নামক সেই জ্ঞান রাজ্যের সাগরে অবগাহন করছি । আর তাই প্রতিদিন অনুসন্ধিত্সু মনটা CRI এর বাতায়ন দিয়ে খুজেঁ ফেরে প্রতিদিনকার চীনকে।

    বাংলা আসরের প্রায় সকল অনুষ্ঠানই ভালো লাগে । কোন্ অনুষ্ঠান সর্বাধিক পছন্দের বলা মুশকিল । বিশ্বসংবাদ থেকে শুরু করে প্রতিবেদন, একক সন্ধ্যা , ওরা অনন্য , চীনকে জানুন , বর্ণচ্ছটা , কন্যা-জায়া-জননী , ক্রীড়া সংস্কৃতি , পাঁচ মিশালী , রসনা বিলাস ও চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠানসমূহ বিশেষ প্রশংসার দাবীদার । তবুও এরই মাঝ থেকে 'ওরা অনন্য' ও 'চীনকে জানুন ' ব্যতিক্রমধর্মী অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান বলে আমার মনে হয় । এ অনুষ্ঠান দু'টির মাধ্যমে চীনাদের জীবনযাত্রার মান , অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর তথ্যসমৃদ্ধ মনগ্রাহী সংযোজনা যে আঙ্গিকে উপস্থাপন করা হয় তা জ্ঞানপিপাসু প্রতিটি মনে সবিশেষ আবেদন রাখে ।

    CRI এর বাংলা আসরে ছোটদের জন্য কোন অনুষ্ঠান করলে সেটি একটি ইতিবাচক সংযোজন হতে পারে । কেননা আজকের শিশুটিই তো আগামী CRI এর পূর্ণ শ্রোতা । পাশাপাশি বিদ্যানুরাগীদের জন্য জ্ঞান-বিজ্ঞান ভিত্তিক পরিবেশনা এবং CRI এর জনপ্রিয়তার স্বার্থে 'DX' অনুষ্ঠানের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে ।

    উপসংহারে বলবো , বর্তমানের অশান্ত পৃথিবীতে শান্তি আর সত্যের ধ্বজা উঁচিয়ে CRI শাশ্বত হয়ে উঠুক পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের মাঝে -- এ আমার প্রাণের দাবী ও একান্ত প্রত্যাশা ।

    মুহাম্মদ আইনূল হক

    আলেয়া ভিলা, খুলনা , বাংলাদেশ