মুহাম্মদ আইনূল হক
আলেয়া ভিলা, খুলনা , বাংলাদেশ
৯০'র দশকের গোড়ার দিকের কথা , আমি তখনও শৈশবের সবুজ পিঁড়িতে তবে সময়টা শৈশবের হলেও মনটা ছিলো দারুণ বেতার উত্সাহী । যার রেশ ধরে শৈশবের পিঁড়িতে বসেই পরিচয় ঘটে CRI এর সঙ্গে । সুদূর চীন থেকে ইথারে ভেসে আসা ভাঙ্গা ভাঙ্গা বাংলার মধুর ধ্বনি , মধুর আঘাত হানে আমার শ্রবণেন্দ্রিয়ে। CRI আসন করে নেয় আমার হৃদয় মন্দিরে । CRI এর সঙ্গে শুরু হয় আমার একান্ত পথচলা । তবে বড়ই বন্ধুর ছিলো সেদিনের সে পথ । নিজেদের কোন রেডিও সেট না থাকায় অন্যের সেটে অনিয়মিতভাবে শুনতে হতো CRI এর বাংলা অনুষ্ঠান । তাই অতৃপ্ত থেকে যেত CRI সিক্ত উত্সুক মনটা । অবশ্য একটু দেরীতে হলেও বন্ধুর সে পথ মাড়িয়ে একদিন দেখা মেলে সুদিনের । সুদিনের সেই লগ্ন থেকে অদ্যাবধি CRI এর সঙ্গে পথচলাটা তাই অনেক সুপ্রসন্ন মনে হয় । সুদূর অতীতের সাফল্যময় সীমানা পেরিয়ে বর্তমানের আবেদন ধর্মী বিনোদনময় আর জ্ঞানের স্রোতস্বিনী ধারায় CRI বয়ে চলেছে কাংখিত সফলতার তাজশোভিত স্বর্ণদ্বীপের পানে । CRI এর সঙ্গে আমার দীর্ঘ পথ পরিক্রমায় প্রেম-বিরহ সবকিছুর সমন্বয় ঘটেছে । অবশ্য একটু-আধটু বিরহ থাকলেও তাকে আমার মনে হয়েছে জ্ঞানের অথৈ পাথার । কেননা মুসলিম বিশ্বের নেতা হযরত মুহাম্মদঃ চীন সম্পর্কে বিশেষ অভিমত ব্যক্ত করেছেন । তিনি বলেছেন , "জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যেতে হলেও যাও ।" কিন্তু আমাদের তো আর দরিদ্রতার নাগপাশ ছিন্ন করে চীনে যাওয়া সম্ভব নয় , তাইতো CRI কে ভাবতে হয় তারই অবিচ্ছেদ্য একটি অংশ । এমনই একক ভাবনায় ভর করে যখন CRI এর অনুষ্ঠান শুনি তখন মনে হয় চীন নামক সেই জ্ঞান রাজ্যের সাগরে অবগাহন করছি । আর তাই প্রতিদিন অনুসন্ধিত্সু মনটা CRI এর বাতায়ন দিয়ে খুজেঁ ফেরে প্রতিদিনকার চীনকে।
বাংলা আসরের প্রায় সকল অনুষ্ঠানই ভালো লাগে । কোন্ অনুষ্ঠান সর্বাধিক পছন্দের বলা মুশকিল । বিশ্বসংবাদ থেকে শুরু করে প্রতিবেদন, একক সন্ধ্যা , ওরা অনন্য , চীনকে জানুন , বর্ণচ্ছটা , কন্যা-জায়া-জননী , ক্রীড়া সংস্কৃতি , পাঁচ মিশালী , রসনা বিলাস ও চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠানসমূহ বিশেষ প্রশংসার দাবীদার । তবুও এরই মাঝ থেকে 'ওরা অনন্য' ও 'চীনকে জানুন ' ব্যতিক্রমধর্মী অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান বলে আমার মনে হয় । এ অনুষ্ঠান দু'টির মাধ্যমে চীনাদের জীবনযাত্রার মান , অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর তথ্যসমৃদ্ধ মনগ্রাহী সংযোজনা যে আঙ্গিকে উপস্থাপন করা হয় তা জ্ঞানপিপাসু প্রতিটি মনে সবিশেষ আবেদন রাখে ।
CRI এর বাংলা আসরে ছোটদের জন্য কোন অনুষ্ঠান করলে সেটি একটি ইতিবাচক সংযোজন হতে পারে । কেননা আজকের শিশুটিই তো আগামী CRI এর পূর্ণ শ্রোতা । পাশাপাশি বিদ্যানুরাগীদের জন্য জ্ঞান-বিজ্ঞান ভিত্তিক পরিবেশনা এবং CRI এর জনপ্রিয়তার স্বার্থে 'DX' অনুষ্ঠানের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে ।
উপসংহারে বলবো , বর্তমানের অশান্ত পৃথিবীতে শান্তি আর সত্যের ধ্বজা উঁচিয়ে CRI শাশ্বত হয়ে উঠুক পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের মাঝে -- এ আমার প্রাণের দাবী ও একান্ত প্রত্যাশা ।
মুহাম্মদ আইনূল হক
আলেয়া ভিলা, খুলনা , বাংলাদেশ
|